বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য

152. বাংলাদেশে কয়টি কাগুজে নোট আছে ?

  • ক. ৭ টি
  • খ. ৮ টি
  • গ. ৯ টি
  • ঘ. ১০ টি

উত্তরঃ ৯ টি

বিস্তারিত

153. বাংলাদেশে ব্যাংক নোট কয়টি ?

  • ক. ৬ টি
  • খ. ৭ টি
  • গ. ৮ টি
  • ঘ. ৯ টি

উত্তরঃ ৭ টি

বিস্তারিত

154. বাংলাদেশে প্রচলিত কোন নোটটি ব্যাংক নোট নয় ?

  • ক. পাঁচশত টাকা
  • খ. একশত টাকা
  • গ. এক টাকা
  • ঘ. দশ টাকা

উত্তরঃ এক টাকা

বিস্তারিত

155. কোনটি বাংলাদেশ ব্যাংকের নোট নয় ?

  • ক. ৫০০ টাকার নোট
  • খ. ১০০ টাকার নোট
  • গ. ১০ টাকার নোট
  • ঘ. ২ টাকার নোট

উত্তরঃ ২ টাকার নোট

বিস্তারিত

156. এক টাকার নোটে স্বাক্ষর থাকে -

  • ক. অর্থ মন্ত্রীর
  • খ. রাষ্ট্রপতির
  • গ. অর্থ সচিবের
  • ঘ. বাংলাদেশ ব্যাংকের গর্ভনরের

উত্তরঃ অর্থ সচিবের

বিস্তারিত

157. দুই টাকার নোটে স্বাক্ষর থাকে -

  • ক. অর্থ সচিবের
  • খ. গর্ভনরের
  • গ. রাষ্ট্রপতির
  • ঘ. সচিবের

উত্তরঃ অর্থ সচিবের

বিস্তারিত

158. এক ও দুই টাকার নোটে স্বাক্ষর থাকে -

  • ক. অর্থ সচিবের
  • খ. গর্ভনরের
  • গ. প্রধানমন্ত্রীর
  • ঘ. রাষ্ট্রপতির

উত্তরঃ অর্থ সচিবের

বিস্তারিত

159. কোন সংস্থা বা প্রতিষ্ঠান বাংলাদেশে দুই টাকার নোটের প্রচলন করে ?(Which organization or agency issues Two taka note in Bangladesh ?)

  • ক. বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)
  • খ. বাণিজ্য মন্ত্রণালয় (Ministry of Commerce)
  • গ. অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)
  • ঘ. সোনালী ব্যাংক (Sonali Bank)

উত্তরঃ অর্থ মন্ত্রণালয় (Ministry of Finance)

বিস্তারিত

160. 'সবার জন্য শিক্ষা' স্লোগানটি বাংলাদেশে প্রচলিত কোন মুদ্রা বহন করে?

  • ক. দুই টাকার মুদ্রা
  • খ. ৫ টাকার মুদ্রা
  • গ. ১০ টাকার
  • ঘ. ৫০ টাকার

উত্তরঃ দুই টাকার মুদ্রা

বিস্তারিত

161. বাংলাদেশে চালু পলিমার নোটটি মুদ্রতি -

  • ক. অস্ট্রেলিয়ায়
  • খ. ফ্রান্সে
  • গ. বাংলাদেশে
  • ঘ. লন্ডনে

উত্তরঃ অস্ট্রেলিয়ায়

বিস্তারিত

162. বাংলাদেশের ৫০০ টাকার নোট ছাপানো হয় কথা থেকে ?

  • ক. যুক্তরাষ্ট্র
  • খ. ব্রিটেন
  • গ. জাপান
  • ঘ. জার্মানি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

163. মুদ্রার অবমূল্যায়নের উদ্দেশ্য - (What is the main objective of the devaluation of currency?)

  • ক. আমদানি বৃদ্ধি করা (To increase import)
  • খ. ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা (To increase purchasing capacity)
  • গ. রপ্তানি বৃদ্ধি করা (To increase export)
  • ঘ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি (To increase money supply)

উত্তরঃ রপ্তানি বৃদ্ধি করা (To increase export)

বিস্তারিত

164. মুদ্রাস্ফীতি বলতে বুঝায় -

  • ক. অর্থের যোগান উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় অধিক হওয়াকে
  • খ. অর্থের যোগান দেশের সম্পদের চেয়ে অধিক হওয়াকে
  • গ. অর্থের যোগান ও জনসংখ্যা বৃদ্ধির মধ্যে সমতা না থাকাকে
  • ঘ. দেশে বেকারত্বের সংখ্যা বৃদ্ধি পাওয়াকে

উত্তরঃ অর্থের যোগান উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় অধিক হওয়াকে

বিস্তারিত

165. মুদ্রাস্ফীতি বলতে বুঝায় -

  • ক. অর্থ সরবরাহ বৃদ্ধি
  • খ. অর্থ সরবরাহ হ্রাস
  • গ. সাধারণ দামস্তর হ্রাস
  • ঘ. সাধারণ দামস্তর বৃদ্ধি

উত্তরঃ সাধারণ দামস্তর বৃদ্ধি

বিস্তারিত

166. নিচের কোনটি একটি অর্থ ব্যাবস্থায় মুদ্রাস্ফীতি ঘটায় ?

  • ক. উৎপাদন বৃদ্ধি
  • খ. আমদানি বৃদ্ধি
  • গ. রপ্তানি বৃদ্ধি
  • ঘ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি

উত্তরঃ মুদ্রার সরবরাহ বৃদ্ধি

বিস্তারিত

167. নিচের কোনটি মুদ্রাস্ফীতির কারণ?

  • ক. জাতীয় উৎপাদন হ্রাস
  • খ. মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস
  • গ. দেশে মুদ্রার সরবরাহ হ্রাস
  • ঘ. দেশে মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে

উত্তরঃ মুদ্রার সরবরাহ বৃদ্ধি কিন্তু জাতীয় উৎপাদন হ্রাস

বিস্তারিত

168. সাময়িকভাবে মুদ্রাস্ফীতি বন্ধ করা যায় -

  • ক. কর বৃদ্ধি করে
  • খ. দ্রব্যমূল্য বৃদ্ধি করে
  • গ. দ্রব্যমূল্য কমিয়ে
  • ঘ. মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে

উত্তরঃ মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ করে

বিস্তারিত

170. মুদ্রাস্ফীতি প্রকৃত আয়কে -

  • ক. বৃদ্ধি করে
  • খ. হ্রাস করে
  • গ. অপরিবর্তিত রাখে
  • ঘ. বৃদ্ধি ও হ্রাস উভয়ই করে

উত্তরঃ হ্রাস করে

বিস্তারিত

171. উচ্চ মুদ্রাস্ফীতির ফলে সর্বাধিক ক্ষতিগ্রস্ত গোষ্ঠী -

  • ক. ব্যবসায়ী শ্রেণী
  • খ. শিল্পপতি
  • গ. কৃষক
  • ঘ. সীমিত আয়ের জনগোষ্ঠী

উত্তরঃ সীমিত আয়ের জনগোষ্ঠী

বিস্তারিত

172. ইংরেজী Enterpreneur শব্দের অর্থ -

  • ক. উদ্যেক্তা
  • খ. প্রতিষ্ঠান
  • গ. শ্রম
  • ঘ. মূলধন

উত্তরঃ উদ্যেক্তা

বিস্তারিত

173. কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে কি বলা হয় ?

  • ক. শেয়ার
  • খ. স্টক
  • গ. ঋণপত্র
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ শেয়ার

বিস্তারিত

174. যে স্থানে শেয়ার এবং সিকিউরিটিজ বিক্রি হয় ? (A place where secondary shares and securities are traded is -)

  • ক. Bangladesh Bank
  • খ. Securities and Exchange Commission
  • গ. First Security Bank
  • ঘ. Stock Exchange

উত্তরঃ Stock Exchange

বিস্তারিত

175. The term 'Secondary Market' is usually used in -

  • ক. পুঁজিবাজার (Stock Market )
  • খ. কারখানা বাজার (Factory Market)
  • গ. শ্রম বাজার (Labour Market )
  • ঘ. কৃষি বাজার (Agriculture Market)

উত্তরঃ পুঁজিবাজার (Stock Market )

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects