বাংলাদেশের অর্থনীতি রপ্তানী ও বাণিজ্য
26. শেয়ার বাজার কোন বাজারের অন্তর্ভুক্ত ?
- ক. মুদ্রা বাজার
- খ. মূলধন বাজার
- গ. বৈদেশিক মুদ্রা বাজার
- ঘ. অর্থ বাজার
উত্তরঃ অর্থ বাজার
27. বিশ্বের সর্বপ্রথম কোথায় ব্যাংকিং প্রথা শুরু হয় ?
- ক. ইতালি
- খ. যুক্তরাষ্ট্র
- গ. যুক্তরাজ্য
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ ইতালি
- ক. England
- খ. Italy
- গ. Germany
- ঘ. France
উত্তরঃ Italy
29. বিশ্বের প্রথম ইসলামী ব্যাংক কোনটি ?
- ক. বাহরাইন ইসলামী ব্যাংক
- খ. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ
- গ. কাতার ইসলামী ব্যাংক
- ঘ. মিশরের মিটগামার ব্যাংক
উত্তরঃ মিশরের মিটগামার ব্যাংক
30. এ উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে?
- ক. রাজপুত আমলে
- খ. পাকিস্তান আমলে
- গ. মোঘল আমলে
- ঘ. শায়েস্তা খাঁর আমলে
উত্তরঃ মোঘল আমলে
- ক. Bank Companies Act 1991
- খ. Companies Act 1994
- গ. Bangladesh Bank Order 1977
- ঘ. None of these
উত্তরঃ Bank Companies Act 1991
32. CAMEL rating is a system that -
- ক. Assigns a numerical rating to banks (ব্যাংকগুলোর সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস)
- খ. Ranks camels according to their quality (গুণাগুন অনুসারে উটদের শ্রেণীবিন্যস্ত করা)
- গ. Ranks camels according to their price (মূল্য অনুসারে উটদের শ্রেণীবিন্যস্ত করা)
- ঘ. Allows banks to operate in a developing country (উন্নইয়নশীল দেশগুলোতে ব্যাংকগুলোকে তার কার্যক্রম পরিচালনার সুযোগ দেয়)
উত্তরঃ Assigns a numerical rating to banks (ব্যাংকগুলোর সংখ্যাসূচক শ্রেণীবিন্যাস)
- ক. বাণিজ্যিক ব্যাংক
- খ. রাষ্ট্রীয় ব্যাংক
- গ. কেন্দ্রীয় ব্যাংক
- ঘ. শিল্প ব্যাংক
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক
34. বাংলাদেশ সরকারের ব্যাংকার কে ?(Which one is the banker of the Government of Bangladesh ?)
- ক. Bangladesh Bank
- খ. Agrani Bank
- গ. Prime Bank
- ঘ. BSB
উত্তরঃ Bangladesh Bank
35. Bangladesh Bank is not a :
- ক. Banker of Govt.
- খ. Central Bank
- গ. Commercial Bank
- ঘ. Note issuer
উত্তরঃ Commercial Bank
36. বাংলাদেশে নতুন নোট চালু করার ক্ষমতা আছে একমাত্র -
- ক. বাংলাদেশ ব্যাংকের
- খ. সোনালী ব্যাংকের
- গ. অর্থমন্ত্রীর
- ঘ. অর্থসচিবের
উত্তরঃ বাংলাদেশ ব্যাংকের
37. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ ? (Which of the following is the function of the central bank ?)
- ক. আমানত গ্রহণ (Deposit collection)
- খ. সঞ্চয় স্থানান্তর (Savings mobilization)
- গ. ঋণ প্রদান (Loan sanction)
- ঘ. ঋণ নিয়ন্ত্রণ (Credit control)
উত্তরঃ ঋণ নিয়ন্ত্রণ (Credit control)
38. নিচের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয় -(It is not a function of Bangladesh Bank -)
- ক. নোট প্রচলন করা (Issuing notes for the economy)
- খ. বাট্টার হার নির্ধারণ (Determining the discount rate)
- গ. আমানত গ্রহণ ও উদ্যেক্তাদের জন্য ঋণ মঞ্জুর করা (Receiving deposits and sanctioning loan to the entrepreneurs)
- ঘ. বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ অর্থের পরিমান নির্ধারণ (Determining the Cash reserve requirements for commercial banks)
উত্তরঃ বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ অর্থের পরিমান নির্ধারণ (Determining the Cash reserve requirements for commercial banks)
39. বাংলাদেশ ব্যাংকের কাজ নয় -(Functions of Bangladesh Bank do not include)
- ক. মুদ্রার সরবরাহ নিয়ন্ত্রণ (Controlling money supply)
- খ. বাড়ি নির্মানের জন্য ঋণ প্রদান (Giving loans for house building)
- গ. 'নিকাশ ঘর' হিসাবে কাজ করা (Operating clearing house)
- ঘ. সবগুলোই (All are functions of Bangladesh Bank)
উত্তরঃ বাড়ি নির্মানের জন্য ঋণ প্রদান (Giving loans for house building)
40. নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয় -(It is not the function of the central bank of a country ?)
- ক. আমানত গ্রহণ (Accept deposit)
- খ. ব্যাংকগুলোকে ব্যাংকিং খাতে পরামর্শদান (Advise bankers on banking activities)
- গ. নোট প্রচলন (Issue notes)
- ঘ. মুক্তবাজার অর্থনীতি পরিচালনা (Conduct Open market operation)
উত্তরঃ আমানত গ্রহণ (Accept deposit)
41. নিম্নের কোনটি বাংলাদেশ ব্যাংকের কাজ নয় ?
- ক. টাকা ছাপানো
- খ. ঋণ নিয়ন্ত্রণ
- গ. নিকাশ ঘর
- ঘ. আমানত গ্রহণ
উত্তরঃ আমানত গ্রহণ
42. বাংলাদেশে ব্যাংকের কাজ নয় -(Which one of the following is not the function of Bangladesh Bank ?)
- ক. মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ (Monetary Control)
- খ. মুদ্রার সঞ্চালন (Money circulation)
- গ. আমানত সংগ্রহ (Deposit Collection)
- ঘ. মুদ্রা প্রচলন (Currency Issues)
উত্তরঃ আমানত সংগ্রহ (Deposit Collection)
- ক. Ministry of Finance
- খ. Sonali Bank
- গ. Bangladesh Bank
- ঘ. Ministry of Planning
উত্তরঃ Bangladesh Bank
44. প্রত্যেক ফেডারেল রিজার্ভ ব্যাংককে নোট ইস্যুর এর সমান মূল্যের স্বর্ণ রিজার্ভ রাখতে হয় -
- ক. ২০%
- খ. ৩০%
- গ. ৪০%
- ঘ. ২৫%
উত্তরঃ ৩০%
- ক. বাণিজ্যিক ব্যাংক
- খ. সরকার
- গ. বিনিয়োগ ব্যাংক
- ঘ. ব্যবসায়ী প্রতিষ্ঠান
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
46. কে ট্রেজারি বিল ক্রয় করতে পারেন ?(Who can buy Treasury Bills ?)
- ক. Individuls
- খ. Commercial Banks
- গ. Insurance Companies
- ঘ. Pension and Provident fund
উত্তরঃ Commercial Banks
47. বাংলাদেশে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিশোধিত মূলধন নতুন করে নির্ধারণ করা হয়েছে ?
- ক. ২০০ কোটি টাকা
- খ. ১০০ কোটি টাকা
- গ. ৩০০ কোটি টাকা
- ঘ. ৪০০ কোটি টাকা
উত্তরঃ ২০০ কোটি টাকা
48. ব্যাংকের কাজ নয় - (Bank's functions do not include -)
- ক. ঋণদান (Giving loans)
- খ. আমানত গ্রহণ (Acceptance of Deposit)
- গ. বাণিজ্য (Trading)
- ঘ. অর্থের স্থানান্তর (Transfer of funds)
উত্তরঃ বাণিজ্য (Trading)
49. ব্যাংকের অর্থের প্রধান উৎস কি ?(Which is the main source of bank fund ?)
- ক. পরিশোধিত মূলধন (Paid-up capital)
- খ. রিজার্ভ অর্থ (Reserve fund)
- গ. আমানত (Deposit)
- ঘ. কেন্দ্রীয় ব্যাংক হতে ঋণ গ্রহণ (Borrowing from the central bank)
উত্তরঃ আমানত (Deposit)
- ক. Deposit mobilization
- খ. Credit control
- গ. Providing credit
- ঘ. Discounting bills
উত্তরঃ Credit control