বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

201. গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়--

  • ক. ১৯৭৭ সালে
  • খ. ১৯৭৬ সালে
  • গ. ১৯৭৫ সালে
  • ঘ. ১৯৭৪ সালে

উত্তরঃ ১৯৭৫ সালে

বিস্তারিত

202. বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়?

  • ক. ব্রুনাই
  • খ. আফগানিস্তান
  • গ. সেনেগাল
  • ঘ. ইরান

উত্তরঃ সেনেগাল

বিস্তারিত

203. ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?

  • ক. এম হোসেন আলী
  • খ. মোঃ মহিউদ্দিন খান
  • গ. এস কে নবী
  • ঘ. কে এম শাহাবুদ্দিন

উত্তরঃ এম হোসেন আলী

বিস্তারিত

204. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়--

  • ক. ২৯ এপ্রিল ১৯৭১
  • খ. ৭ ডিসেম্বর ১৯৭১
  • গ. ৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ৪ ডিসেম্বর ১৯৭১

উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৭১

বিস্তারিত

205. 'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন --- শূণ্য স্থানে কোন শব্দটি বসবে?

  • ক. বীরপ্রতীক
  • খ. বীরবিক্রম
  • গ. বীরউত্তম
  • ঘ. বীরশ্রেষ্ঠ

উত্তরঃ বীরশ্রেষ্ঠ

বিস্তারিত

206. বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?

  • ক. নীলিমা ইব্রাহিম
  • খ. তারামন বিবি
  • গ. সিতারা বেগম
  • ঘ. কাঁকন বিবি

উত্তরঃ কাঁকন বিবি

বিস্তারিত

207. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবি কি ছিল?

  • ক. সিপাহী
  • খ. ল্যান্স নায়েক
  • গ. লেফটেন্যান্ট
  • ঘ. ক্যাপ্টেন

উত্তরঃ ল্যান্স নায়েক

বিস্তারিত

208. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?

  • ক. বীরপ্রতীক
  • খ. বীরবিক্রম
  • গ. বীরউত্তম
  • ঘ. বীরশ্রেষ্ঠ

উত্তরঃ বীরপ্রতীক

বিস্তারিত

209. সিতারা বেগম কত নং সেক্টরে যুদ্ধ করেন?

  • ক. ৮নং
  • খ. ৫নং
  • গ. ৪নং
  • ঘ. ২নং

উত্তরঃ ২নং

বিস্তারিত

210. সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা--

  • ক. শহীদুল ইসলাম লালু
  • খ. মতিউর রহমান
  • গ. নূর মোহাম্মদ শেখ
  • ঘ. হামিদুর রহমান

উত্তরঃ শহীদুল ইসলাম লালু

বিস্তারিত

211. শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান একজন--

  • ক. বীরপ্রতীক
  • খ. বীরবিক্রম
  • গ. বীরউত্তম
  • ঘ. বীরশ্রেষ্ঠ

উত্তরঃ বীরশ্রেষ্ঠ

বিস্তারিত

212. দেশের একমাত্র আদিবাসী বীরবিক্রমের নাম কি?

  • ক. ইউ কে চিং
  • খ. মং প্রু
  • গ. অংশু মারমা
  • ঘ. আশুতোষ চাকমা

উত্তরঃ ইউ কে চিং

বিস্তারিত

213. মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ মুক্তিযোদ্ধাদের বীরত্বসূচক খেতাব নিচের কোন তারিখে দেয়া হয়?

  • ক. ১৫ ডিসেম্বর ১৯৭২
  • খ. ১৫ ডিসেম্বর ১৯৭৩
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭৩

উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭৩

বিস্তারিত

214. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'লিবারেশন ফাইটার্স'- এর পরিচালক কে?

  • ক. ব্রায়ান টাগ
  • খ. আলমগীর কবির
  • গ. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
  • ঘ. জহির রায়হান

উত্তরঃ আলমগীর কবির

বিস্তারিত

215. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক কে?

  • ক. চাষী নজরুল ইসলাম
  • খ. হুমায়ূন আহমেদ
  • গ. শহীদুল ইসলাম
  • ঘ. নাসিরউদ্দিন ইউসুফ

উত্তরঃ নাসিরউদ্দিন ইউসুফ

বিস্তারিত

216. 'Bangladesh: A Legacy of Blood' -এর লেখক--

  • ক. অ্যান্থনি মাস্কারেনহাস
  • খ. মার্ক টেইলর
  • গ. মার্ক টোয়াইন
  • ঘ. এদের কেউই না

উত্তরঃ অ্যান্থনি মাস্কারেনহাস

বিস্তারিত

217. নিচের কোন বিদেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ প্রণোদনামূলক সাহিত্য রচনা করেছেন?

  • ক. কার্পেন্তিয়ার
  • খ. জন লেলন
  • গ. অ্যালেন গিন্সবার্গ
  • ঘ. চিনুয়া আচেবি

উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ

বিস্তারিত

218. মুক্তিযুদ্ধের উপর ভিত্তিকরে রচিত কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' -এর রচয়িতা কে?

  • ক. ওয়াল্ট হোয়াটম্যান
  • খ. খলিল জিবরান
  • গ. অ্যালেন গিন্সবার্গ
  • ঘ. রবার্ট ফ্রস্ট

উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ

বিস্তারিত

219. বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায়?

  • ক. ঢাকা জেলে
  • খ. কুমিল্লা জেলে
  • গ. চট্টগ্রাম সেনানিবাসে
  • ঘ. ঢাকা সেনানিবাসে

উত্তরঃ ঢাকা জেলে

বিস্তারিত

220. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?

  • ক. ১নং সেক্টর
  • খ. ৬নং সেক্টর
  • গ. ৮নং সেক্টর
  • ঘ. ৯নং সেক্টর

উত্তরঃ ৯নং সেক্টর

বিস্তারিত

221. ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

  • ক. ১৩ জানুয়ারি ১৯৭২
  • খ. ১২ জানুয়ারি ১৯৭২
  • গ. ৬ ডিসেম্বর ১৯৭১
  • ঘ. ৭ ডিসেম্বর ১৯৭১

উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৭১

বিস্তারিত

222. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?

  • ক. ১০ এপ্রিল, ১৯৭১
  • খ. ১৭ এপ্রিল, ১৯৭১
  • গ. ৭ মার্চ, ১৯৭১
  • ঘ. ২৫ মার্চ, ১৯৭১

উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১

বিস্তারিত

223. মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করেন

  • ক. ১০ই এপ্রিল ১৯৭১
  • খ. ১৪ই এপ্রিল ১৯৭১
  • গ. ১৭ই এপ্রিল ১৯৭১
  • ঘ. ১লা এপ্রিল ১৯৭১

উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১

বিস্তারিত

224. ১৯৬৬ সালের ৬ দফার ক'টি দফা অর্থনীতি বিষয়ক ছিল?

  • ক. ৫টি
  • খ. ৪টি
  • গ. ৬ টি
  • ঘ. ৩ টি

উত্তরঃ ৩ টি

বিস্তারিত

225. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ----

  • ক. তোফায়েল আহমেদ
  • খ. আব্দুল গাফফার চৌধুরী
  • গ. সুনীল গঙ্গোপাধ্যায়
  • ঘ. এম. আর. আখতার মুকুল

উত্তরঃ এম. আর. আখতার মুকুল

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects