বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস
201. গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
- ক. ১৯৭৭ সালে
- খ. ১৯৭৬ সালে
- গ. ১৯৭৫ সালে
- ঘ. ১৯৭৪ সালে
উত্তরঃ ১৯৭৫ সালে
202. বাংলাদেশকে কোন অ-আরব মুসলিম দেশ প্রথম স্বীকৃতি দেয়?
- ক. ব্রুনাই
- খ. আফগানিস্তান
- গ. সেনেগাল
- ঘ. ইরান
উত্তরঃ সেনেগাল
203. ১৯৭১ সালে প্রথম কোন কূটনীতিক বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?
- ক. এম হোসেন আলী
- খ. মোঃ মহিউদ্দিন খান
- গ. এস কে নবী
- ঘ. কে এম শাহাবুদ্দিন
উত্তরঃ এম হোসেন আলী
204. ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয়--
- ক. ২৯ এপ্রিল ১৯৭১
- খ. ৭ ডিসেম্বর ১৯৭১
- গ. ৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ৪ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৭১
205. 'মুক্তিযুদ্ধের গৌরবগাথায় আছেন আমাদের সাতজন --- শূণ্য স্থানে কোন শব্দটি বসবে?
- ক. বীরপ্রতীক
- খ. বীরবিক্রম
- গ. বীরউত্তম
- ঘ. বীরশ্রেষ্ঠ
উত্তরঃ বীরশ্রেষ্ঠ
206. বাংলাদেশের কোন নারী মুক্তিযোদ্ধা 'মুক্তিবেটি' নামে পরিচিত?
- ক. নীলিমা ইব্রাহিম
- খ. তারামন বিবি
- গ. সিতারা বেগম
- ঘ. কাঁকন বিবি
উত্তরঃ কাঁকন বিবি
207. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর পদবি কি ছিল?
- ক. সিপাহী
- খ. ল্যান্স নায়েক
- গ. লেফটেন্যান্ট
- ঘ. ক্যাপ্টেন
উত্তরঃ ল্যান্স নায়েক
208. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মহিলা মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগমকে কি খেতাব দেয়া হয়?
- ক. বীরপ্রতীক
- খ. বীরবিক্রম
- গ. বীরউত্তম
- ঘ. বীরশ্রেষ্ঠ
উত্তরঃ বীরপ্রতীক
210. সর্বকনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা--
- ক. শহীদুল ইসলাম লালু
- খ. মতিউর রহমান
- গ. নূর মোহাম্মদ শেখ
- ঘ. হামিদুর রহমান
উত্তরঃ শহীদুল ইসলাম লালু
211. শহীদ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান একজন--
- ক. বীরপ্রতীক
- খ. বীরবিক্রম
- গ. বীরউত্তম
- ঘ. বীরশ্রেষ্ঠ
উত্তরঃ বীরশ্রেষ্ঠ
212. দেশের একমাত্র আদিবাসী বীরবিক্রমের নাম কি?
- ক. ইউ কে চিং
- খ. মং প্রু
- গ. অংশু মারমা
- ঘ. আশুতোষ চাকমা
উত্তরঃ ইউ কে চিং
- ক. ১৫ ডিসেম্বর ১৯৭২
- খ. ১৫ ডিসেম্বর ১৯৭৩
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭২
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭৩
উত্তরঃ ১৫ ডিসেম্বর ১৯৭৩
214. মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র 'লিবারেশন ফাইটার্স'- এর পরিচালক কে?
- ক. ব্রায়ান টাগ
- খ. আলমগীর কবির
- গ. তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ
- ঘ. জহির রায়হান
উত্তরঃ আলমগীর কবির
215. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'গেরিলা' এর পরিচালক কে?
- ক. চাষী নজরুল ইসলাম
- খ. হুমায়ূন আহমেদ
- গ. শহীদুল ইসলাম
- ঘ. নাসিরউদ্দিন ইউসুফ
উত্তরঃ নাসিরউদ্দিন ইউসুফ
216. 'Bangladesh: A Legacy of Blood' -এর লেখক--
- ক. অ্যান্থনি মাস্কারেনহাস
- খ. মার্ক টেইলর
- গ. মার্ক টোয়াইন
- ঘ. এদের কেউই না
উত্তরঃ অ্যান্থনি মাস্কারেনহাস
217. নিচের কোন বিদেশী বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ প্রণোদনামূলক সাহিত্য রচনা করেছেন?
- ক. কার্পেন্তিয়ার
- খ. জন লেলন
- গ. অ্যালেন গিন্সবার্গ
- ঘ. চিনুয়া আচেবি
উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ
218. মুক্তিযুদ্ধের উপর ভিত্তিকরে রচিত কবিতা 'সেপ্টেম্বর অন যশোর রোড' -এর রচয়িতা কে?
- ক. ওয়াল্ট হোয়াটম্যান
- খ. খলিল জিবরান
- গ. অ্যালেন গিন্সবার্গ
- ঘ. রবার্ট ফ্রস্ট
উত্তরঃ অ্যালেন গিন্সবার্গ
219. বীর মুক্তিযোদ্ধা কর্নেল তাহেরকে ফাঁসি দেয়া হয় কোথায়?
- ক. ঢাকা জেলে
- খ. কুমিল্লা জেলে
- গ. চট্টগ্রাম সেনানিবাসে
- ঘ. ঢাকা সেনানিবাসে
উত্তরঃ ঢাকা জেলে
220. মুক্তিযুদ্ধের সময় বরিশাল কোন সেক্টরের অধীনে ছিল?
- ক. ১নং সেক্টর
- খ. ৬নং সেক্টর
- গ. ৮নং সেক্টর
- ঘ. ৯নং সেক্টর
উত্তরঃ ৯নং সেক্টর
221. ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
- ক. ১৩ জানুয়ারি ১৯৭২
- খ. ১২ জানুয়ারি ১৯৭২
- গ. ৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ৭ ডিসেম্বর ১৯৭১
উত্তরঃ ৬ ডিসেম্বর ১৯৭১
222. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
- ক. ১০ এপ্রিল, ১৯৭১
- খ. ১৭ এপ্রিল, ১৯৭১
- গ. ৭ মার্চ, ১৯৭১
- ঘ. ২৫ মার্চ, ১৯৭১
উত্তরঃ ১৭ এপ্রিল, ১৯৭১
223. মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করেন
- ক. ১০ই এপ্রিল ১৯৭১
- খ. ১৪ই এপ্রিল ১৯৭১
- গ. ১৭ই এপ্রিল ১৯৭১
- ঘ. ১লা এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১৭ই এপ্রিল ১৯৭১
225. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন ----
- ক. তোফায়েল আহমেদ
- খ. আব্দুল গাফফার চৌধুরী
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. এম. আর. আখতার মুকুল
উত্তরঃ এম. আর. আখতার মুকুল