বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

151. পাকিস্তান আমলে পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন--

  • ক. মালিক ফিরোজ খান নুন
  • খ. নূরুল আমিন
  • গ. ফ্রেডারিক বোর্ন
  • ঘ. খাজা নাজিমুদ্দীন

উত্তরঃ খাজা নাজিমুদ্দীন

বিস্তারিত

152. 'পাকিস্তান' শব্দটি সর্বপ্রথম কে তৈরি করেন?

  • ক. চৌধুরী রহমত আলী
  • খ. লিয়াকত আলী খান
  • গ. মোহাম্মদ আলী জিন্নাহ
  • ঘ. আল্লামা ইকবাল

উত্তরঃ চৌধুরী রহমত আলী

বিস্তারিত

153. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. জেনারেল এম.এ.জি ওসমানী
  • গ. কর্নেল শফিউল্লাহ
  • ঘ. মেজর জিয়াউর রহমান

উত্তরঃ জেনারেল এম.এ.জি ওসমানী

বিস্তারিত

154. 'বর্ণালী' এবং 'শুভ্র' কী?

  • ক. উন্নত জাতের ভুট্টা
  • খ. উন্নত জাতের আম
  • গ. উন্নত জাতের গম
  • ঘ. উন্নত জাতের চাল

উত্তরঃ উন্নত জাতের ভুট্টা

বিস্তারিত

155. ভাষা আন্দোলনের সূত্রপাত হয়--

  • ক. ১৯৫২ সালে
  • খ. ১৯৫১ সালে
  • গ. ১৯৫০ সালে
  • ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ ১৯৪৮ সালে

বিস্তারিত

156. আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের নির্মাণ কাজের উদ্বোধন হয় কখন?

  • ক. ২১ ফেব্রুয়ারি ২০০০
  • খ. ১৫ মার্চ ২০০১
  • গ. ১৫ মার্চ ২০০০
  • ঘ. ১৫ মার্চ ১৯৯৯

উত্তরঃ ১৫ মার্চ ২০০১

বিস্তারিত

157. মধ্যপ্রাচ্যের কোন দেশে শহীদ মিনার নির্মিত হয়?

  • ক. ইরাক
  • খ. কাতার
  • গ. ওমান
  • ঘ. কুয়েত

উত্তরঃ ওমান

বিস্তারিত

158. 'অমর একুশে' শীর্ষক কবিতার কবির নাম কী?

  • ক. আব্দুল গাফ্ফার চৌধুরী
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. শামসুর রাহমান
  • ঘ. আবু জাফর শামসুদ্দীন

উত্তরঃ হাসান হাফিজুর রহমান

বিস্তারিত

159. বাংলা ভাষা-আন্দোলনে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন সংগঠন?

  • ক. তমদ্দুন মজলিস
  • খ. রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ
  • গ. মাতৃভাষা সংগ্রাম পরিষদ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ তমদ্দুন মজলিস

বিস্তারিত

160. ভাষা শহীদদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র--

  • ক. রফিক উদ্দিন
  • খ. আবদুস সালাম
  • গ. আবুল বরকত
  • ঘ. সকলেই

উত্তরঃ আবুল বরকত

বিস্তারিত

161. পূর্ব বাংলায় যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়?

  • ক. ১৯৫৬ সালে
  • খ. ১৯৫৫ সালে
  • গ. ১৯৫৪ সালে
  • ঘ. ১৯৫৩ সালে

উত্তরঃ ১৯৫৩ সালে

বিস্তারিত

162. যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফার ভিত্তিতে পরিচালিত হয়?

  • ক. ২৬ দফা
  • খ. ২১ দফা
  • গ. ১৬ দফা
  • ঘ. ১০ দফা

উত্তরঃ ২১ দফা

বিস্তারিত

163. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৫৭ সালে
  • খ. ১৯৫৬ সালে
  • গ. ১৯৫৪ সালে
  • ঘ. ১৯৫২ সালে

উত্তরঃ ১৯৫৪ সালে

বিস্তারিত

164. গণতন্ত্রের মানসপুত্র বলে পরিচিত--

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  • গ. জহরলাল নেহেরু
  • ঘ. মহাত্মা গান্ধী

উত্তরঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী

বিস্তারিত

165. যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়--

  • ক. ১৯৫৫ সালে
  • খ. ১৯৫২ সালে
  • গ. ১৯৫৩ সালে
  • ঘ. ১৯৫৪ সালে

উত্তরঃ ১৯৫৪ সালে

বিস্তারিত

166. ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট সরকারে শেখ মুজিবুর রহমান কোন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন?

  • ক. আইন মন্ত্রণালয়ের
  • খ. স্বাস্থ্য মন্ত্রণালয়ের
  • গ. অর্থ মন্ত্রণালয়ের
  • ঘ. কৃষি মন্ত্রণালয়ের

উত্তরঃ কৃষি মন্ত্রণালয়ের

বিস্তারিত

167. পাকিস্তানে সর্বপ্রথম সামরিক শাসন জারি করেন--

  • ক. জেনারেল ইয়াহিয়া খান
  • খ. মালিক ফিরোজ খান নূন
  • গ. ইস্কান্দার মীর্জা
  • ঘ. জেনারেল আইয়ুব খান

উত্তরঃ ইস্কান্দার মীর্জা

বিস্তারিত

168. কোনটি বাঙালি জাতির মুক্তির সনদ?

  • ক. ১১ দফা
  • খ. ৬ দফা
  • গ. ২১ দফা
  • ঘ. লাহোর প্রস্তাব

উত্তরঃ ৬ দফা

বিস্তারিত

169. 'ছয় দফা কর্মসূচী' কী?

  • ক. বাংলাদেশ পরিচালনার ছয়টি মৌলিক নীতি
  • খ. পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি
  • গ. পাকিস্তান পরিচালনার ছয়টি মৌলিক নীতি
  • ঘ. মুক্তিযুদ্ধ পরিচালনার ছয়টি কৌশল

উত্তরঃ পাকিস্তান শাসনামলে বাঙালিদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের ছয়টি দাবি

বিস্তারিত

170. ছয় দফা কোন তারিখে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে গৃহীত হয়?

  • ক. ২৩ মার্চ ১৯৬৯
  • খ. ২১ মার্চ ১৯৫৪
  • গ. ১৮ মার্চ ১৯৬৬
  • ঘ. ২৩ মার্চ ১৯৬৬

উত্তরঃ ১৮ মার্চ ১৯৬৬

বিস্তারিত

171. পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল?

  • ক. ৩১০টি
  • খ. ৩০০টি
  • গ. ২৭৫টি
  • ঘ. ২৫০টি

উত্তরঃ ৩১০টি

বিস্তারিত

172. আসাদ কবে শহীদ হন?

  • ক. ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি
  • খ. ১৯৬৯ সালের ২২ ফেব্রুয়ারি
  • গ. ১৯৬৯ সালের ২১ ফেব্রুয়ারি
  • ঘ. ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি

উত্তরঃ ১৯৬৯ সালের ২০ ফেব্রুয়ারি

বিস্তারিত

173. পূর্ব পাকিস্থানে গণঅভ্যুত্থান কত সালে হয়?

  • ক. ১৯৭১ সালে
  • খ. ১৯৬৯ সালে
  • গ. ১৯৫২ সালে
  • ঘ. ১৯৪৮ সালে

উত্তরঃ ১৯৬৯ সালে

বিস্তারিত

174. শহীদ শামসুজ্জোহা ছিলেন একজন--

  • ক. শিক্ষক
  • খ. চিত্রকর
  • গ. অভিনেতা
  • ঘ. সঙ্গীত শিল্পী

উত্তরঃ শিক্ষক

বিস্তারিত

175. কখন শেখ মুজিবুর রহমানকে 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়?

  • ক. ১৯৭০
  • খ. ১৯৬৯
  • গ. ১৯৬৬
  • ঘ. ১৯৫৪

উত্তরঃ ১৯৬৯

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects