বাংলাদেশ সরকারি কর্মকমিশন পিএসসি এর সিনিয়র ইন্সটাক্টর

4. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা -

  • ক. নবীন চন্দ্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. মীর মশাররপ
  • ঘ. ৫টি

5. বাংলা সাহিত্যে সার্থক মহাকাব্যের রচয়িতা -

  • ক. নবীন চন্দ্র
  • খ. মাইকেল মধুসূদন দত্ত
  • গ. মীর মশাররফ হোসেন
  • ঘ. কায়কোবাদ

6. নিচের কোনটি নিত্য সমাস -

  • ক. রাজপুত্র
  • খ. গৃহান্তর
  • গ. সস্ত্রীক
  • ঘ. গায়ে হলুদ

7. ‘দৈনিক আজাদ’ পত্রিকার সম্পাদকের নাম কী?

  • ক. মোহাম্মদ আকরাম খাঁ
  • খ. আহমদ ছফা
  • গ. সিকান্দার আবু জাফর
  • ঘ. রায়াত খান

9. ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর প্রথম বক্তৃতা করেন -

  • ক. ১৯২৬ সালের ১০ ফেব্রুয়ারি
  • খ. ১৯২৮ সালের ১০ এপ্রিল
  • গ. ১৯৩০ সালের ১০ মে
  • ঘ. ১৯৩২ সালের ১০ আগস্ট

10. বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে?

  • ক. ফররুফ আহমদ
  • খ. মহাদেব সাহা
  • গ. আল মাহমুদ
  • ঘ. কাজী নজরুল ইসলাম

11. ‘সন্ধি’ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. ধ্বনিতত্ত্ব
  • খ. রূপতত্ত্ব
  • গ. বাক্যতত্ত্ব
  • ঘ. বাগার্থতত্ত্ব

12. মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা কাব্যগ্রন্থ কোনটি?

  • ক. নিষিদ্ধ লোবান
  • খ. নেকড়ে অরণ্য
  • গ. রাত্রিশেষ
  • ঘ. বন্দী শিবির থেকে

13. কোনটি সার্থক বাক্যের গুণাবলির মধ্যে পড়ে না -

  • ক. আকাঙ্ক্ষা
  • খ. আসক্তি
  • গ. যোগ্যতা
  • ঘ. আসত্তি

14. প্রমথ চৌধুরীর ছদ্মনাম কী?

  • ক. হুতোম প্যাঁচা
  • খ. অবধূত
  • গ. বীরবল
  • ঘ. টেকচাঁদ ঠাকুর

15. পল্লীকবি জসীমউদদীনের জন্মস্থান

  • ক. গোপালগঞ্জ
  • খ. ফরিদপুর
  • গ. ফিরোজপুর
  • ঘ. বিক্রমপুর

16. শওকত ওসমান কবে জন্মগ্রহণ করেন?

  • ক. ১৯২২ সালে
  • খ. ১৯১৭ সালে
  • গ. ১৯২৫ সালে
  • ঘ. ১৯২৩ সালে

17. ‘কাশবনের কন্যা’ উপন্যাসের লেখকের নাম কী?

  • ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • খ. আবু জাফর শামসুদ্দিন
  • গ. শামসুদ্দীন আবুল কালাম
  • ঘ. জসীমউদদীন

19. ‘রচনার শিল্পগুণ’ প্রবন্ধটি কার লেখা?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • গ. প্যারীচাঁদ মিত্র
  • ঘ. বিহারীলাল চক্রবর্তী

20. ‘নীল ময়ূরের যৌবন’ উপন্যাসের রচয়িতার নাম -

  • ক. সুফিয়া কামাল
  • খ. রাজিয়া বেগম
  • গ. রাবেয়া খাতুন
  • ঘ. সেলিনা হোসেন

22. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয়?

  • ক. মানসী
  • খ. সোনার তরী
  • গ. চোখের বালি
  • ঘ. গীতাঞ্জলি

25. ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে -

  • ক. ইউনেস্কো
  • খ. বিশ্ব খাদ্য কর্মসূচি
  • গ. ইউনিসেফ
  • ঘ. নিরাপত্তা পরিষদ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics