বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস
176. ঊনসত্তরের গণঅভ্যুত্থানে প্রথম শহীদ বুদ্ধিজীবী কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক?
- ক. জাহাঙ্গীরনগর
- খ. চট্টগ্রাম
- গ. ঢাকা
- ঘ. রাজশাহী
উত্তরঃ রাজশাহী
177. ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পটভূমিতে রচিত উপন্যাস কোনটি?
- ক. অনেক সূর্যের আশা
- খ. আরেক ফাল্গুন
- গ. চিলেকোঠার সেপাই
- ঘ. অগ্নিসাক্ষী
উত্তরঃ চিলেকোঠার সেপাই
178. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিচের কত তারিখে পূর্ব বাংলার নতুন নামকরণ 'বাংলাদেশ' করেন?
- ক. ২৬ মার্চ ১৯৭১
- খ. ১৩ মার্চ ১৯৭০
- গ. ৫ ডিসেম্বর ১৯৬৯
- ঘ. ১০ ডিসেম্বর ১৯৬৯
উত্তরঃ ৫ ডিসেম্বর ১৯৬৯
179. বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?
- ক. তাজউদ্দীন আহমেদ
- খ. আধ্যাপক ইউসুফ আলী
- গ. সৈয়দ নজরুল ইসলাম
- ঘ. এম হোসেন আলী
উত্তরঃ আধ্যাপক ইউসুফ আলী
180. মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান 'শহীদ সাগর' কোথায় অবস্থিত?
- ক. নাটোর
- খ. খুলনা
- গ. নোয়াখালী
- ঘ. বরগুনা
উত্তরঃ নাটোর
181. মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় সংঘঠিত হয়?
- ক. ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- খ. রাজারবাগ পুলিশ লাইনে
- গ. গাজীপুরে
- ঘ. টাঙ্গাইলে
উত্তরঃ গাজীপুরে
182. কে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন?
- ক. তৎকালীন ছাত্রনেতা আবদুল কুদ্দুস মাখন
- খ. তৎকালীন ছাত্রনেতা ডকসু ভিপি আ স ম আবদুর রব
- গ. তৎকালীন ছাত্রনেতা নূরে আলম
- ঘ. জনাব শাহজাহান সিরাজ
উত্তরঃ তৎকালীন ছাত্রনেতা ডকসু ভিপি আ স ম আবদুর রব
184. বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
- ক. ওয়াশিংটন
- খ. টোকিও
- গ. কলকাতা
- ঘ. লন্ডন
উত্তরঃ কলকাতা
185. বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ নেয় কত সালে?
- ক. ১০ জানুয়ারি ১৯৭২
- খ. ১১ এপ্রিল ১৯৭১
- গ. ২৬ মার্চ ১৯৭১
- ঘ. ১৭ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ১৭ এপ্রিল ১৯৭১
186. বর্তমান মুজিবনগরের পূর্ব নাম কি?
- ক. শিমুলিয়া
- খ. টুংগীপাড়া
- গ. ভবেরপাড়
- ঘ. চন্দবাড়ি
উত্তরঃ ভবেরপাড়
187. মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল?
- ক. বেনাপোল
- খ. করিমগঞ্জ
- গ. মুজিবনগর
- ঘ. ৮নং থিয়েটার রোড, কোলকাতা
উত্তরঃ ৮নং থিয়েটার রোড, কোলকাতা
188. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয়--
- ক. নাটোর, রাজশাহী
- খ. মুজিবনগর, মেহেরপুর
- গ. শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- ঘ. কালুরঘাট, চট্টগ্রাম
উত্তরঃ কালুরঘাট, চট্টগ্রাম
189. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমেদ
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
- ঘ. সৈয়দ নজরুল ইসলাম
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
190. ১৯৭১ সালে অস্থায়ী সরকারের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে কে ছিলেন?
- ক. তাজউদ্দীন আহমেদ
- খ. জেনারেল জিয়াউর রহমান
- গ. এ এইচ এম কামারুজ্জামান
- ঘ. ড. কামাল হোসেন
উত্তরঃ এ এইচ এম কামারুজ্জামান
191. মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সাব-সেক্টরে বিভক্ত করা হয়?
- ক. ৫৫টি
- খ. ৬৫টি
- গ. ৬৪টি
- ঘ. ৬০টি
উত্তরঃ ৬৪টি
192. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কে চীফ অব স্টাফের দায়িত্ব পালন করে?
- ক. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
- খ. জেনারেল ওসমানী
- গ. লে. কর্নেল এম এ রব
- ঘ. এদের কেউই না
উত্তরঃ লে. কর্নেল এম এ রব
194. মুক্তিযুদ্ধে ২নং সেক্টরের এলাকা--
- ক. সিলেট জেলার পূর্বাঞ্চল ও পূর্ব উত্তর দিকে সিলেট ডাউকি রোড পর্যন্ত
- খ. হবিগঞ্জ, কিশোরগঞ্জ জেলা এবং ভৈরব-আখাউড়া রেললাইনের পূর্বদিকের কুমিল্লা জেলার বাকি অংশ
- গ. নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেল লাইন ও ফরিদপুর জেলার অংশবিশেষ
- ঘ. চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী
উত্তরঃ নোয়াখালী, কুমিল্লা জেলার আখাউড়া, ভৈরব রেল লাইন ও ফরিদপুর জেলার অংশবিশেষ
195. সিলেট ও মৌলভীবাজার জেলার কিছু অংশ নিয়ে মুক্তিযুদ্ধের যে সেক্টরটি গঠিত হয়--
- ক. ২নং
- খ. ৩নং
- গ. ৪নং
- ঘ. ৫নং
উত্তরঃ ৪নং
- ক. স্বাধীনবাংলা বেতারের গানে
- খ. বিশেষ ধরনের মোবাইল ফোনে
- গ. ল্যান্ডফোনে
- ঘ. তার বার্তায়
উত্তরঃ স্বাধীনবাংলা বেতারের গানে
198. ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের মূলে যে প্রেরণা ছিল তা কোনটি?
- ক. সর্বভারতীয় জাতীয়তাবাদ
- খ. পাকিস্তানি জাতীয়তাবাদ
- গ. বাঙালি জাতীয়তাবাদ
- ঘ. বাংলাদেশি জাতীয়তাবাদ
উত্তরঃ বাঙালি জাতীয়তাবাদ
199. মুক্তিযুদ্ধের আত্মসমর্পণের দলিল কোথায় স্বাক্ষরিত হয়?
- ক. রেসকোর্স ময়দানে
- খ. শিশু পার্কে
- গ. রমনা পার্কে
- ঘ. সোহরাওয়ার্দী উদ্যানে
উত্তরঃ রেসকোর্স ময়দানে
200. উপসাগরীয় দেশগুলোর মধ্যে কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
- ক. আবুধাবী
- খ. কুয়েত
- গ. সংযুক্ত আরব আমিরাত
- ঘ. কাতার
উত্তরঃ কুয়েত