বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

126. আইয়ুব খান ক্ষমতা দখল করেন?

  • ক. ২৭ অক্টোবর, ১৯৫৭ সালে
  • খ. ২৭ অক্টোবর, ১৯৫৮ সালে
  • গ. ২৭ ডিসেম্বর, ১৯৫৮ সালে
  • ঘ. ২৭ অক্টোবর, ১৯৫৫ সালে

উত্তরঃ ২৭ অক্টোবর, ১৯৫৮ সালে

বিস্তারিত

127. পাকিস্তান গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত কোন দলের প্রতিনিধি ছিলেন?

  • ক. মুসলিম লীগ
  • খ. গণতন্ত্রী পার্টি
  • গ. আওয়ামী লীগ
  • ঘ. কংগ্রেস

উত্তরঃ কংগ্রেস

বিস্তারিত

128. ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি কোন জেলায়?

  • ক. সিলেট
  • খ. ঢাকা
  • গ. ব্রাহ্মণবাড়িয়া
  • ঘ. কুমিল্লা

উত্তরঃ কুমিল্লা

বিস্তারিত

129. সমগ্র পাকিস্তানের শতকরা কতজনের ভাষা ছিল বাংলা?

  • ক. ১২.৮৫%
  • খ. ৩৫.৭৫%
  • গ. ৪০.৮৫%
  • ঘ. ৫৬.৪০%

উত্তরঃ ৫৬.৪০%

বিস্তারিত

131. 'কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি'- কবিতাটির রচয়িতা কে?

  • ক. সাইদ হায়দার
  • খ. বদরুল আলম
  • গ. হারুনুর রশীদ
  • ঘ. মাহবুবুল আলম চৌধুরী

উত্তরঃ মাহবুবুল আলম চৌধুরী

বিস্তারিত

132. মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'বিজয় ৭১' কোথায় অবস্থিত?

  • ক. ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
  • খ. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়
  • গ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

133. অপারেশন সার্চলাইট চালু হয় কখন?

  • ক. ২৯ জানুয়ারি
  • খ. ২৯ ফেব্রুয়ারি
  • গ. ২৫ মার্চ
  • ঘ. ২৫ এপ্রিল

উত্তরঃ ২৫ মার্চ

বিস্তারিত

134. বাংলাদেশের প্রতিষ্ঠাতা কে?

  • ক. সৈয়দ নজরুল ইসলাম
  • খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • গ. তাজউদ্দীন আহমেদ
  • ঘ. মাওলানা ভাসানী

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

135. বাংলাদেশে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন--

  • ক. এম.এ.জি.ওসমানি
  • খ. সি.আর.দত্ত
  • গ. জিয়াউর রহমান
  • ঘ. খালেদ মোশাররফ

উত্তরঃ এম.এ.জি.ওসমানি

বিস্তারিত

136. জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব হচ্ছে--

  • ক. বীরবিক্রম
  • খ. বীরপ্রতীক
  • গ. বীরউত্তম
  • ঘ. বীরশ্রেষ্ঠ

উত্তরঃ বীরউত্তম

বিস্তারিত

137. প্রবাসী সরকারের সচিবালয়ের মুখ্য সচিব ছিলেন--

  • ক. আবদুর রউফ
  • খ. আসাদুজ্জামান
  • গ. তওফিক ইসলাম
  • ঘ. রুহুল কুদ্দুস

উত্তরঃ রুহুল কুদ্দুস

বিস্তারিত

138. মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরে কর্মরত সেক্টর কমান্ডার ছিলেন--

  • ক. মেজর সি আর দত্ত
  • খ. মেজর সফিউল্লাহ
  • গ. মেজর জিয়াউর রহমান
  • ঘ. মেজর খালেদ মোশাররফ

উত্তরঃ মেজর সি আর দত্ত

বিস্তারিত

140. চাঁপাইনবাবগঞ্জে কোন বীরশ্রেষ্ঠ পাক বাহিনীর হাতে শহীদ হন?

  • ক. হামিদুর রহমান
  • খ. মহিউদ্দিন জাহাঙ্গীর
  • গ. মুন্সী আবদুর রব
  • ঘ. মোস্তফা কামাল

উত্তরঃ মহিউদ্দিন জাহাঙ্গীর

বিস্তারিত

141. মুক্তিযোদ্ধা নৌসেনাদের 'অপারেশন জ্যাকপট' সংঘটিত হয়--

  • ক. ৬ ডিসেম্বর, ১৯৭১
  • খ. ২১ নভেম্বর, ১৯৭১
  • গ. ১৫ আগস্ট, ১৯৭১
  • ঘ. ১৭ জুন, ১৯৭১

উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭১

বিস্তারিত

142. "এ দেশের মানুষ চাই না, মাটি চাই"- কার উক্তি?

  • ক. মুনায়েম খান
  • খ. টিক্কা খান
  • গ. ইয়াহিয়া খান
  • ঘ. আইয়ুব খান

উত্তরঃ ইয়াহিয়া খান

বিস্তারিত

143. নিম্নের কোন মুক্তিযোদ্ধার জন্মস্থান ভোলা জেলায়?

  • ক. মোস্তফা কামাল
  • খ. নূর মোহাম্মদ
  • গ. মহিউদ্দিন জাহাঙ্গীর
  • ঘ. হামিদুর রহমান

উত্তরঃ মোস্তফা কামাল

বিস্তারিত

144. কত নম্বর সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

  • ক. ১১ নম্বর
  • খ. ১০ নম্বর
  • গ. ৭ নম্বর
  • ঘ. ৩ নম্বর

উত্তরঃ ১০ নম্বর

বিস্তারিত

145. বাংলাদেশের অস্থায়ী সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন--

  • ক. শাহ আব্দুল হামিদ
  • খ. খন্দকার মুশতাক আহমেদ
  • গ. তাজউদ্দীন আহমেদ
  • ঘ. ক্যাপ্টেন মনসুর আলী

উত্তরঃ খন্দকার মুশতাক আহমেদ

বিস্তারিত

146. ২৬ মার্চকে জাতীয় দিবস ঘোষণা করা হয়--

  • ক. ১৯৮২ সালে
  • খ. ১৯৮০ সালে
  • গ. ১৯৭৫ সালে
  • ঘ. ১৯৭২ সালে

উত্তরঃ ১৯৮০ সালে

বিস্তারিত

147. পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়--

  • ক. ১ মে, ১৯৭৮
  • খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪
  • গ. ২ আগস্ট, ১৯৭৪
  • ঘ. ১ মার্চ, ১৯৭৩

উত্তরঃ ২২ ফেব্রুয়ারি, ১৯৭৪

বিস্তারিত

148. সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়--

  • ক. ১৬ আগস্ট, ১৯৭৬
  • খ. ১৫ আগস্ট, ১৯৭৫
  • গ. ১৬ আগস্ট, ১৯৭৪
  • ঘ. ১৬ আগস্ট, ১৯৭৩

উত্তরঃ ১৫ আগস্ট, ১৯৭৫

বিস্তারিত

149. ১৯৯৭ সালে সিলেটে যে মহিলা মুক্তিযোদ্ধার সন্ধান পাওয়া যায় তার নাম কি?

  • ক. কনক বিবি
  • খ. কাঁকন বিবি
  • গ. সেতারা বেগম
  • ঘ. তারামন বিবি

উত্তরঃ কাঁকন বিবি

বিস্তারিত

150. পাকিস্তানের প্রথম প্রেসিডেন্টের নাম কি?

  • ক. আইয়ুব খান
  • খ. ইস্কান্দার মির্জা
  • গ. লিয়াকত আলী খান
  • ঘ. এম এ জিন্নাহ

উত্তরঃ ইস্কান্দার মির্জা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects