বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস

26. ১৯৭১ সালে গৃহীত তেলিয়াপাড়া দলিলে যে রণকৌশল অবলম্বন করা হয় সেটির প্রণেতা -

  • ক. মুক্তিবাহিনী
  • খ. পাকিস্থানী সেনা
  • গ. ভারতীয় সেনা
  • ঘ. ইন্দো-বাংলা যৌথবাহিনী

উত্তরঃ মুক্তিবাহিনী

বিস্তারিত

27. বাংলাদেশের মুক্তিযুদ্ধে জেড ফোর্স ব্রিগেডের প্রধান কে ছিলেন?

  • ক. আতাউল গণি ওসমানী
  • খ. কে.এম শফিউল্লাহ
  • গ. জিয়াউর রহমান
  • ঘ. খালেদ মোশারফ

উত্তরঃ জিয়াউর রহমান

বিস্তারিত

29. বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বীরশ্রেষ্ঠ খেতাবসহ অন্যান্য খেতাবগুলো -

  • ক. বীর উত্তম
  • খ. বীর বিক্রম
  • গ. বীর প্রতীক
  • ঘ. বর্ণিত সবকয়টি

উত্তরঃ বর্ণিত সবকয়টি

বিস্তারিত

30. বাংলাদেশের সর্বোচ্চ বীরত্ব খেতাব -

  • ক. বীর শ্রেষ্ঠ
  • খ. বীর প্রতীক
  • গ. বীর উত্তম
  • ঘ. বীর বিক্রম

উত্তরঃ বীর শ্রেষ্ঠ

বিস্তারিত

31. বাংলাদেশের বীরত্বসূচক উপাধিগুলোর মধ্যে কোনটির স্থান মর্যাদার দিক থেকে দ্বিতীয় ?

  • ক. বীর বিক্রম
  • খ. বীর শ্রেষ্ঠ
  • গ. বীর উত্তম
  • ঘ. বীর প্রতীক

উত্তরঃ বীর উত্তম

বিস্তারিত

32. বীরশ্রেষ্ঠ পদক প্রাপ্তদের সংখ্যা কত?

  • ক. সাত
  • খ. আট
  • গ. ছয়
  • ঘ. পাঁচ

উত্তরঃ সাত

বিস্তারিত

35. স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কত জন 'বীর বিক্রম' উপাধি লাভ করেছিল?

  • ক. ১০০ জন
  • খ. ১২৫ জন
  • গ. ১৫০ জন
  • ঘ. ১৭৫ জন

উত্তরঃ ১৭৫ জন

বিস্তারিত

37. এদের মধ্যে কে বীরশ্রেষ্ঠ ?

  • ক. কামাল উদ্দীন
  • খ. মুন্সী আ. রহিম
  • গ. নূরুল ইসলাম
  • ঘ. মহিউদ্দীন জাহাঙ্গীর

উত্তরঃ মহিউদ্দীন জাহাঙ্গীর

বিস্তারিত

38. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল?

  • ক. সিপাহী
  • খ. ল্যান্স নায়েক
  • গ. লেফটেন্যান্ট
  • ঘ. ক্যাপ্টেন

উত্তরঃ সিপাহী

বিস্তারিত

39. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় কাজ করতেন?

  • ক. সেনাবাহিনী
  • খ. নৌবাহিনী
  • গ. বিমানবাহিনী
  • ঘ. ইপিয়ার

উত্তরঃ নৌবাহিনী

বিস্তারিত

40. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ছিলেন -

  • ক. ফ্লাইট লেফটেন্যান্ট
  • খ. ক্যাপ্টেন
  • গ. ল্যান্স নায়েক
  • ঘ. স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার

উত্তরঃ স্কোয়াড্রন ইঞ্জিনিয়ার

বিস্তারিত

41. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীরের পদবী কি ছিল?

  • ক. সিপাহী
  • খ. মেজর
  • গ. ল্যান্স নায়েক
  • ঘ. ক্যাপ্টেন

উত্তরঃ ক্যাপ্টেন

বিস্তারিত

42. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন ?

  • ক. রাজশাহী
  • খ. ফরিদপুর
  • গ. বগুড়া
  • ঘ. বরিশাল

উত্তরঃ বরিশাল

বিস্তারিত

43. বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল কোথায় জন্মগ্রহণ করেন?

  • ক. সিলেট জেলায়
  • খ. ঢাকা জেলায়
  • গ. রংপুর জেলায়
  • ঘ. ভোলা জেলায়

উত্তরঃ ভোলা জেলায়

বিস্তারিত

44. বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ হন-

  • ক. মোস্তফা কামাল
  • খ. রুহুল আমিন
  • গ. মুন্সী আব্দুর রউফ
  • ঘ. মতিউর রহমান

উত্তরঃ মুন্সী আব্দুর রউফ

বিস্তারিত

45. বীরশ্রেষ্ঠ ক্যাপ্টন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এই জেলায় -

  • ক. নাটোর
  • খ. চাঁপাই নবাবগঞ্জ
  • গ. জয়পুরহাট
  • ঘ. নওগাঁ

উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ

বিস্তারিত

46. বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টন জাহাঙ্গীরের কবর কোথায় অবস্থিত ?

  • ক. সোনা মসজিদ
  • খ. সোনারগাঁ
  • গ. আগারগাঁও
  • ঘ. কুসুম্বা

উত্তরঃ সোনা মসজিদ

বিস্তারিত

47. কোন বীরশ্রেষ্ঠের দেহাবশেষ ভারত থেকে বাংলাদেশে আনা হয়েছে ?

  • ক. সিপাহী মোস্তফা কামাল
  • খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  • গ. সিপাহী হামিদুর রহমান
  • ঘ. ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

উত্তরঃ সিপাহী হামিদুর রহমান

বিস্তারিত

48. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়?

  • ক. বনানী কবরস্থানে
  • খ. আজিমপুর কবরস্থানে
  • গ. মোহাম্মদপুর কবরস্থানে
  • ঘ. মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

উত্তরঃ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে

বিস্তারিত

49. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্থানের করাচীতে ছিল ?

  • ক. সিপাহী মোস্তফা কামাল
  • খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
  • গ. সিপাহী হামিদুর রহমান
  • ঘ. ক্যপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর

উত্তরঃ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান

বিস্তারিত

50. বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বাড়ি কোথায়?

  • ক. ঢাকা
  • খ. গাজীপুর
  • গ. ব্রাহ্মণবাড়িয়া
  • ঘ. কিশোরগঞ্জ

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects