বাংলাদেশের সংবিধান
151. বাংলাদেশ গণপরিষদ আদেশ কার্যকর করা হয়—
- ক. ২৬ মার্চ ১৯৭২
- খ. ১০ জানুয়ারি ১৯৭২
- গ. ২৬ মার্চ ১৯৭১
- ঘ. ৩০ এপ্রিল ১৯৭১
উত্তরঃ ২৬ মার্চ ১৯৭১
152. বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রায়ব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে?
- ক. ১১০
- খ. ১১৫
- গ. ১১৭
- ঘ. ১২০
উত্তরঃ ১১৭
153. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ সংখ্যা কতটি?
- ক. ১৫২টি
- খ. ১৫৩টি
- গ. ১৫৪টি
- ঘ. ১৫৫টি
উত্তরঃ ১৫৩টি
154. বাংলাদেশের সংবিধানের অভিভাবক কে?
- ক. রাষ্ট্রপতি
- খ. সুপ্রিম কোর্ট
- গ. স্পীকার
- ঘ. আইন মন্ত্রণালয়
উত্তরঃ সুপ্রিম কোর্ট
155. সংবিধান সংশোধনে প্রয়োজন হয়--
- ক. এক-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
- খ. অর্ধেক সংসদ সদস্যের সম্মতি
- গ. দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ দুই-তৃতীয়াংশ সংসদ সদস্যের সম্মতি
- ক. ২১(২)
- খ. ২৮(২)
- গ. ৮(১)
- ঘ. ১০
উত্তরঃ ৮(১)
157. জোরজবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধের কথা বলা আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে--
- ক. ৩৯(১)
- খ. ৩৪
- গ. ৮(১)
- ঘ. ৫৪
উত্তরঃ ৩৪
158. হাতে লিখিত সংবিধানে স্বাক্ষর করেননি কে?
- ক. ড. কামাল হোসেন
- খ. ফিরোজা বেগম
- গ. সুরঞ্জিত সেন গুপ্ত
- ঘ. উপরের কেউ না
উত্তরঃ সুরঞ্জিত সেন গুপ্ত
159. 'প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাব প্রকাশের স্বাধীনতার অধিকার' এর উল্লেখ আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
- ক. ৩৯(১)
- খ. ৩৯(২)ক
- গ. ২৮(২)খ
- ঘ. ৮(১)
উত্তরঃ ৩৯(২)ক
- ক. অলিখিত সংবিধান
- খ. খণ্ডায়িত সংবিধান
- গ. লিখিত সংবিধান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ লিখিত সংবিধান
161. রাষ্ট্রপতি সংবিধান সংশোধন বিল কত দিনের মধ্যে পাস করবেন?
- ক. ১৫ দিন
- খ. ২১ দিন
- গ. ৩০ দিন
- ঘ. ৭ দিন
উত্তরঃ ৭ দিন
162. বাংলাদেশ গণপরিষদের সংসদ নেতা ছিলেন--
- ক. শেরে বাংলা এ কে ফজলুল হক
- খ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
- গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
163. সংবিধান সংশোধনে গণভোট প্রথা বাতিল করা হয় কোন অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে?
- ক. ১৪৪
- খ. ১৪২
- গ. ১৩২
- ঘ. ১৩৯
উত্তরঃ ১৪২
164. গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া আছে বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে--
- ক. ১৮
- খ. ১১
- গ. ১৪
- ঘ. ৩২
উত্তরঃ ১১
165. বাংলদেশ থেকে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যের দ্বারা কি গঠিত হয়?
- ক. মন্ত্রীপরিষদ
- খ. গণপরিষদ
- গ. আমলাপরিষদ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ গণপরিষদ