বাংলাদেশের সংবিধান

76. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি -

  • ক. স্বায়ত্তশাসিত সংস্থা
  • খ. সাংবিধানিক সংস্থা
  • গ. কর্পোরেট সংস্থা
  • ঘ. আধাস্বায়ত্তশাসিত সংস্থা

উত্তরঃ সাংবিধানিক সংস্থা

বিস্তারিত

78. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল?

  • ক. জরুরী অবস্থা ঘোষণা
  • খ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ
  • গ. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা
  • ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান

উত্তরঃ ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান

বিস্তারিত

79. জরুরী অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় -

  • ক. প্রথম সংশোধনীতে
  • খ. দ্বিতীয় সংশোধনীতে
  • গ. তৃতীয় সংশোধনীতে
  • ঘ. চতুর্থ সংশোধনীতে

উত্তরঃ দ্বিতীয় সংশোধনীতে

বিস্তারিত

80. বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়?

  • ক. ২৩ নভেম্বর, ১৯৭৪
  • খ. ২২ ডিসেম্বর, ১৯৭২
  • গ. ১২ জুন, ১৯৭৩
  • ঘ. ৪ জুলাই, ১৯৭৪

উত্তরঃ ২৩ নভেম্বর, ১৯৭৪

বিস্তারিত

81. বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাস হয়েছিল ?

  • ক. ২৫ জানুয়ারি, ১৯৭৫
  • খ. ৬ এপ্রিল, ১৯৭৫
  • গ. ২০ মার্চ, ১৯৭৪
  • ঘ. ২৩ নভেম্বর, ১৯৭৪

উত্তরঃ ২৫ জানুয়ারি, ১৯৭৫

বিস্তারিত

82. বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল ?

  • ক. চতুর্থ
  • খ. একাদশ
  • গ. দ্বাদশ
  • ঘ. চতুর্দশ

উত্তরঃ চতুর্থ

বিস্তারিত

84. সংবিধানের পঞ্চম সংশোধনী গৃহীত হয় -

  • ক. ১৯৭৭ সালে
  • খ. ১৯৭৮ সালে
  • গ. ১৯৭৯ সালে
  • ঘ. ১৯৮০ সালে

উত্তরঃ ১৯৭৯ সালে

বিস্তারিত

86. কার শাসনামলে সংবিধানের পঞ্চম সংশোধনী বিল পাস হয় ?

  • ক. শেখ মুজিবুর রহমান
  • খ. জিয়াউর রহমান
  • গ. এইচ.এম. এরশাদ
  • ঘ. বেগম খালেদা জিয়া

উত্তরঃ জিয়াউর রহমান

বিস্তারিত

87. বাংলাদেশের সংবিধানের ৮ম সংশোধনীর উদ্দেশ্য ছিল -

  • ক. একদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন
  • খ. বহুদলীয় শাসনব্যবস্থা প্রবর্তন
  • গ. সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠা
  • ঘ. ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া

উত্তরঃ ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় মর্যাদা দেয়া

বিস্তারিত

90. কোন সালে ঢাকার ইংরেজী বানান Dacca থেকে Dhaka হয় ?

  • ক. ১৯৮২
  • খ. ১৯৮৩
  • গ. ১৯৮০
  • ঘ. ১৯৮৪

উত্তরঃ ১৯৮২

বিস্তারিত

91. বাংলাদেশে কবে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করা হয় ?

  • ক. ১৯৯১ সালে
  • খ. ১৯৭২ সালে
  • গ. ২০০১ সালে
  • ঘ. ১৯৮২ সালে

উত্তরঃ ১৯৭২ সালে

বিস্তারিত

92. বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে ?

  • ক. ১৪ নং ধারা
  • খ. ১৫ নং ধারা
  • গ. ১৬ নং ধারা
  • ঘ. ১৭ নং ধারা

উত্তরঃ ১৭ নং ধারা

বিস্তারিত

93. বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?

  • ক. ৬ আগস্ট, ১৯৯১
  • খ. ৬ আগস্ট, ১৯৯৯
  • গ. ৭ আগস্ট, ১৯৯৯
  • ঘ. ৮ আগস্ট, ১৯৯৯

উত্তরঃ ৬ আগস্ট, ১৯৯১

বিস্তারিত

95. বাংলাদেশের সংবিধানের ২১ (২) ধারায় বলা হয়েছে "সকল সময়ে ---- চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য"। শূন্যস্থানটি পূরণ কর।

  • ক. জনগনের সেবা করিবার
  • খ. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করিবার
  • গ. সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করা
  • ঘ. সংবিধানের প্রতি আনুগত্য প্রকাশ করা

উত্তরঃ জনগনের সেবা করিবার

বিস্তারিত

98. বাংলাদেশের সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি ছিল ?

  • ক. সংসদীয় সরকার ব্যবস্থা
  • খ. রাষ্ট্রধর্ম ইসলাম
  • গ. তত্ত্বাবধায়ক সরকার
  • ঘ. বহুদলীয় গণতন্ত্র

উত্তরঃ সংসদীয় সরকার ব্যবস্থা

বিস্তারিত

99. বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে ?

  • ক. প্রথম ভাগে
  • খ. দ্বিতীয় ভাগে
  • গ. তৃতীয় ভাগে
  • ঘ. চতুর্থ ভাগে

উত্তরঃ তৃতীয় ভাগে

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects