বাংলাদেশের সংবিধান

26. বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. প্রেসিডেন্ট
  • গ. স্পিকার
  • ঘ. আইনমন্ত্রী

উত্তরঃ প্রেসিডেন্ট

বিস্তারিত

27. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে ?

  • ক. শেখ মুজিবুর রহমান
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. খন্দকার মোস্তাক
  • ঘ. মোহাম্মদ উল্লাহ

উত্তরঃ শেখ মুজিবুর রহমান

বিস্তারিত

28. বাংলাদেশ সুপ্রীম কোর্টর বিচারপতিদের নিয়োগ দেন কে ?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. আইনমন্ত্রী
  • গ. স্পিকার
  • ঘ. রাষ্ট্রপতি

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

30. বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত ?

  • ক. ৫৭ বছর
  • খ. ৬০ বছর
  • গ. ৬২ বছর
  • ঘ. ৬৭ বছর

উত্তরঃ ৬৭ বছর

বিস্তারিত

32. বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?

  • ক. ৭ এপ্রিল, ১৯৭২
  • খ. ১০ এপ্রিল, ১৯৭২
  • গ. ৭ এপ্রিল, ১৯৭৩
  • ঘ. ১০ এপ্রিল, ১৯৭৩

উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭২

বিস্তারিত

33. 'কোর্ট অব রেকর্ড' বলা হয় কোন আদালতকে ?

  • ক. সুপ্রীমকোর্ট
  • খ. ম্যাজিস্ট্রেট কোর্ট
  • গ. জজ কোর্ট
  • ঘ. হাইকোর্ট

উত্তরঃ সুপ্রীমকোর্ট

বিস্তারিত

34. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?

  • ক. গণপরিষদ
  • খ. সুপ্রিমকোর্ট
  • গ. আইন মন্ত্রণালয়
  • ঘ. জাতীয় সংসদ

উত্তরঃ সুপ্রিমকোর্ট

বিস্তারিত

35. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?

  • ক. ১১০ নং অনুচ্ছেদে
  • খ. ১১৫ নং অনুচ্ছেদে
  • গ. ১১৮ নং অনুচ্ছেদে
  • ঘ. ১২৫ নং অনুচ্ছেদে

উত্তরঃ ১১৮ নং অনুচ্ছেদে

বিস্তারিত

36. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন?

  • ক. শাহ্ আবদুল হামিদ
  • খ. সৈয়দ নজরুল ইসলাম
  • গ. জনাব মোহাম্মদ উল্লাহ
  • ঘ. জনাব তাজউদ্দিন

উত্তরঃ শাহ্ আবদুল হামিদ

বিস্তারিত

37. বাংলাদেশর সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন?

  • ক. ১৪ জন
  • খ. ২৪ জন
  • গ. ৩৪ জন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ৩৪ জন

বিস্তারিত

38. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

  • ক. ১২ অক্টোবর, ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • গ. ২৬ মার্চ, ১৯৭৩
  • ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩

উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২

বিস্তারিত

39. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন ?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. পররাষ্ট্রমন্ত্রী
  • ঘ. প্রধান বিচারপতি

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

40. বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?

  • ক. ১ অক্টোবর, ১৯৭২
  • খ. ৪ নভেম্বর, ১৯৭২
  • গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
  • ঘ. ২৬ মার্চ,১৯৭৩

উত্তরঃ ৪ নভেম্বর, ১৯৭২

বিস্তারিত

41. নির্বাচন কমিশনারদের মেয়াদকাল -

  • ক. ৩ বছর
  • খ. ৫ বছর
  • গ. ৪ বছর
  • ঘ. ২ বছর

উত্তরঃ ৫ বছর

বিস্তারিত

42. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?

  • ক. ১২৪ নং অনুচ্ছেদে
  • খ. ১১৯ নং অনুচ্ছেদে
  • গ. ১২১ নং অনুচ্ছেদে
  • ঘ. ১১৮ নং অনুচ্ছেদে

উত্তরঃ ১২১ নং অনুচ্ছেদে

বিস্তারিত

43. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে ?

  • ক. ৭ মার্চ
  • খ. ২৩ অক্টোবর
  • গ. ১৬ ডিসেম্বর
  • ঘ. ৪ নভেম্বর

উত্তরঃ ৪ নভেম্বর

বিস্তারিত

44. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?

  • ক. ১৬ বছর
  • খ. ১৮ বছর
  • গ. ২০ বছর
  • ঘ. ২১ বছর

উত্তরঃ ১৮ বছর

বিস্তারিত

45. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে? (The constitution of Bangladesh was made effective on -)

  • ক. জানুয়ারী ১০, ১৯৭৩
  • খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
  • গ. নভেম্বর ৪, ১৯৭২
  • ঘ. অক্টোবর ১১ , ১৯৭২

উত্তরঃ ডিসেম্বর ১৬, ১৯৭২

বিস্তারিত

47. বাংলাদেশে সংবিধান রচিত হয় --- সনে ?

  • ক. ১৯৭২
  • খ. ১৯৭৩
  • গ. ১৯৭৪
  • ঘ. ১৯৭৫

উত্তরঃ ১৯৭২

বিস্তারিত

48. বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে ?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. রাষ্ট্রপতি
  • গ. অর্থমন্ত্রী
  • ঘ. ন্যায়পাল

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

49. বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে ?

  • ক. নবম ভাগে
  • খ. দ্বিতীয় ভাগে
  • গ. পঞ্চম ভাগে
  • ঘ. অষ্টম ভাগে

উত্তরঃ নবম ভাগে

বিস্তারিত

50. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য -

  • ক. বেগম রাজিয়া বানু
  • খ. বেগম মতিয়া চৌধুরী
  • গ. আমেনা বেগম
  • ঘ. এদের কেউ নন

উত্তরঃ বেগম রাজিয়া বানু

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects