বাংলাদেশের সংবিধান
26. বাংলাদেশ সুপ্রিম কোটের প্রধান বিচারপতি কে নিয়োগ দান করেন?
- ক. প্রধানমন্ত্রী
- খ. প্রেসিডেন্ট
- গ. স্পিকার
- ঘ. আইনমন্ত্রী
উত্তরঃ প্রেসিডেন্ট
27. বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারী করেন কে ?
- ক. শেখ মুজিবুর রহমান
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. খন্দকার মোস্তাক
- ঘ. মোহাম্মদ উল্লাহ
উত্তরঃ শেখ মুজিবুর রহমান
28. বাংলাদেশ সুপ্রীম কোর্টর বিচারপতিদের নিয়োগ দেন কে ?
- ক. প্রধানমন্ত্রী
- খ. আইনমন্ত্রী
- গ. স্পিকার
- ঘ. রাষ্ট্রপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
30. বাংলাদেশে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা কত ?
- ক. ৫৭ বছর
- খ. ৬০ বছর
- গ. ৬২ বছর
- ঘ. ৬৭ বছর
উত্তরঃ ৬৭ বছর
- ক. ৮ বৎসর
- খ. ১০ বৎসর
- গ. ১২ বৎসর
- ঘ. ১৫ বৎসর
উত্তরঃ ১০ বৎসর
32. বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে শুরু হয় ?
- ক. ৭ এপ্রিল, ১৯৭২
- খ. ১০ এপ্রিল, ১৯৭২
- গ. ৭ এপ্রিল, ১৯৭৩
- ঘ. ১০ এপ্রিল, ১৯৭৩
উত্তরঃ ১০ এপ্রিল, ১৯৭২
33. 'কোর্ট অব রেকর্ড' বলা হয় কোন আদালতকে ?
- ক. সুপ্রীমকোর্ট
- খ. ম্যাজিস্ট্রেট কোর্ট
- গ. জজ কোর্ট
- ঘ. হাইকোর্ট
উত্তরঃ সুপ্রীমকোর্ট
34. বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক কে?
- ক. গণপরিষদ
- খ. সুপ্রিমকোর্ট
- গ. আইন মন্ত্রণালয়
- ঘ. জাতীয় সংসদ
উত্তরঃ সুপ্রিমকোর্ট
35. সংবিধানের কত নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে?
- ক. ১১০ নং অনুচ্ছেদে
- খ. ১১৫ নং অনুচ্ছেদে
- গ. ১১৮ নং অনুচ্ছেদে
- ঘ. ১২৫ নং অনুচ্ছেদে
উত্তরঃ ১১৮ নং অনুচ্ছেদে
36. বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পীকার কে ছিলেন?
- ক. শাহ্ আবদুল হামিদ
- খ. সৈয়দ নজরুল ইসলাম
- গ. জনাব মোহাম্মদ উল্লাহ
- ঘ. জনাব তাজউদ্দিন
উত্তরঃ শাহ্ আবদুল হামিদ
37. বাংলাদেশর সংবিধান রচনা কমিটির সদস্য নিচের কতজন ছিলেন?
- ক. ১৪ জন
- খ. ২৪ জন
- গ. ৩৪ জন
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ ৩৪ জন
38. বাংলাদেশে সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?
- ক. ১২ অক্টোবর, ১৯৭২
- খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
- গ. ২৬ মার্চ, ১৯৭৩
- ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭৩
উত্তরঃ ১২ অক্টোবর, ১৯৭২
39. প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের কে নিয়োগ করেন ?
- ক. রাষ্ট্রপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. পররাষ্ট্রমন্ত্রী
- ঘ. প্রধান বিচারপতি
উত্তরঃ রাষ্ট্রপতি
40. বাংলাদেশে সংবিধান কোন তারিখে গণপরিষদে গৃহীত হয়?
- ক. ১ অক্টোবর, ১৯৭২
- খ. ৪ নভেম্বর, ১৯৭২
- গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২
- ঘ. ২৬ মার্চ,১৯৭৩
উত্তরঃ ৪ নভেম্বর, ১৯৭২
42. সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে?
- ক. ১২৪ নং অনুচ্ছেদে
- খ. ১১৯ নং অনুচ্ছেদে
- গ. ১২১ নং অনুচ্ছেদে
- ঘ. ১১৮ নং অনুচ্ছেদে
উত্তরঃ ১২১ নং অনুচ্ছেদে
43. 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস কত তারিখে ?
- ক. ৭ মার্চ
- খ. ২৩ অক্টোবর
- গ. ১৬ ডিসেম্বর
- ঘ. ৪ নভেম্বর
উত্তরঃ ৪ নভেম্বর
44. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স কত?
- ক. ১৬ বছর
- খ. ১৮ বছর
- গ. ২০ বছর
- ঘ. ২১ বছর
উত্তরঃ ১৮ বছর
- ক. জানুয়ারী ১০, ১৯৭৩
- খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
- গ. নভেম্বর ৪, ১৯৭২
- ঘ. অক্টোবর ১১ , ১৯৭২
উত্তরঃ ডিসেম্বর ১৬, ১৯৭২
46. কোনো কারণে সংসদ ভেঙ্গে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ?
- ক. ৩০ দিন
- খ. ৬০ দিন
- গ. ৯০ দিন
- ঘ. ১৮০ দিন
উত্তরঃ ৯০ দিন
48. বাংলাদেশ মহাহিসাব নিয়ন্ত্রক ও নিরীক্ষক পদে নিয়োগ দেন কে ?
- ক. প্রধানমন্ত্রী
- খ. রাষ্ট্রপতি
- গ. অর্থমন্ত্রী
- ঘ. ন্যায়পাল
উত্তরঃ রাষ্ট্রপতি
49. বাংলাদেশ সরকারী কর্মকমিশনের বিষয়াদি সংবিধানের কোন ভাগে সন্নিবেশিত হয়েছে ?
- ক. নবম ভাগে
- খ. দ্বিতীয় ভাগে
- গ. পঞ্চম ভাগে
- ঘ. অষ্টম ভাগে
উত্তরঃ নবম ভাগে
50. বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য -
- ক. বেগম রাজিয়া বানু
- খ. বেগম মতিয়া চৌধুরী
- গ. আমেনা বেগম
- ঘ. এদের কেউ নন
উত্তরঃ বেগম রাজিয়া বানু