বাংলাদেশের সংবিধান

126. বাংলাদেশের মন্ত্রীপরিষদ তাদের কাজকর্মের জন্য কাদের কাছে দায়ী ?

  • ক. রাষ্ট্রপতির কাছে
  • খ. জনগণের কাছে
  • গ. জাতিসংঘের কাছে
  • ঘ. জাতীয় সংসদের কাছে

উত্তরঃ জাতীয় সংসদের কাছে

বিস্তারিত

127. অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের কেবিনেট দায়ী থাকবে ?

  • ক. জনগণের কাছে
  • খ. রাষ্ট্রপতির কাছে
  • গ. জাতীয় সংসদের কাছে
  • ঘ. প্রধানমন্ত্রীর কাছে

উত্তরঃ জাতীয় সংসদের কাছে

বিস্তারিত

128. বাংলাদেশের বর্তমান সরকার প্রধান কে? (Who is the Head of the Govt. in Bangladesh?)

  • ক. রাষ্ট্রপতি (President )
  • খ. প্রধানমন্ত্রী (Prime Minister)
  • গ. স্পিকার (Speaker)
  • ঘ. প্রধান বিচারপতি (Chief of Justice)

উত্তরঃ প্রধানমন্ত্রী (Prime Minister)

বিস্তারিত

129. সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে Technocrat মন্ত্রী নিয়োগ করা যায় ?

  • ক. তিন-দশমাংশ
  • খ. দুই-দশমাংশ
  • গ. পাঁচ-দশমাংশ
  • ঘ. এক-দশমাংশ

উত্তরঃ এক-দশমাংশ

বিস্তারিত

130. বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 'সুপ্রিম কমান্ডার' কে ?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. প্রতিরক্ষা মন্ত্রী
  • ঘ. সেনাবাহিনী প্রধান

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

132. বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারেন ?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. সামরিক বাহিনী প্রধান
  • ঘ. জাতীয় সংসদ

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

133. বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবীকে কি বলা হয় ?

  • ক. ন্যায়পাল
  • খ. অ্যাটর্নী জেনারেল
  • গ. প্রধান বিচারপতি
  • ঘ. রেক্টর

উত্তরঃ অ্যাটর্নী জেনারেল

বিস্তারিত

134. বাংলাদেশের সংবিধানে যে এক কক্ষবিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে, তার নাম কি ?

  • ক. দুর্নীতি দমন কমিশন
  • খ. জাতীয় সংসদ
  • গ. নির্বাচন কমিশন
  • ঘ. সুপ্রীম কোর্ট

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

135. বাংলাদেশে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন প্রণয়ন করে থাকে ?

  • ক. প্রধানমন্ত্রী
  • খ. জাতীয় সংসদ
  • গ. বিচার বিভাগ
  • ঘ. প্রশাসন বিভাগ

উত্তরঃ জাতীয় সংসদ

বিস্তারিত

136. দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ কে ?

  • ক. আইন বিভাগ
  • খ. শাসন বিভাগ
  • গ. বিচার বিভাগ
  • ঘ. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক

উত্তরঃ আইন বিভাগ

বিস্তারিত

137. ইংরেজীতে বাংলাদেশের জাতীয় সংসদের সাংবিধানিক নাম -

  • ক. National Parliament
  • খ. National Assembly
  • গ. House of Nation
  • ঘ. House of the people

উত্তরঃ House of Nation

বিস্তারিত

139. সংসদে সবসময় থাকবে - (In a parliament, there will always be -)

  • ক. রাষ্ট্রপতি (The President )
  • খ. প্রধানমন্ত্রী (The Prime Minister)
  • গ. সংসদ সদস্যগণ (The MPs)
  • ঘ. বিরোধী দলীয় নেতা (The leader of opposition)

উত্তরঃ সংসদ সদস্যগণ (The MPs)

বিস্তারিত

140. সাংসদদের প্রধান কাজ কি ?

  • ক. যুতসই আইন প্রণয়ন
  • খ. আইনের ব্যাখ্যা দান
  • গ. আইনসমূহের প্রয়োগ
  • ঘ. বিচারিক কার্য সম্পাদন

উত্তরঃ যুতসই আইন প্রণয়ন

বিস্তারিত

141. কোন ব্যক্তির জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স -

  • ক. ২৫ বছর
  • খ. ১৮ বছর
  • গ. ৩০ বছর
  • ঘ. ২০ বছর

উত্তরঃ ২৫ বছর

বিস্তারিত

144. বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন কে?

  • ক. রাষ্ট্রপতি
  • খ. স্পীকার
  • গ. চীপ হুইপ
  • ঘ. প্রধানমন্ত্রী

উত্তরঃ রাষ্ট্রপতি

বিস্তারিত

146. বাংলাদেশের সংবিধান—

  • ক. পরিবর্তনশীল
  • খ. অপরিবর্তনশীল
  • গ. দুষ্পরিবর্তনীয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দুষ্পরিবর্তনীয়

বিস্তারিত

147. বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে?

  • ক. ড. কামাল হোসেন
  • খ. সুরঞ্জীত সেন
  • গ. আবদুর রউফ
  • ঘ. উপরের কেউ নয়

উত্তরঃ আবদুর রউফ

বিস্তারিত

148. সংবিধান দিবস পালিত হয়—

  • ক. ৩ আগস্ট
  • খ. ৮ আগস্ট
  • গ. ৪ নভেম্বর
  • ঘ. ৮ নভেম্বর

উত্তরঃ ৪ নভেম্বর

বিস্তারিত

149. বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি—

  • ক. ৫ টি
  • খ. ৭ টি
  • গ. ৯ টি
  • ঘ. ৩ টি

উত্তরঃ ৭ টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects