বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও পুরস্কার
51. বাংলাদেশ প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ জয় করে -
- ক. ১৭ মে, ১৯৯৮
- খ. ১৫ জুন, ১৯৯৭
- গ. ২৫ মে, ১৯৯৮
- ঘ. ২০ এপ্রিল, ১৯৯৮
উত্তরঃ ১৭ মে, ১৯৯৮
52. বাংলাদেশ প্রথম ওয়ান ডে সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে ?
- ক. কেনিয়া
- খ. পাকিস্তান
- গ. ভারত
- ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ জিম্বাবুয়ে
53. একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কোন বোলার প্রথম ৫ উইকেট লাভ করে ?
- ক. মুশফিকুর রহমান
- খ. মোঃ রফিক
- গ. তাপস বৈশ্য
- ঘ. আফতাব আহমেদ
উত্তরঃ আফতাব আহমেদ
54. ওয়ানডে ক্রিকেট বোলিং এ বাংলাদেশের সেরা পারফরমারকে ?
- ক. মাশরাফি
- খ. তাপস
- গ. আফতাব
- ঘ. মঞ্জুরুল
উত্তরঃ মাশরাফি
55. বাংলাদেশের প্রথম বোলার হিসেবে কোন ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে হ্যাট্রিক করেন ?
- ক. অলক কাপালী
- খ. সাকিব আল হাসান
- গ. সাহাদাত হোসেন রাজীব
- ঘ. মোহাম্মদ রফিক
উত্তরঃ সাহাদাত হোসেন রাজীব
56. প্রথম আই.সি.সি ট্রফিতে বাংলাদেশ দলের অধিনায়ক কে ছিলেন ?
- ক. গাজী আশরাফ হোসেন লীপু
- খ. আকরাম খান
- গ. আমিনুল ইসলাম বুলবুল
- ঘ. শফিকুল হক হীরা
উত্তরঃ শফিকুল হক হীরা
57. ১৯৯৭ সালে কোন দেশকে হারিয়ে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয় ?
- ক. স্কটল্যান্ড
- খ. হংকং
- গ. মালয়েশিয়া
- ঘ. কেনিয়া
উত্তরঃ কেনিয়া
58. বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহনকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
- ক. আকরাম খান
- খ. আমিনুল ইসলাম বুলবুল
- গ. হাবিবুল বাশার
- ঘ. নাঈমুর রহমান দুর্জয়
উত্তরঃ আমিনুল ইসলাম বুলবুল
59. বাংলাদেশী ক্রিকেটাররা বিশ্বকাপে প্রথম কোন দলের বিপক্ষে খেলেছে ?
- ক. পাকিস্তান
- খ. নিউজিল্যান্ড
- গ. স্কটল্যান্ড
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ নিউজিল্যান্ড
60. বিশ্বকাপ ক্রিকেটে কোন দলের বিরুদ্ধে বাংলাদেশ প্রথম জয় লাভ করে ?
- ক. স্কটল্যান্ড
- খ. মালয়েশিয়া
- গ. পাকিস্তান
- ঘ. কেনিয়া
উত্তরঃ স্কটল্যান্ড
61. বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্যা ম্যাচ হন -
- ক. আমিনুল ইসলাম
- খ. মেহরাব হোসেন অপি
- গ. হাসিবুল হোসেন শান্ত
- ঘ. মিনহাজুল আবেদিন নান্নু
উত্তরঃ মিনহাজুল আবেদিন নান্নু
62. সপ্তম বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে কত রানে পরাজিত করে ?
- ক. ৫৬ রানে
- খ. ৭২ রানে
- গ. ৬৬ রানে
- ঘ. ৬২ রানে
উত্তরঃ ৬২ রানে
63. বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল মূলত একজন -(Mohammad Asraful of Bangladesh cricket team is mainly a -)
- ক. Fast Bowler
- খ. Spin Bowler
- গ. Batsman
- ঘ. Wicket Keeper
উত্তরঃ Batsman
64. শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত ?
- ক. রাজশাহী
- খ. বগুড়া
- গ. কুমিল্লা
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ বগুড়া
65. এখন পর্যন্ত কতজন বাংলাদেশী দাবায় গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেছেন ?
- ক. ২
- খ. ৩
- গ. ৪
- ঘ. ৫
উত্তরঃ ৫
66. প্রথম বাঙালি দাবা গ্রান্ড মাস্টার কে ?
- ক. জিয়াউর রহমান
- খ. সূর্য শেকর গাঙ্গুলী
- গ. নিয়াজ মুর্শেদ
- ঘ. দিব্যেন্দু বড়ুয়া
উত্তরঃ নিয়াজ মুর্শেদ
68. বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয় কবে ?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৫ সালে
- গ. ১৯৮০ সালে
- ঘ. ১৯৯৬ সালে
উত্তরঃ ১৯৯৬ সালে
69. মা ও মণি হলো -
- ক. একটি উপন্যাসের নাম
- খ. একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
- গ. একটি প্রসাধনী শিল্পের নাম
- ঘ. একটি গরীব মা ও মেয়ের গল্প কাহিনী
উত্তরঃ একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
71. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশ গ্রহণ করে ?
- ক. লস এঞ্জেলস
- খ. আটলান্টা
- গ. মস্কো
- ঘ. মেক্সিকো সিটি
উত্তরঃ লস এঞ্জেলস
72. কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী বাংলাদেশী শুটারের নাম কি ?
- ক. আসিক
- খ. আশরাফ
- গ. আসিফ
- ঘ. ফাতেমা
উত্তরঃ আসিফ
73. অষ্টম সাফ গেমসে ফুটবলে চ্যাম্পিয়ন কোন দেশ ?
- ক. নেপাল
- খ. ভুটান
- গ. বাংলাদেশ
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ বাংলাদেশ
74. বাংলাদেশের কোন সাঁতারু ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ?
- ক. মোহাম্মদ ইদ্রিস
- খ. আব্দুর রহমান
- গ. ব্রজেন দাস
- ঘ. কেউন নেই
উত্তরঃ ব্রজেন দাস
75. শান্তির জন্য জুলিও কুরি পদক লাভ করেছিলেন--
- ক. শহীদ জিয়াউর রহমান
- খ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- গ. ড. মোহাম্মদ ইউনুস
- ঘ. ফজলে হোসেন আবেদ
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান