বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও পুরস্কার
26. 'ভাটিয়ালী' বাংলাদেশের কোন অঞ্চলের গান?
- ক. রংপুর
- খ. ময়মনসিংহ
- গ. দিনাজপুর
- ঘ. জামালপুর
উত্তরঃ ময়মনসিংহ
28. 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত ?
- ক. পার্বত্য চট্টগ্রাম
- খ. সিলেট
- গ. রাজশাহী
- ঘ. রংপুর
উত্তরঃ রাজশাহী
29. নিচের কোনটি বাংলাদেশের লোকসঙ্গীতের একটি ধরন নয় ?
- ক. ভাটিয়ালী
- খ. গম্ভীরা
- গ. ঠুংরি
- ঘ. জারি সারি
উত্তরঃ ঠুংরি
30. মাইজভান্ডারী বাংলাদেশে কোন অঞ্চলের গান -
- ক. সিলেট
- খ. রংপুর
- গ. ময়মনসিংহ
- ঘ. চট্টগ্রাম
উত্তরঃ চট্টগ্রাম
31. নৌকাবাইস প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম ?
- ক. সারিগান
- খ. জারিগান
- গ. ভাটিয়ালী গান
- ঘ. যাত্রাগান
উত্তরঃ সারিগান
32. পালাগান বা কিসসা প্রধানত কোন অঞ্চলের ?
- ক. ময়মনসিংহ
- খ. কুমিল্লা
- গ. চট্টগ্রাম
- ঘ. খুলনা
উত্তরঃ ময়মনসিংহ
- ক. মরমীবাদ
- খ. মারেফাত
- গ. আধ্যাত্ন্য বিষয়ক
- ঘ. প্রেম বিষয়ক
উত্তরঃ আধ্যাত্ন্য বিষয়ক
34. বাংলাদেশ কততম টেস্ট প্লেয়িং দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ?
- ক. অষ্টম
- খ. দশম
- গ. নবম
- ঘ. এগারতম
উত্তরঃ দশম
36. বাংলাদেশ কত সালে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে ?
- ক. ১৫ জুন, ১৯৯৭
- খ. ২৬ জুন, ১৯৯৭
- গ. ২৬ জুন, ২০০০
- ঘ. ২৫ মে, ২০০৪
উত্তরঃ ২৬ জুন, ২০০০
37. বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে -
- ক. ২৬ জুলাই, ২০০০
- খ. ১০ নভেম্বর, ২০০০
- গ. ১০ সেপ্টেম্বর, ২০০০
- ঘ. ১০ ডিসেম্বর, ২০০০
উত্তরঃ ১০ নভেম্বর, ২০০০
38. অভিষেক টেস্টে বাংলাদেশের প্রতিপক্ষ -(Bangladesh played inaugural cricket test match against -)
- ক. Pakistan
- খ. India
- গ. Srilanka
- ঘ. Zimbabwe
উত্তরঃ India
39. বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?
- ক. আকরাম খান
- খ. আমিনুল ইসলাম
- গ. নাঈমুর রহমান
- ঘ. খালেদ মাসুদ
উত্তরঃ নাঈমুর রহমান
42. বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজে জয়লাভ করে ?
- ক. শ্রীলংকা
- খ. জিম্বাবুয়ে
- গ. ওয়েস্ট ইন্ডিজ
- ঘ. অস্ট্রেলিয়া
উত্তরঃ জিম্বাবুয়ে
43. ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন -
- ক. ভারতের শচীন টেন্ডুলকার
- খ. অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যান
- গ. ইংল্যান্ডের লেন হার্টন
- ঘ. বাংলাদেশের মোঃ আশরাফুল
উত্তরঃ বাংলাদেশের মোঃ আশরাফুল
44. অভিষক টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী ক্রিকেটার কে ?
- ক. হাসান রাজা
- খ. মোহাম্মদ আশরাফুল
- গ. শচীন টেন্ডুলকার
- ঘ. মুশতাক মোহাম্মদ
উত্তরঃ মোহাম্মদ আশরাফুল
- ক. Mashrafee Mortoza
- খ. Syed Russel
- গ. Mohd Rafique
- ঘ. Abdur Razzak
উত্তরঃ Mohd Rafique
46. বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেট হ্যাট্রিক করেন ?
- ক. তুষার ইমরান
- খ. মাশরাফি -বিন-রফিক
- গ. অলক কাপালী
- ঘ. মোহাম্মদ রফিক
উত্তরঃ অলক কাপালী
47. কোন বাংলাদেশ বোলার টেস্ট ক্রিকেট শততম উইকেট লাভ করেন ?
- ক. Mashrafee
- খ. Shahadat
- গ. Rafique
- ঘ. Razzak
উত্তরঃ Rafique
48. বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে ?
- ক. ১ মার্চ, ১৯৯৫
- খ. ১ আগস্ট, ১৯৯৬
- গ. ১৫ জানুয়ায়ী, ১৯৯৭
- ঘ. ১৫ জুন, ১৯৯৭
উত্তরঃ ১৫ জুন, ১৯৯৭
50. বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়ী হয়েছে ?
- ক. ভারত
- খ. জিম্বাবুয়ে
- গ. পাকিস্তান
- ঘ. কেনিয়া
উত্তরঃ কেনিয়া