বাংলাদেশের ক্রীড়া সঙ্গীত সাহিত্য ও পুরস্কার

26. 'ভাটিয়ালী' বাংলাদেশের কোন অঞ্চলের গান?

  • ক. রংপুর
  • খ. ময়মনসিংহ
  • গ. দিনাজপুর
  • ঘ. জামালপুর

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

27. 'ভাওয়াইয়া' কোন অঞ্চলের লোকসঙ্গীত?

  • ক. রাজশাহী
  • খ. রংপুর
  • গ. কুষ্টিয়া
  • ঘ. ময়মনসিংহ

উত্তরঃ রংপুর

বিস্তারিত

28. 'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত ?

  • ক. পার্বত্য চট্টগ্রাম
  • খ. সিলেট
  • গ. রাজশাহী
  • ঘ. রংপুর

উত্তরঃ রাজশাহী

বিস্তারিত

29. নিচের কোনটি বাংলাদেশের লোকসঙ্গীতের একটি ধরন নয় ?

  • ক. ভাটিয়ালী
  • খ. গম্ভীরা
  • গ. ঠুংরি
  • ঘ. জারি সারি

উত্তরঃ ঠুংরি

বিস্তারিত

30. মাইজভান্ডারী বাংলাদেশে কোন অঞ্চলের গান -

  • ক. সিলেট
  • খ. রংপুর
  • গ. ময়মনসিংহ
  • ঘ. চট্টগ্রাম

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

31. নৌকাবাইস প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম ?

  • ক. সারিগান
  • খ. জারিগান
  • গ. ভাটিয়ালী গান
  • ঘ. যাত্রাগান

উত্তরঃ সারিগান

বিস্তারিত

32. পালাগান বা কিসসা প্রধানত কোন অঞ্চলের ?

  • ক. ময়মনসিংহ
  • খ. কুমিল্লা
  • গ. চট্টগ্রাম
  • ঘ. খুলনা

উত্তরঃ ময়মনসিংহ

বিস্তারিত

33. বাউল গানের বিশেষত্ব কি?

  • ক. মরমীবাদ
  • খ. মারেফাত
  • গ. আধ্যাত্ন্য বিষয়ক
  • ঘ. প্রেম বিষয়ক

উত্তরঃ আধ্যাত্ন্য বিষয়ক

বিস্তারিত

35. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে ?

  • ক. ২০০০
  • খ. ২০০১
  • গ. ১৯৯৯
  • ঘ. ১৯৯৮

উত্তরঃ ২০০০

বিস্তারিত

36. বাংলাদেশ কত সালে ক্রিকেট টেস্ট স্ট্যাটাস লাভ করে ?

  • ক. ১৫ জুন, ১৯৯৭
  • খ. ২৬ জুন, ১৯৯৭
  • গ. ২৬ জুন, ২০০০
  • ঘ. ২৫ মে, ২০০৪

উত্তরঃ ২৬ জুন, ২০০০

বিস্তারিত

37. বাংলাদেশ কবে প্রথম টেস্ট ক্রিকেট ম্যাচ খেলে -

  • ক. ২৬ জুলাই, ২০০০
  • খ. ১০ নভেম্বর, ২০০০
  • গ. ১০ সেপ্টেম্বর, ২০০০
  • ঘ. ১০ ডিসেম্বর, ২০০০

উত্তরঃ ১০ নভেম্বর, ২০০০

বিস্তারিত

39. বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক কে ছিলেন ?

  • ক. আকরাম খান
  • খ. আমিনুল ইসলাম
  • গ. নাঈমুর রহমান
  • ঘ. খালেদ মাসুদ

উত্তরঃ নাঈমুর রহমান

বিস্তারিত

41. বাংলাদেশ প্রথম টেস্ট সিরিজ জয় করে কত সালে ?

  • ক. ২০০৩
  • খ. ২০০৪
  • গ. ২০০৫
  • ঘ. এখনো করেনি

উত্তরঃ ২০০৫

বিস্তারিত

42. বাংলাদেশ সর্বপ্রথম কোন দলের বিরুদ্ধে ওয়ানডে ও টেস্ট সিরিজে জয়লাভ করে ?

  • ক. শ্রীলংকা
  • খ. জিম্বাবুয়ে
  • গ. ওয়েস্ট ইন্ডিজ
  • ঘ. অস্ট্রেলিয়া

উত্তরঃ জিম্বাবুয়ে

বিস্তারিত

43. ক্রিকেট টেস্টের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন -

  • ক. ভারতের শচীন টেন্ডুলকার
  • খ. অস্ট্রেলিয়ার ডন ব্রাডম্যান
  • গ. ইংল্যান্ডের লেন হার্টন
  • ঘ. বাংলাদেশের মোঃ আশরাফুল

উত্তরঃ বাংলাদেশের মোঃ আশরাফুল

বিস্তারিত

44. অভিষক টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ শতরানকারী ক্রিকেটার কে ?

  • ক. হাসান রাজা
  • খ. মোহাম্মদ আশরাফুল
  • গ. শচীন টেন্ডুলকার
  • ঘ. মুশতাক মোহাম্মদ

উত্তরঃ মোহাম্মদ আশরাফুল

বিস্তারিত

46. বাংলাদেশের কোন বোলার টেস্ট ক্রিকেট হ্যাট্রিক করেন ?

  • ক. তুষার ইমরান
  • খ. মাশরাফি -বিন-রফিক
  • গ. অলক কাপালী
  • ঘ. মোহাম্মদ রফিক

উত্তরঃ অলক কাপালী

বিস্তারিত

48. বাংলাদেশ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলার যোগ্যতা অর্জন করে কত তারিখে ?

  • ক. ১ মার্চ, ১৯৯৫
  • খ. ১ আগস্ট, ১৯৯৬
  • গ. ১৫ জানুয়ায়ী, ১৯৯৭
  • ঘ. ১৫ জুন, ১৯৯৭

উত্তরঃ ১৫ জুন, ১৯৯৭

বিস্তারিত

49. বাংলাদেশ ক্রিকেট ওয়ানডে স্ট্যাটাস লাভ করে -

  • ক. ১৯৯৭
  • খ. ১৯৯৮
  • গ. ১৯৯৯
  • ঘ. ২০০০

উত্তরঃ ১৯৯৭

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects