বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

76. 'সূর্যের হাসি' কিসের প্রতীক?

  • ক. রেড ক্রিসেন্টের
  • খ. পল্লীমঙ্গল সমিতির
  • গ. মা ও শিশু স্বাস্থ্যের
  • ঘ. হলি ফ্যামিলি হাসপাতালের

উত্তরঃ মা ও শিশু স্বাস্থ্যের

বিস্তারিত

77. বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে ?

  • ক. ১০ টি
  • খ. ১৩ টি
  • গ. ১২টি
  • ঘ. ২০ টি

উত্তরঃ ১৩ টি

বিস্তারিত

78. বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম -

  • ক. জীবন তরী
  • খ. জীবন তরঙ্গ
  • গ. জীবন সাগর
  • ঘ. জীবন ভেল

উত্তরঃ জীবন তরী

বিস্তারিত

79. 'জীবনতরী' কি ?

  • ক. কাব্যগ্রন্থ
  • খ. ভাসমান হাসপাতাল
  • গ. সিনেমা
  • ঘ. সংগঠন

উত্তরঃ ভাসমান হাসপাতাল

বিস্তারিত

80. ট্রমা সেন্টার কি?

  • ক. দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র
  • খ. খেলাধুলার উন্নয়নকল্পে নির্মিত প্রশিক্ষণ কেন্দ্র
  • গ. শিশুদের জন্য নির্মিত আনন্দ ভুবন কেন্দ্র
  • ঘ. বয়স্ক বৃদ্ধ ন্র-নারীর জন্য আশ্রয় কেন্দ্র

উত্তরঃ দুর্ঘটনাজনিত কারণে আহতদের চিকিৎসার্থে মহাসড়কের পার্শ্বে নির্মিত চিকিৎসা কেন্দ্র

বিস্তারিত

81. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন ?

  • ক. পারভীন ফাতেমা
  • খ. ফিরোজা বেগম
  • গ. রওশন জাহান
  • ঘ. কানিজ ফাতেমা

উত্তরঃ ফিরোজা বেগম

বিস্তারিত

82. দেশে প্রথম টেস্টটিউব বেবীত্রয় কবে ভূমিষ্ঠ হয় ?

  • ক. ২৭ মে
  • খ. ২৪ মে
  • গ. ৩০ মে
  • ঘ. ৩১ মে

উত্তরঃ ৩০ মে

বিস্তারিত

83. বাংলাদেশের প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর জন্ম হয় -

  • ক. ২০ সেপ্টেম্বর, ২০০৮
  • খ. ২২ সেপ্টেম্বর, ২০০৮
  • গ. ১৯ সেপ্টেম্বর, ২০০৮
  • ঘ. ১২ সেপ্টেম্বর, ২০০৮

উত্তরঃ ১৯ সেপ্টেম্বর, ২০০৮

বিস্তারিত

84. বাংলাদেশে প্রথম হিমায়িত ভ্রুণ শিশুর নাম কি?

  • ক. সিস্ফরা
  • খ. অপ্সরা
  • গ. ফ্লোরা
  • ঘ. টুম্পা

উত্তরঃ অপ্সরা

বিস্তারিত

85. কোন রোগ প্রতিরোধের জন্য বি.সি.জি (B.C.G) টিকা ব্যবহার করা হয় ?

  • ক. কলেরা
  • খ. যক্ষ্মা
  • গ. ধনুষ্টংকার
  • ঘ. টাইফয়েড

উত্তরঃ যক্ষ্মা

বিস্তারিত

86. EPI programme - এ অন্তর্ভূক্ত একটি টীকা -

  • ক. কলেরার বিরুদ্ধে
  • খ. টাইফয়েডের বিরুদ্ধে
  • গ. হেপাটাইটিস বি -এর বিরুদ্ধে
  • ঘ. হুপিং (Pertusis) কফের বিরুদ্ধে

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

87. কোনটি বার্ড ফ্লু ভাইরাস ?

  • ক. H-5 N-1
  • খ. B-3 F-3
  • গ. B-5 F-1
  • ঘ. B-4 F-2

উত্তরঃ H-5 N-1

বিস্তারিত

88. বার্ড ফ্লু -এর উৎস কোনটি ?

  • ক. গরু
  • খ. বিড়াল
  • গ. মুরগি
  • ঘ. ছাগল

উত্তরঃ মুরগি

বিস্তারিত

89. সর্বপ্রথম সোয়াইন ফ্লুর আক্রমণ দেখা যায় -

  • ক. ভারত
  • খ. থাইল্যান্ড
  • গ. চীন
  • ঘ. মেক্সিকো

উত্তরঃ মেক্সিকো

বিস্তারিত

90. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন?

  • ক. ড. তাজমেরী ইসলাম
  • খ. ড. আমিনা রহমান
  • গ. ড. নীলিমা ইব্রাহিম
  • ঘ. বেগম আজিজুন্নেছা

উত্তরঃ বেগম আজিজুন্নেছা

বিস্তারিত

92. ইসলামিক প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (IUT) কোথায় অবস্থিত?

  • ক. সিলেট
  • খ. চট্টগ্রাম
  • গ. কুষ্টিয়া
  • ঘ. গাজীপুর

উত্তরঃ গাজীপুর

বিস্তারিত

94. কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন?

  • ক. লর্ড ক্যানিং
  • খ. লর্ড হার্ডিঞ্জ
  • গ. লর্ড কার্জন
  • ঘ. লর্ড ওয়েলেসলি

উত্তরঃ লর্ড কার্জন

বিস্তারিত

95. বাংলাদেশের ৩৫তম সরকারি বিশ্ববিদ্যালয়--

  • ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম
  • খ. নোয়াখালি বিশ্ববিদ্যালয়
  • গ. রংপুর বিশ্ববিদ্যালয়
  • ঘ. বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, চট্টগ্রাম

বিস্তারিত

96. প্রত্নতত্ত্ব বিভাগ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত?

  • ক. খুলনা বিশ্ববিদ্যালয়
  • খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • গ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়

উত্তরঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

97. বহুভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কোন সুত্রে আবদ্ধ--

  • ক. বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা
  • খ. উপাচার্য
  • গ. সমাবর্তন বক্তা
  • ঘ. গবেষক

উত্তরঃ বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা

বিস্তারিত

99. বাংলাদেশের প্রথম আইসিটি বিশ্ববিদ্যালয় কোথায়?

  • ক. গলাচিপায়
  • খ. বানিয়াচং
  • গ. সাভারে
  • ঘ. গাজীপুরের কালিয়াকৈরে

উত্তরঃ গাজীপুরের কালিয়াকৈরে

বিস্তারিত

100. 'এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন' কোথায় অবস্থিত?

  • ক. কুয়ালালামপুর
  • খ. চট্টগ্রাম
  • গ. বেইজিং
  • ঘ. হংকং

উত্তরঃ চট্টগ্রাম

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects