বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

51. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য কে ছিলেন ?

  • ক. স্যার এ. এফ. রহমান
  • খ. ড. আর. সি মজুমদার
  • গ. ড. মাহমুদ হাসান
  • ঘ. বিচারপতি মোঃ ইব্রাহিম

উত্তরঃ স্যার এ. এফ. রহমান

বিস্তারিত

52. রংপুর বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে ২০০৮ সালের -

  • ক. ২০ অক্টোবর
  • খ. ২১ অক্টোবর
  • গ. ২২ অক্টোবর
  • ঘ. ২৩ অক্টোবর

উত্তরঃ ২২ অক্টোবর

বিস্তারিত

53. ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর বা উপাচার্য কে?

  • ক. ডি. এইচ ল্যাংলী
  • খ. স্যার এ, এফ রহমান
  • গ. আই. আইচ জুবেরী
  • ঘ. পি.জে . হার্টস

উত্তরঃ পি.জে . হার্টস

বিস্তারিত

54. যে মহিলার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম ছাত্রী নিবাস স্থাপিত হয় -

  • ক. শামসুন নাহার মাহমুদ
  • খ. বেগম ফয়জুন্নেসা
  • গ. বেগম রোকেয়া
  • ঘ. কেহই নন

উত্তরঃ বেগম রোকেয়া

বিস্তারিত

55. কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ হয়েছে ?

  • ক. জসীম উদ্দীন
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. বেগম সুফিয়া কামাল
  • ঘ. গোলাম মোস্তফা

উত্তরঃ জসীম উদ্দীন

বিস্তারিত

57. স্যার পি জে হার্টজ ইন্টারন্যাশনাল হল অবস্থিত?

  • ক. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
  • খ. হাভার্ড বিশ্ববিদ্যালয়ে
  • গ. কলকাতা বিশ্ববিদ্যালয়ে
  • ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে

বিস্তারিত

58. বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • খ. ঢাকা সায়েন্স ল্যাবরেটরিতে
  • গ. গার্হস্থ্য অর্থনীতি কলেজ, ঢাকা
  • ঘ. গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

59. Civil Service College, Dhaka কোনটির অধিভূক্ত ?

  • ক. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • খ. জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • গ. জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

বিস্তারিত

60. কোন জেলা কোনো প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিঊট নেই ?

  • ক. ঢাকা
  • খ. চট্টগ্রাম
  • গ. সিলেট
  • ঘ. চাঁপাই নবাবগঞ্জ

উত্তরঃ ঢাকা

বিস্তারিত

61. বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিঊট স্থাপিত হয় -

  • ক. ১৯৮৫ সালে
  • খ. ১৯৮৬ সালে
  • গ. ১৯৯৫ সালে
  • ঘ. ১৯৯৬ সালে

উত্তরঃ ১৯৮৫ সালে

বিস্তারিত

62. বাংলাদেশে কোনটি নিরক্ষরমুক্ত জেলা?

  • ক. ময়মনসিংহ
  • খ. রংপুর
  • গ. রাজশাহী
  • ঘ. লালমনিরহাট

উত্তরঃ লালমনিরহাট

বিস্তারিত

63. বাংলাদেশে প্রথম নিরক্ষরমুক্ত জেলা মাগুড়ার সাক্ষরতা আন্দোলনের নাম -

  • ক. সুরভিত
  • খ. বিকশিত
  • গ. দীপ্যমান
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ বিকশিত

বিস্তারিত

64. খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচী কোন সালে চালু হয়?

  • ক. ১৯৯১
  • খ. ১৯৯২
  • গ. ১৯৯৩
  • ঘ. ১৯৯৪

উত্তরঃ ১৯৯৩

বিস্তারিত

65. 'শিক্ষার জন্য খাদ্য' কর্মসূচীতে প্রতি ছাত্রের জন্য বরাদ্দ কত ?

  • ক. ১০ কেজি চাল
  • খ. ১২ কেজি চাল
  • গ. ১৫ কেজি চাল
  • ঘ. ২০ কেজি চাল

উত্তরঃ ১৫ কেজি চাল

বিস্তারিত

67. পল্লী উন্নয়নকল্পে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী কবে চালু হয় ?

  • ক. ১৯৭২ সালে
  • খ. ১৯৭৩ সালে
  • গ. ১৯৭৪ সালে
  • ঘ. ১৯৭৫ সালে

উত্তরঃ ১৯৭৪ সালে

বিস্তারিত

69. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয় ?

  • ক. ১৯২১
  • খ. ১৯২৫
  • গ. ১৯২৯
  • ঘ. ১৯৩৩

উত্তরঃ ১৯২১

বিস্তারিত

70. বাংলাদেশে কতটি সরকারী বিশ্ববিদ্যালয় আছে ?

  • ক. ১৪ টি
  • খ. ২৪ টি
  • গ. ৩৪ টি
  • ঘ. ৫০ টি

উত্তরঃ ৩৪ টি

বিস্তারিত

72. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো -

  • ক. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত করা না করা
  • খ. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা
  • গ. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া
  • ঘ. বিদেশী শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা

উত্তরঃ অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত করা না করা

বিস্তারিত

73. বাংলাদেশে Infrant mortality rate (2017) -

  • ক. ২৯
  • খ. ৩৫
  • গ. ৫০
  • ঘ. ৭০

উত্তরঃ ২৯

বিস্তারিত

75. বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে সরকারী হাসপাতালের নাম -

  • ক. সরকারী হাসপাতাল
  • খ. স্বাস্থ্যকেন্দ্র
  • গ. পরিবার কল্যাণ কেন্দ্র
  • ঘ. ডাক্তার খানা

উত্তরঃ স্বাস্থ্যকেন্দ্র

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects