বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা

201. বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় কয়টি?

  • ক. ১টি
  • খ. ৪টি
  • গ. ২টি
  • ঘ. ৩টি

উত্তরঃ ১টি

বিস্তারিত

202. দেশে কয়টি সরকারি মানসিক হাসপাতাল আছে?

  • ক. ৪টি
  • খ. ১টি
  • গ. ৩টি
  • ঘ. ২টি

উত্তরঃ ১টি

বিস্তারিত

203. বারডেম বলতে কি বুঝায়?

  • ক. হোটেল
  • খ. হাসপাতাল
  • গ. ক্লাব
  • ঘ. স্টেডিয়াম

উত্তরঃ হাসপাতাল

বিস্তারিত

205. শিক্ষা বলতে কি বোঝায়?

  • ক. দক্ষতা অর্জন
  • খ. জ্ঞান আহরণ
  • গ. ডিগ্রি অর্জন
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ দক্ষতা অর্জন

বিস্তারিত

206. শিক্ষকের কোন দিকে নজর দেয়া উচিত?

  • ক. ছাত্রদের ক্লাস করতে সাহায্য করা
  • খ. ছাত্রদের ব্যাক্তিত্বের উন্নয়ন ঘটানো
  • গ. অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো
  • ঘ. সংবাদ দেয়া

উত্তরঃ অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো

বিস্তারিত

207. শিক্ষার মূল লক্ষ্য কি?

  • ক. বৃত্তিমূলক দক্ষতা বাড়ানো
  • খ. বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করা
  • গ. মূল্যবোধ জাগানো ও ব্যাক্তির গুণাবলীর যথার্থ বিকাশ
  • ঘ. মানুষকে সৎ হিসেবে গড়ে তোলা

উত্তরঃ মূল্যবোধ জাগানো ও ব্যাক্তির গুণাবলীর যথার্থ বিকাশ

বিস্তারিত

208. উন্নত শিক্ষা দেয়া বলতে কি বোঝায়?

  • ক. পাঠ্য বইয়ে যা আছে সে সম্পর্কে বলা
  • খ. ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
  • গ. ছাত্রদের তৈরি ও পাসে সাহায্য করা
  • ঘ. শিক্ষা গ্রহণে সাহায্য

উত্তরঃ শিক্ষা গ্রহণে সাহায্য

বিস্তারিত

209. শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?

  • ক. ছাত্র
  • খ. শুভানুধ্যায়ী
  • গ. বই
  • ঘ. প্রধান শিক্ষক

উত্তরঃ বই

বিস্তারিত

211. সমাজে নৈতিকতাবোধ প্রতিষ্ঠার জন্য সর্বাধিক প্রয়োজন কোনটি?

  • ক. স্বচ্ছতা
  • খ. শিক্ষা
  • গ. জবাবদিহিতা
  • ঘ. আইনের সকল প্রয়োগ

উত্তরঃ শিক্ষা

বিস্তারিত

212. বাংলাদেশে শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরো কি নামে পরিচিত?

  • ক. ব্যানবেইস
  • খ. ব্যানইনএকশন
  • গ. বিএইএস
  • ঘ. বাশিতপ

উত্তরঃ ব্যানবেইস

বিস্তারিত

213. জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রাথমিক শিক্ষার মেয়াদ যে ক্লাস পর্যন্ত--

  • ক. অষ্টম শ্রেণী
  • খ. সপ্তম শ্রেণী
  • গ. ষষ্ঠ শ্রেণী
  • ঘ. পঞ্চম শ্রেণী

উত্তরঃ অষ্টম শ্রেণী

বিস্তারিত

214. ২০০৯ সালের জাতীয় শিক্ষানীতির সভাপতি--

  • ক. নুরুল ইসলাম নাহিদ
  • খ. কবীর চৌধুরী
  • গ. সিরাজুল ইসলাম চৌধুরী
  • ঘ. মনিরুজ্জামান মিঞা

উত্তরঃ কবীর চৌধুরী

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects