প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ১৭ জেলা

1. ”না” কোন জাতীয় শব্দ?

  • ক. সর্বনাম
  • খ. অব্যয়
  • গ. ক্রিয়া
  • ঘ. বিশেষণ

3. ”ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ” কে রচনা করেন?

  • ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  • গ. মুহম্মদ শহীদুল্লাহ
  • ঘ. সুকুমার সেন

4. ব্যাকরণ শব্দটি হলো--

  • ক. তৎসম
  • খ. অর্ধ-তৎসম
  • গ. তদ্ভব
  • ঘ. দেশী

5. ”আশীবিষ”-এর অর্থ কি?

  • ক. ভুজঙ্গ
  • খ. মার্তন্ডু
  • গ. হুতাশন
  • ঘ. মাতঙ্গ

6. ”কান পাতলা” অর্থ কী?

  • ক. অবিশ্বাসী
  • খ. বিশ্বাসপ্রবণ
  • গ. বিশ্বাসী
  • ঘ. বিশ্বাসহীন

7. ”এমন ছেলে আর দেখিনি” বাক্যে ”ছেলে” শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্তায় শূন্য
  • খ. কর্মে শূন্য
  • গ. পাদানে শূন্য
  • ঘ. অধিকরণে মূন্য

8. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

  • ক. ণিজন্ত
  • খ. অহরহ
  • গ. বিদ্যালয়
  • ঘ. দুঃচিন্তা

11. ”কালান্তর” শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
  • গ. প্রমথ চৌধুরী
  • ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

14. কোন শব্দটি ভুল?

  • ক. মরূদ্যান
  • খ. কটূক্তি
  • গ. পরিপক্ক
  • ঘ. অঞ্জলি

15. কোনটি শুদ্ধ বানান?

  • ক. তিতীক্ষা
  • খ. তীতিক্ষা
  • গ. তিতিক্ষা
  • ঘ. তীতীক্ষা

18. ”রান্না” -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. রান + না
  • খ. রাঁদ + না
  • গ. রান্ন + আ
  • ঘ. রাঁধ্‌ + না

20. নীল যে আকাশ = নীলাকাশ কোন সমাস?

  • ক. বহুব্রীহি
  • খ. দ্বিগু
  • গ. কর্মধারয়
  • ঘ. অব্যয়ীভাব

21. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি?

  • ক. বায়ুমন্ডলীয় প্রতিসরণ
  • খ. আলোর বিচ্ছুরণ
  • গ. অপবর্তন
  • ঘ. দৃষ্টিবিভ্রম

22. কোনো ই-মেইল-এ CC এর অর্থ কি?

  • ক. Close Circuit
  • খ. Carbon Copy
  • গ. Close Contact
  • ঘ. Contact Center

25. নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক?

  • ক. নাসের হুসেইন
  • খ. এলান বর্ডার
  • গ. রিচার্ড হ্যাডলী
  • ঘ. গ্যারি কারেস্টেন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics