বাংলাদেশের জনসংখ্যা স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা
151. সামাজিক বন্ধন ও সম্পর্ক তৈরি করে কে?
- ক. বিবাহ
- খ. পরিবার
- গ. আচার-অনুষ্ঠান
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ বিবাহ
152. পাত্র-পাত্রী নির্বাচনের ভিত্তিতে বিবাহ কয় প্রকার?
- ক. দুই প্রকার
- খ. ছয় প্রকার
- গ. চার প্রকার
- ঘ. তিন প্রকার
উত্তরঃ দুই প্রকার
155. পরস্পর দায়িত্ব-কর্তব্যের জালে আবদ্ধ কারা?
- ক. মনোবিজ্ঞানীরা
- খ. নৃবিজ্ঞানীরা
- গ. জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যাক্তিরা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ জ্ঞাতিবন্ধনে আবদ্ধ ব্যাক্তিরা
156. সব সমাজে সমাজকাঠামোর চাবিকাঠি কী?
- ক. সামাজিক মূল্যবোধ
- খ. পরিবার
- গ. বিবাহ
- ঘ. জ্ঞাতিসম্পর্ক
উত্তরঃ জ্ঞাতিসম্পর্ক
157. জ্ঞাতি সম্পর্কের শত্রু কে?
- ক. স্বতন্ত্রীকরণ
- খ. বিকেন্দ্রীকরণ
- গ. গণতন্ত্র
- ঘ. আমলাতন্ত্র
উত্তরঃ আমলাতন্ত্র
158. কৃত্রিম জ্ঞাতিসম্পর্ক সৃষ্টির রেওয়াজ দেখা যায়--
- ক. নগর সমাজে
- খ. আদিম সমাজে
- গ. পল্লী সমাজে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ নগর সমাজে
159. জ্ঞাতিসম্পর্ক নয়--
- ক. চাচা-ভাতিজা
- খ. জামাই-শ্বশুর
- গ. পিতা-পুত্র
- ঘ. ছাত্র-শিক্ষক
উত্তরঃ ছাত্র-শিক্ষক
160. পারিবারিক ভাঙনের জন্য প্রধানত দায়ী কোনটি?
- ক. সংস্কৃতি
- খ. শিল্পায়ন
- গ. ধর্ম
- ঘ. দারিদ্র্য
উত্তরঃ দারিদ্র্য
161. বাংলাদেশের দরিদ্রতার অন্যতম প্রধান কারণ কী?
- ক. অশিক্ষা
- খ. সম্পদের অপ্রতুলতা
- গ. নিরক্ষরতা
- ঘ. জনসংখ্যা বৃদ্ধি
উত্তরঃ অশিক্ষা
162. বাংলাদেশে দারিদ্র্য দূরীকরণে কোন উপাদান তুলনামূলকভাবে গুরত্বপূর্ণ ভুমিকা পালন করে?
- ক. বাসস্থান
- খ. যোগাযোগ ব্যবস্থা
- গ. শিক্ষা
- ঘ. চিকিৎসা
উত্তরঃ শিক্ষা
163. ম্যালথাস জন্মহার-হ্রাস করার ক্ষেত্রে কোণ পদ্ধতিকে সবচেয়ে উৎকৃষ্ট পন্থা বলে মনে করেন?
- ক. জন্মনিয়ন্ত্রণ
- খ. অজ্ঞতা
- গ. বিলম্বে বিবাহ
- ঘ. বাল্যবিবাহ
উত্তরঃ বিলম্বে বিবাহ
- ক. সমাজতান্ত্রিক
- খ. অর্থনীতিবিদ
- গ. ধর্মযাজক
- ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ খ ও গ উভয়ই
165. ম্যালথাস এর মতে, জনসংখ্যা বৃদ্ধি পায়--
- ক. অসম হারে
- খ. সমহারে
- গ. জ্যামেতিক হারে
- ঘ. গাণিতিক হারে
উত্তরঃ জ্যামেতিক হারে
166. ম্যালথাসের মতে, জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না গেলে কী বৃদ্ধি পাবে?
- ক. যুদ্ধ
- খ. ব্যাধি
- গ. ক্ষুধা
- ঘ. প্রাকৃতিক নিরোধ
উত্তরঃ প্রাকৃতিক নিরোধ
167. কাম্যজনসংখ্যা বলতে কী বোঝায়?
- ক. সুদর্শন জনসংখ্যা
- খ. শিক্ষিত জনসংখ্যা
- গ. কাঙ্ক্ষিত জনসংখ্যা
- ঘ. দক্ষ জনসংখ্যা
উত্তরঃ কাঙ্ক্ষিত জনসংখ্যা
168. কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কোন জনবিজ্ঞানী?
- ক. থমসন
- খ. কার-সাউন্ডারাস
- গ. মার্কস
- ঘ. ম্যালথাস
উত্তরঃ কার-সাউন্ডারাস
169. বাংলাদেশের সাধারণ মানুষ ঐতিহ্যগতভাবে কোন প্রকৃতির?
- ক. অতিথিপরায়ণ
- খ. কর্মবিমুখ
- গ. যোদ্ধা
- ঘ. অলস
উত্তরঃ অতিথিপরায়ণ
- ক. মার্কস
- খ. থমসন
- গ. ম্যালথাস
- ঘ. রিকার্ডো
উত্তরঃ ম্যালথাস
171. শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা যদি দেশের চাহিদা পূরণে ব্যর্থ হয় তবে কি হয়?
- ক. অজ্ঞতা
- খ. বেকারত্ব
- গ. পঙ্গুত্ব
- ঘ. অশিক্ষা
উত্তরঃ বেকারত্ব
172. বাংলাদেশের সমাজে মহিলা প্রাণনাশের অন্যতম কারণ কি?
- ক. অপহরণ
- খ. এসিড নিক্ষেপ
- গ. ধর্ষণ
- ঘ. যৌতুক দাবি
উত্তরঃ যৌতুক দাবি
173. জাতীয় সংসদে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন পাস করা হয়েছে কবে?
- ক. ১৯৯৫ সালে
- খ. ১৯৯৬ সালে
- গ. ১৯৯৭ সালে
- ঘ. ১৯৮৯ সালে
উত্তরঃ ১৯৮৯ সালে
174. অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ মতে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত?
- ক. ১৫ কোটি ৫০ লাখ
- খ. ১৫ কোটি ২০ লাখ
- গ. ১৫ কোটি ২৫ লাখ
- ঘ. ১৫ কোটি ৫৮ লাখ
উত্তরঃ ১৫ কোটি ৫৮ লাখ
175. অর্থনৈতিক সমীক্ষা ২০১৪ মতে, বাংলাদেশের জনসংখ্যার নারী-পুরুষের অনুপাত কত?
- ক. ১০০ : ১০২
- খ. ১০০ : ১০৪
- গ. ১০০.৪ : ১০৩
- ঘ. ১০০ : ১০০.৩
উত্তরঃ ১০০ : ১০০.৩