তাপবিদ্যা

51. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা কম?

  • ক. কালো
  • খ. সাদা
  • গ. বেগুনি
  • ঘ. হলুদ

উত্তরঃ সাদা

বিস্তারিত

52. গ্রীষ্মকালে কোন রং এর জামা অধিক আরামদায়ক?

  • ক. কালো
  • খ. সাদা
  • গ. সবুজ
  • ঘ. হলুদ

উত্তরঃ সাদা

বিস্তারিত

53. গ্রীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারণ-

  • ক. কালো কাপড় চোখের জন্য ক্ষতিকর
  • খ. কালো কাপড় তাপ শোষণ করে
  • গ. কালো কাপড় শরীরের তাপকে বাইরে যেতে দেয় না
  • ঘ. কালো কাপড় চামড়ার ক্ষতি করে

উত্তরঃ কালো কাপড় তাপ শোষণ করে

বিস্তারিত

54. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে, কারণ-

  • ক. সরকারি নির্দেশ
  • খ. দূর থেকে চোখে পড়বে বলে
  • গ. দেখতে সুন্দর লাগে
  • ঘ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

উত্তরঃ তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

বিস্তারিত

55. কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠাণ্ডা হয়?

  • ক. সাদা
  • খ. কালো
  • গ. লাল
  • ঘ. ধূসর

উত্তরঃ কালো

বিস্তারিত

56. কোন রং-এর কাপে চা বেশিক্ষণ গরম থাকে?

  • ক. কালো
  • খ. সাদা
  • গ. সবুজ
  • ঘ. হলুদ

উত্তরঃ সাদা

বিস্তারিত

57. টিনের ঘরে বেশি গরম লাগে কেন?

  • ক. টিন তাপের কুপরিবাহী তাই
  • খ. টিন তাপের সুপরিবাহী বলে বেশি গরম লাগে
  • গ. টিন কোন ছিদ্র থাকে না বলে
  • ঘ. টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে

উত্তরঃ টিন বেশি মাত্রায় তাপ বিকিরণ করে

বিস্তারিত

58. শীতে শরীর কাপে কেন?

  • ক. শরীরের তাপ ও বাহিরের তাপ সমান বলে
  • খ. শরীরের রক্ত কম বলে
  • গ. শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে
  • ঘ. শরীরে রক্ত বেশি বলে

উত্তরঃ শরীরের তাপের চেয়ে বাহিরের তাপ কম বলে

বিস্তারিত

59. থার্মোফ্লাস্ক কয়স্তর বিশিষ্ট?

  • ক. দুইস্তর
  • খ. তিনস্তর
  • গ. চারস্তর
  • ঘ. পাঁচস্তর

উত্তরঃ তিনস্তর

বিস্তারিত

60. পট্রোল ইঞ্জিন সফলতার সাথে প্রথম চালু করেন কে?

  • ক. জেমস ওয়াট
  • খ. ড. অটো
  • গ. কেলভিন
  • ঘ. কার্নো

উত্তরঃ ড. অটো

বিস্তারিত

61. সি.এন.জি গাড়ি চলে-

  • ক. অটো চক্রে
  • খ. ডিজেল চক্রে
  • গ. ব্রেটন চক্রে
  • ঘ. কারনট চক্রে

উত্তরঃ অটো চক্রে

বিস্তারিত

62. Caburator is used in

  • ক. Diseel engine
  • খ. Petrol engine
  • গ. Gas engine
  • ঘ. Steam engine

উত্তরঃ Petrol engine

বিস্তারিত

63. মোটরগাড়ির ইঞ্জিনকে ঠাণ্ডা রাখার জন্য পানি ব্যবহার করা হয় কেন?

  • ক. ইঞ্জিনের তাপে পানি সহজেই বাষ্পীভূত হয়
  • খ. অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়
  • গ. পানি সবচেয়ে সহজলভ্য তরল পদার্থ
  • ঘ. এ কাজের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজন হয় না

উত্তরঃ অনেক তাপ শোষণ করলেও পানির উষ্ণতা অল্প বৃদ্ধি পায়

বিস্তারিত

64. রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ কি?

  • ক. ফ্রেয়নকে ঘনীভূত করা
  • খ. ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা
  • গ. ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ও তাপমাত্রা বাড়ানো
  • ঘ. ফ্রেয়নকে ঠাণ্ডা করা

উত্তরঃ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা

বিস্তারিত

65. রেফ্রিজারেটরে কোনটি ব্যবহৃত হয়?

  • ক. মিথেন ও ইথেন
  • খ. অ্যামোনিয়া ও ফেয়ন
  • গ. কার্বন-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন
  • ঘ. কার্বন ও ফ্রেয়ন

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

66. এয়ার কন্ডিশনিং কি?

  • ক. শীতলকরণ
  • খ. উত্তপ্তকরণ
  • গ. আর্দ্রকরণ
  • ঘ. সবগুলোই

উত্তরঃ সবগুলোই

বিস্তারিত

67. এক গ্রাম পানির তাপমাত্রা ২° থেকে ৩° সেলসিয়াস বৃদ্ধি করার জন্য কত তাপের প্রয়োজন?

  • ক. ১ ক্যালরি
  • খ. ২ ক্যালরি
  • গ. ৩ ক্যালরি
  • ঘ. ৪ ক্যালরি

উত্তরঃ ১ ক্যালরি

বিস্তারিত

68. পরম শুন্য তাপমাত্রা সমান

  • ক. ২৭৩°সেন্টিগ্রেড
  • খ. ২৩৭°সেন্টিগ্রেড
  • গ. -২৭৩°সেন্টিগ্রেড
  • ঘ. ০°সেন্টিগ্রেড

উত্তরঃ -২৭৩°সেন্টিগ্রেড

বিস্তারিত

70. ৫০°ফারেনহাইট উষ্ণতার সমান

  • ক. ৫০°সেন্টিগ্রেড
  • খ. ১০°সেন্টিগ্রেড
  • গ. ৩২°সেন্টিগ্রেড
  • ঘ. ১০০°সেন্টিগ্রেড

উত্তরঃ ১০°সেন্টিগ্রেড

বিস্তারিত

72. ক্লিনিক্যাল থার্মোমিটার কত পর্যন্ত দাগ কাটা থাকে?

  • ক. ৯০-৯৫°ফাঃ
  • খ. ৯৫-১১০°ফাঃ
  • গ. ৯৫-১০৫°ফা
  • ঘ. ৯৮-১০৪°ফাঃ

উত্তরঃ ৯৫-১১০°ফাঃ

বিস্তারিত

73. মানব দেহের স্বাভাবিক উষ্ণতা কত?

  • ক. ৯৮.৪°ফারেনহাইট
  • খ. ৯০.৮°ফারেনহাইট
  • গ. ১০৩.৫°ফারেনহাইট
  • ঘ. ৯৯°ফারেনহাইট

উত্তরঃ ৯৮.৪°ফারেনহাইট

বিস্তারিত

74. ৯৮.২° ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস?

  • ক. প্রায় ৪০°সেঃ
  • খ. প্রায় ৩৯°সেঃ
  • গ. প্রায় ৩৮°সেঃ
  • ঘ. প্রায় ৩৭°সেঃ

উত্তরঃ প্রায় ৩৭°সেঃ

বিস্তারিত

75. কোন উষ্ণতায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

  • ক. ০°সেলসিয়াস
  • খ. ৪°সেলসিয়াস
  • গ. ৩২°ফারেনহাইট
  • ঘ. ১০০°সেলসিয়াস

উত্তরঃ ৪°সেলসিয়াস

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects