আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

251. কোন রাষ্ট্র ন্যাটোর সদস্য কিন্তু ইউরোপীয় ইউনিযনের সদস্য নয়?

  • ক. জার্মানি
  • খ. ইতালি
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. যুক্তরাজ্য

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

252. কোন দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়?

  • ক. সুইডেন
  • খ. বেলজিয়াম
  • গ. নরওয়ে
  • ঘ. ডেনমার্ক

উত্তরঃ নরওয়ে

বিস্তারিত

253. ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত?

  • ক. স্ট্রাসবার্গ
  • খ. হামবার্গ
  • গ. লিও
  • ঘ. রোম

উত্তরঃ স্ট্রাসবার্গ

বিস্তারিত

257. ইউরোপীয় ইউনিয়ন (European Union) এর সাধারণ মুদ্রার নাম কি?

  • ক. ডলার
  • খ. ইউরো
  • গ. ইউরো ডলার
  • ঘ. পাউন্ড

উত্তরঃ ইউরো

বিস্তারিত

258. ইউরো বলতে কি বোঝায়?

  • ক. ইউরোপীয় টিভি কার্যক্রম
  • খ. ইউসির অপর নাম
  • গ. ইউরোপীয় মুদ্রার নাম
  • ঘ. ইউরোপীয় বেতার

উত্তরঃ ইউরোপীয় মুদ্রার নাম

বিস্তারিত

259. ইউরো মুদ্রার জনক কে?

  • ক. রবার্ট আলবার্ট
  • খ. রবার্ট মুন্ডেল
  • গ. রবার্ট লুকাস
  • ঘ. কেউই নয়

উত্তরঃ রবার্ট মুন্ডেল

বিস্তারিত

260. ‘ইউরো’ মুদ্রা কখন চালু হয়?

  • ক. ১ জানুয়ারি, ১৯৯৯
  • খ. ১ জুলাই, ১৯৯৯
  • গ. ১ মার্চ, ২০০০
  • ঘ. ১ জুলাই, ২০০০

উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৯

বিস্তারিত

261. ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)-এর একক মুদ্রা চালু হয়েছে-

  • ক. ১ জানুয়ারি, ১৯৯৯
  • খ. ১ জুলাই, ১৯৯৯
  • গ. ১ জানুয়ারী, ২০০২
  • ঘ. ১ জানুয়ারি, ২০০২

উত্তরঃ ১ জানুয়ারি, ১৯৯৯

বিস্তারিত

263. Which country below within the EU still does not use Euro as their currency?/ ইউরোপীয় ইউনিয়নের যে দেশ এখনো 'ইউরো' গ্রহণ করেনি--

  • ক. France(ফ্রান্স)
  • খ. Germany(জার্মানি)
  • গ. Austria(অস্ট্রিয়া)
  • ঘ. England(ইংল্যান্ড)

উত্তরঃ England(ইংল্যান্ড)

বিস্তারিত

264. ইউরো মুদ্রার সেন্ট্রাল ব্যাংক কোথায় অবস্থিত?

  • ক. ফ্রান্স
  • খ. ব্রিটেন
  • গ. জার্মানি
  • ঘ. ইতালি

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

265. Euro is the currency of---

  • ক. Asia
  • খ. Europe
  • গ. America
  • ঘ. Africa

উত্তরঃ Europe

বিস্তারিত

266. African Union এর সদর দপ্তর কোথায়?

  • ক. মোগাদিসু
  • খ. আদ্দিস আবাবা
  • গ. কায়রো
  • ঘ. ত্রিপোলি

উত্তরঃ আদ্দিস আবাবা

বিস্তারিত

267. Organization of African Unity(OAU)-কত সালে প্রতিষ্টিত হয়?

  • ক. ১৯৬০ সালে
  • খ. ১৯৬২ সালে
  • গ. ১৯৬৩ সালে
  • ঘ. ১৯৬৪ সালে

উত্তরঃ ১৯৬৩ সালে

বিস্তারিত

268. আরব লীগের সদস্য সংখ্যা কত?

  • ক. ২০
  • খ. ২১
  • গ. ২২
  • ঘ. ২৩

উত্তরঃ ২২

বিস্তারিত

269. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?

  • ক. সংযুক্ত আরব আমিরাত
  • খ. মিশর
  • গ. লেবানন
  • ঘ. ইয়েমেন

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত

বিস্তারিত

270. কোন দেশটি আরব লীগের অন্তর্ভূক্ত নয়?

  • ক. জর্ডান
  • খ. লেবানন
  • গ. ইরান
  • ঘ. বাহরাইন

উত্তরঃ ইরান

বিস্তারিত

271. আরব লীগের সদস্য দেশ নয় কোনটি?

  • ক. সিরিয়া
  • খ. মিশর
  • গ. তুরস্ক
  • ঘ. ইরাক

উত্তরঃ তুরস্ক

বিস্তারিত

272. League of Arab States-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. তিউনিস
  • খ. কায়রো
  • গ. রাবাত
  • ঘ. জেদ্দা

উত্তরঃ কায়রো

বিস্তারিত

273. প্রতিষ্ঠাকালীন আরব লীগের সদর দপ্তর কোথায় ছিল?

  • ক. তিউনিস
  • খ. কায়রো
  • গ. রাবাত
  • ঘ. দামেস্ক

উত্তরঃ কায়রো

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects