আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

226. কোথায় এবং কোন সালে OIC এর সূচনা হয়?

  • ক. জেদ্দা ১৯৫৯
  • খ. রিয়াদ ১৯৬০
  • গ. রাবাত ১৯৬৯
  • ঘ. দুবাই ১৯৬১

উত্তরঃ রাবাত ১৯৬৯

বিস্তারিত

227. OIC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে?

  • ক. মরক্কো
  • খ. পাকিস্তান
  • গ. সৌদি আরব
  • ঘ. ইরান

উত্তরঃ মরক্কো

বিস্তারিত

228. কোনটি ‘ও আই সি’ এর অঙ্গ সংস্থা নয়?

  • ক. সাধারণ সচিবালয়
  • খ. আন্তর্জাতিক ইসলামি আদালত
  • গ. ইসলামি উন্নয়ন ব্যাংক
  • ঘ. ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

উত্তরঃ ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

বিস্তারিত

229. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?

  • ক. নাইজেরিয়া
  • খ. লেবানন
  • গ. নাইজার
  • ঘ. উগান্ডা

উত্তরঃ উগান্ডা

বিস্তারিত

230. কোন দেশটির Organization of Islamic Conference(OIC)-এ পর্যবেক্ষকের মর্যাদা রয়েছে?

  • ক. চীনের
  • খ. বাংলাদেশের
  • গ. থাইল্যান্ডের
  • ঘ. আলজেরিয়ার

উত্তরঃ থাইল্যান্ডের

বিস্তারিত

231. জোট নিরপেক্ষ আন্দোলন কি অর্থে সংজ্ঞায়িত হয়েছিল?

  • ক. স্নায়ুযুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের সাথে মিত্রতা পরিহার
  • খ. নিরপেক্ষ নীতি বাস্তবায়ন
  • গ. স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার
  • ঘ. নিরপেক্ষায়িত অবস্থান বজায় রাখা

উত্তরঃ স্নায়ুদ্ধকালীন পরাশক্তিদ্বয়ের বহুমাত্রিক জোটের অন্তর্ভূক্তি পরিহার

বিস্তারিত

232. মার্শাল টিটো কোন দেশের নাগরিক?

  • ক. বুলগেরিয়া
  • খ. তুরস্ক
  • গ. আলজেরিয়া
  • ঘ. যুগোস্লাভিয়া

উত্তরঃ যুগোস্লাভিয়া

বিস্তারিত

233. নক্রুমা কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?

  • ক. নাইজেরিয়া
  • খ. কঙ্গো
  • গ. আবিসিনিয়া
  • ঘ. ঘানা

উত্তরঃ ঘানা

বিস্তারিত

234. ‘নন-এলাইনমেন্ট মোভমেন্ট’ এর সচিবালয়---তে অবস্থিত?

  • ক. ঢাকা
  • খ. নয়াদিল্লি
  • গ. জাকার্তা
  • ঘ. কোনটা সত্য নয়

উত্তরঃ কোনটা সত্য নয়

বিস্তারিত

235. NAM-এর সদর দপ্তর কোথায়?

  • ক. কোন সদর দপ্তর নেই
  • খ. বান্দুং
  • গ. জাকার্তা
  • ঘ. ঢাকা

উত্তরঃ কোন সদর দপ্তর নেই

বিস্তারিত

236. NAM-এর বর্তমান সদস্য সংখ্যা কত?

  • ক. ১১৬
  • খ. ১১৮
  • গ. ১১৫
  • ঘ. ১১৯

উত্তরঃ ১১৮

বিস্তারিত

237. বান্দুং (Bandung) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কবে?

  • ক. এপ্রিল, ১৯৫৫
  • খ. ৫ফেব্রুয়ারী, ১৯৫৬
  • গ. জুন, ১৯৪৫
  • ঘ. ডিসেম্বর, ১৯৫৫

উত্তরঃ ডিসেম্বর, ১৯৫৫

বিস্তারিত

238. ‘বান্দুং শহরটি কোন দেশে অবস্থিত?

  • ক. চীন
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. যুগোস্লাভিয়া
  • ঘ. মালয়েশিয়া

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

239. জোট নিরপেক্ষ আন্দোলন শুরু হয়-

  • ক. ১৯৪৮ সালে
  • খ. ১৯৫০ সালে
  • গ. ১৯৫৫ সালে
  • ঘ. ১৯৬১ সালে

উত্তরঃ ১৯৬১ সালে

বিস্তারিত

240. The first NAM summit was held in-/ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন কোথায় হয়?

  • ক. Belgrade(বেলগ্রেড)
  • খ. Havana(হাভানা)
  • গ. New Delhi(নয়াদিল্লী)
  • ঘ. Jakarta(জাকার্তা)

উত্তরঃ Belgrade(বেলগ্রেড)

বিস্তারিত

241. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতম শীর্ষ সম্মেলন কোথায়, কবে অনুষ্ঠিত হয়?

  • ক. হারারে, ১৯৮৯
  • খ. বেলগ্রেড, ১৯৬১
  • গ. হাভানা, ১৯৭৩
  • ঘ. কায়রো, ১৯৭০

উত্তরঃ বেলগ্রেড, ১৯৬১

বিস্তারিত

242. ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয় কত তারিখে?

  • ক. ১৯৪৭ সালের ১৫ মার্চ
  • খ. ১৯৫৭ সালের ২৫ মার্চ
  • গ. ১৯৫৯ সালের ২৫ জুলাই
  • ঘ. ১৯৫০ সালে ২০ আগস্ট

উত্তরঃ ১৯৫৭ সালের ২৫ মার্চ

বিস্তারিত

243. নিচের কোন দেশটি EEC গঠন করার সময় উদ্যোক্তা ছিল না?

  • ক. বেলজিয়াম
  • খ. ফ্রান্স
  • গ. ইতালী
  • ঘ. UK

উত্তরঃ UK

বিস্তারিত

244. কোন চুক্তির মাধ্যমে ইইসি (EEC) প্রতিষ্ঠা লাভ করে?

  • ক. রোম চুক্তি
  • খ. ম্যাসট্রিক্ট চুক্তি
  • গ. ভিয়েনা কনভেনশন
  • ঘ. ব্রাসেলস কনবেনশন

উত্তরঃ রোম চুক্তি

বিস্তারিত

245. যে চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়-

  • ক. প্যারিস
  • খ. ব্রাসেলস
  • গ. বন
  • ঘ. মাসট্রিচট

উত্তরঃ মাসট্রিচট

বিস্তারিত

247. বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?

  • ক. European Union
  • খ. WTO
  • গ. NATO
  • ঘ. FIFA

উত্তরঃ European Union

বিস্তারিত

248. Where is the headquarter of the European Union(EU)?/ ইউরোপীয় উনিয়নের সদর দপ্তর কোথায়?

  • ক. London(লন্ডন)
  • খ. The Hague(দি হেগ)
  • গ. Brussels(ব্রাসেলস)
  • ঘ. Rome(রোম)

উত্তরঃ Brussels(ব্রাসেলস)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects