আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
304. বিশ্বের সর্ববৃহৎ তেলের রিজার্ভ রয়েছে কোন দেশে?
- ক. সৌদি আরব
- খ. ইরাক
- গ. সংযুক্ত আরব আমিরাত
- ঘ. কুয়েত
উত্তরঃ সৌদি আরব
305. মধ্যপ্রাচ্যের কোন দেশে সবচেয়ে বেশি পেট্রোল মজুদ আছে-
- ক. ইরাক
- খ. সৌদি আরব
- গ. কুয়েত
- ঘ. ইরান
উত্তরঃ সৌদি আরব
306. Which is the biggest oil consuming country in the world?/বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ কোনটি?
- ক. USA
- খ. China
- গ. India
- ঘ. Japan
উত্তরঃ USA
- ক. Dhaka
- খ. Tehran
- গ. Delhi
- ঘ. Islamabad
উত্তরঃ Tehran
- ক. SARRC
- খ. CIRDAP
- গ. ADB
- ঘ. APEC
উত্তরঃ CIRDAP
311. দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থাটির নাম কি?
- ক. ASEAN
- খ. OIC
- গ. SARRC
- ঘ. EU
উত্তরঃ ASEAN
- ক. ১৯৬৩ সালে
- খ. ১৯৬৫ সালে
- গ. ১৯৬৭ সালে
- ঘ. ১৯৬৯ সালে
উত্তরঃ ১৯৬৭ সালে
314. Which of the following is a member of ASEAN/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য?
- ক. Bhutan
- খ. Nepal
- গ. Thailand
- ঘ. Maldives
উত্তরঃ Thailand
315. Which country is not a member of ASEAN?/নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
- ক. Thailand
- খ. Malaysia
- গ. Indonesia
- ঘ. Philipines
সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন
316. নিম্নলিখিত কোন দেশ ASEAN এর সদস্য নয়?
- ক. Thailand
- খ. Indonesia
- গ. Malaysia
- ঘ. Bangladesh
উত্তরঃ Bangladesh
317. ‘আসিয়ান’ (ASEAN) এর সদর দপ্তর-
- ক. ম্যানিলায়
- খ. সিঙ্গাপুরে
- গ. জাকার্তায়
- ঘ. কুয়ালালামপুরে
উত্তরঃ জাকার্তায়
318. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি?
- ক. জাপানকে সাহায্য করা
- খ. ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
- গ. ভিয়েতনামকে দমন করা
- ঘ. দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা
উত্তরঃ ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা
320. Which country introduced the concept of SAARC?/ সার্ক (SAARC) এর প্রস্তাবক কোন দেশ?
- ক. India(ভারত)
- খ. Nepal(নেপাল)
- গ. Sri Lanka(শ্রীলঙ্কা)
- ঘ. Bangladesh(বাংলাদেশ)
উত্তরঃ Bangladesh(বাংলাদেশ)
321. SARRC Secretariate is situated in-/ সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
- ক. Dhaka(ঢাকা)
- খ. Islamabad(ইসলামাবাদ)
- গ. Kathmandu(কাঠমান্ডু)
- ঘ. New Delhi(নয়াদিল্লী)
উত্তরঃ Kathmandu(কাঠমান্ডু)
324. The first SARRC summit was held in-/ প্রথম সার্ক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. Dhaka
- খ. Islamabad
- গ. New Delhi
- ঘ. Mali
উত্তরঃ Dhaka
325. দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (SARRC) গটিত হয় কোন সালে?
- ক. ১৯৮১
- খ. ১৯৮৩
- গ. ১৯৮৫
- ঘ. ১৯৮৭
উত্তরঃ ১৯৮৫