আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

351. জনসংখ্যা ক্রমানুসারে সাজানো কোন বিন্যাসটি সঠিক-

  • ক. ভারত, বাংলাদেশ পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা
  • খ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ
  • গ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মালদ্বীপ
  • ঘ. ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, ভুটান, শ্রীলংকা

উত্তরঃ ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ

বিস্তারিত

352. ‘ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইনস’ (Trans World Airlines) কোন দেশের বিমান সংস্থা?

  • ক. বেলজিয়াম
  • খ. ডেনমার্ক
  • গ. যুক্তরাষ্ট্র
  • ঘ. ইন্দোনেশিয়া

উত্তরঃ যুক্তরাষ্ট্র

বিস্তারিত

353. Quantas কোন দেশের এয়ারলইনস?

  • ক. অস্ট্রেলিয়া
  • খ. অস্ট্রিয়া
  • গ. তাজাকিস্তান
  • ঘ. তাইওয়ান

উত্তরঃ অস্ট্রেলিয়া

বিস্তারিত

354. সার্কভুক্ত দেশসমূহের মধ্যে কোন দেশের জনসংখ্যা ঘনত্ব সবচেয়ে কম?

  • ক. মালদ্বীপ
  • খ. নেপাল
  • গ. ভুটান
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ ভুটান

বিস্তারিত

355. জাতিসংঘের মানব উন্নয়ন সূচকের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটি সবচেয়ে অগ্রগামী?

  • ক. ভারত
  • খ. পাকিস্তান
  • গ. বাংলাদেশ
  • ঘ. শ্রীলংকা

উত্তরঃ শ্রীলংকা

বিস্তারিত

356. ANA কোন দেশের বিমান সংস্থা?

  • ক. ইউএসএ
  • খ. জাপান
  • গ. নিউজিল্যান্ড
  • ঘ. নেদারল্যান্ড

উত্তরঃ জাপান

বিস্তারিত

358. HZ (এইচ জেড) কোন দেশের বেসামরিক বিমানের প্রতীক?

  • ক. হাঙ্গেরি
  • খ. জাপান
  • গ. সৌদি আরব
  • ঘ. ব্রাজিল

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

359. বেনেলাক্স (BENELUX) বলতে যে দেশগুলোকে বোঝায়-

  • ক. সুইডেন, নরওযে, ফিনল্যান্ড
  • খ. চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
  • গ. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
  • ঘ. ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স

উত্তরঃ বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ

বিস্তারিত

360. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দর কোথায় অবস্থিত?

  • ক. নিউইয়র্ক
  • খ. লন্ডন
  • গ. বার্লিন
  • ঘ. জেদ্দা

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

361. বেনেলাক্স (BENELUX) কতসালে গঠিত হয়েছিল?

  • ক. ১৯৪৮
  • খ. ১৯৫০
  • গ. ১৯৫১
  • ঘ. ১৯৫২

উত্তরঃ ১৯৪৮

বিস্তারিত

362. কোনটি (BENELUX)-এর সদস্য?

  • ক. বেলজিয়াম
  • খ. বেলগ্রেড
  • গ. বেলারুশ
  • ঘ. বেঙ্গালোর

উত্তরঃ বেলজিয়াম

বিস্তারিত

363. BIMSTEC কি ধরেন সংগঠন?

  • ক. রাজনৈতিক
  • খ. অর্থনৈতিক
  • গ. বাণিজ্যিক
  • ঘ. সামাজিক

উত্তরঃ অর্থনৈতিক

বিস্তারিত

364. BIMSTEC-এ কত জন সদস্য?

  • ক. ৪
  • খ. ৫
  • গ. ৬
  • ঘ. ৭

উত্তরঃ

বিস্তারিত

365. Which country is not a member of the BIMSTEC?

  • ক. Bangladesh
  • খ. India
  • গ. China
  • ঘ. Sri Lanka

উত্তরঃ China

বিস্তারিত

366. BIMSTEC-এর সদস্য নয়-

  • ক. ভারত
  • খ. পাকিস্তান
  • গ. বাংলাদেশ
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ পাকিস্তান

বিস্তারিত

367. ECO' এর সদর দফতর কোথায়?

  • ক. তেহরান
  • খ. প্যারিস
  • গ. ব্রাসেলস
  • ঘ. হেগ

উত্তরঃ তেহরান

বিস্তারিত

368. ECO র সদস্য সংখ্যা কত?

  • ক. ৯
  • খ. ১০
  • গ. ১১
  • ঘ. ১২

উত্তরঃ ১০

বিস্তারিত

369. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্টিত হয়?/উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা গঠিত হয়েছিল-

  • ক. ৪ এপ্রিল, ১৯৪৯
  • খ. ৩ জানুয়ারি, ১৯৫৪
  • গ. ২৬ মে, ১৯৫৫
  • ঘ. ১ ফেব্রুয়ারী, ১৯৫৬

উত্তরঃ ৪ এপ্রিল, ১৯৪৯

বিস্তারিত

370. ন্যাটো সামরিক জোট কত সালে আত্মপ্রকাশ করে?

  • ক. ১৯৪৪
  • খ. ১৯৪৮
  • গ. ১৯৪৯
  • ঘ. ১৯৫১

উত্তরঃ ১৯৪৯

বিস্তারিত

371. NATO কোন ধরনের জোট?

  • ক. সামরিক
  • খ. অর্থনৈতিক
  • গ. রাজনৈতিক
  • ঘ. পরিবেশগত

উত্তরঃ সামরিক

বিস্তারিত

373. ন্যাটো (NATO)-র সদর দপ্তর যেখানে অবস্থিত-

  • ক. নিউইয়র্ক
  • খ. বন
  • গ. জেনেভা
  • ঘ. ব্রাসেলস

উত্তরঃ ব্রাসেলস

বিস্তারিত

374. কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যটোর সদস্য?

  • ক. তুরস্ক
  • খ. পাকিস্তান
  • গ. সৌদি আরব
  • ঘ. মালয়েশিয়া

উত্তরঃ তুরস্ক

বিস্তারিত

375. Of the following countries, Which is a member of NATO?/ ন্যাটোর সদস্য--

  • ক. Pakistan(পাকিস্তান)
  • খ. Japan(জাপান)
  • গ. Turkey(তুরস্ক)
  • ঘ. Saudi Arabia(সৌদি আরব)

উত্তরঃ Turkey(তুরস্ক)

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects