আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
401. আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectency) সবচেয়ে বেশি---
- ক. ইউরোপে
- খ. উত্তর আমেরিকায়
- গ. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
- ঘ. মধ্য এশিয়ায়
উত্তরঃ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে
404. সার্ক (SAARC) দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ-
- ক. নেপাল
- খ. ভুটান
- গ. শ্রীলংকা
- ঘ. মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
406. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডন
- খ. ব্রাসেলস
- গ. বন
- ঘ. প্যারিস
উত্তরঃ ব্রাসেলস
408. খাদ্য ও কৃষি সংস্থার প্রধনা কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. নিউইয়ার্কে
- খ. রোমে
- গ. জেনেভায়
- ঘ. অটোয়ায়
উত্তরঃ রোমে
411. বাংলাদেশ কত সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭২ সালে
- খ. ১৯৭৩ সালে
- গ. ১৯৭৪ সালে
- ঘ. ১৯৭৫ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
412. IAEA এর নির্বাহী প্রধান হলেন
- ক. মোহাম্মদ আল বারাদি
- খ. ইউকিয়া আমানো
- গ. আয়াদ আলওয়ি
- ঘ. হামিদ কারজাই
উত্তরঃ ইউকিয়া আমানো
413. বর্তমনে জাতিসংঘের মাহসচিব কোন দেশের নাগরিক?
- ক. দক্ষিণ কোরিয়া
- খ. ঘানা
- গ. সেনেগাল
- ঘ. মরক্কো
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
414. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) পঞ্চম মিনিস্টারিয়াল কনফারেন্স কোথায় কখন অনুষ্ঠিত হয়?
- ক. নভেম্বর ২০০৩ ভারতের বেঙ্গালোরে
- খ. ডিসেম্বর ২০০৩ কানাডার অটোয়া
- গ. জানুয়ারি ২০০৪ পাকিস্তানের ইসলামাবাদে
- ঘ. সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
উত্তরঃ সেপ্টেম্বর ২০০৩ মেক্সিকোর কানকুন
415. নিকারাগুয়ার 'কন্ট্রা' বিদ্রোহীরা কোন দেশের সমর্থনপুষ্ট ছিল?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. কোরিয়া
- ঘ. কিউবা
উত্তরঃ যুক্তরাষ্ট্র
416. সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কখন জাতিসংঘের সদস্য হয়?
- ক. ৩০ আগস্ট, ২০০২
- খ. ১২ অক্টোবর, ২০০২
- গ. ১০ সেপ্টেম্বর, ২০০২
- ঘ. ১৫ সেপ্টেম্বর, ২০০২
উত্তরঃ ১০ সেপ্টেম্বর, ২০০২
417. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে বিশ্বের সবচেয়ে বেশী দুর্নীতিগ্রস্থ দেশ কোনটি?
- ক. সুইডেন
- খ. নাইজেরিয়া
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
উত্তরঃ নাইজেরিয়া
418. বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০' রিপোর্ট অনুসারে নারী নির্যাতন এর ক্ষেত্রে বিশ্বে শীর্ষ দেশ?
- ক. পাকিস্তান
- খ. কেনিয়া
- গ. পাপুয়া নিউগিনি
- ঘ. বাংলাদেশ
উত্তরঃ পাপুয়া নিউগিনি
419. ১৯৯৫ সালে বেইজিং- এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল শ্লোগান কি ছিল?
- ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
- খ. বিশ্বের নারীরা এক হও
- গ. নারীর অধিকার মানবাধিকার
- ঘ. নারী নির্যাতন বন্ধ কর
উত্তরঃ নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
420. সার্ক-এর ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল--
- ক. মালেতে
- খ. কলম্বোতে
- গ. বাঙ্গালোরে
- ঘ. কাঠমান্ডুতে
উত্তরঃ কলম্বোতে
- ক. মালয়েশিয়া
- খ. ফিলিপাইন
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. জাপান
উত্তরঃ জাপান
422. জাতিসংঘের পূর্বসূরি আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
- ক. ইউনাইটেড নেশনস
- খ. লীগ অব নেশনস
- গ. কম্যুনিটি অব নেশনস
- ঘ. এসোসিয়েশনস অব নেশনস
উত্তরঃ লীগ অব নেশনস
423. 'লীগ অব নেশনস' স্থাপনে কে অগ্রণী ভূমিকা পালন করেন?
- ক. প্রেসিডেন্ট ঊইলসন
- খ. প্রেসিডেন্ট রুজভেল্ট
- গ. জেনারেল স্মাটস
- ঘ. উইনস্টন চার্চিল
উত্তরঃ প্রেসিডেন্ট ঊইলসন
424. 'লীগ অব নেশনস' কবে গঠিত হয়?
- ক. ১৯৯৭ সালে
- খ. ১৯১৮ সালে
- গ. ১৯১৯ সালে
- ঘ. ১৯২০ সালে
উত্তরঃ ১৯২০ সালে