আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

326. সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত?

  • ক. ১৯৮৫ সালে ঢাকায়
  • খ. ১৯৮৩ সালে দিল্লিতে
  • গ. ১৯৮৪ সালে কলম্বোতে
  • ঘ. ১৯৮৬ সালে মালেতে

উত্তরঃ ১৯৮৫ সালে ঢাকায়

বিস্তারিত

327. সার্কের (SARRC) জন্ম কোন তারিখে?

  • ক. ১৯৭৫ সালের ১৫ আগস্ট
  • খ. ১৯৮২ সালের ১২ নভেম্বর
  • গ. ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর
  • ঘ. ১৯৮৯ সালের ৬ জানুয়ারী

উত্তরঃ ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর

বিস্তারিত

329. সার্কের প্রথম মহাসচিব কে?

  • ক. জনাব আবুল আহসান
  • খ. জনাব কিউ.এ.এম. রমি
  • গ. জনাব ইব্রাহিম হোসেন জাকি
  • ঘ. জনাব সৈয়দ নাঈম-উল-হাসান

উত্তরঃ জনাব আবুল আহসান

বিস্তারিত

330. সার্ক শীর্ষ সম্মেলনে কোন বিষয়টি আলোচিত হতে পারে না?

  • ক. কৃষি উন্নয়ন
  • খ. দ্বিপাক্ষিক সমস্যা
  • গ. অবাধ বাণিজ্য
  • ঘ. সাংস্কৃতিক বিনিময়

উত্তরঃ দ্বিপাক্ষিক সমস্যা

বিস্তারিত

331. The newest member of SARRC is-/ সার্কের নতুন সদস্য দেশ কোনটি?

  • ক. Myanmar(মায়ানমার)
  • খ. Bhutan(ভুটান)
  • গ. Afghanistan(আফগানিস্তান)
  • ঘ. China(চীন)

উত্তরঃ Afghanistan(আফগানিস্তান)

বিস্তারিত

332. নিম্নের কোন দেশটি সার্কের পর্যবেক্ষক নয়?

  • ক. মার্কিন যুক্তরাষ্ট্র
  • খ. জাপান
  • গ. যুক্তরাজ্য
  • ঘ. চীন

উত্তরঃ যুক্তরাজ্য

বিস্তারিত

333. SARRC energy center will be stablished in---

  • ক. Bangladesh
  • খ. India
  • গ. Pakistan
  • ঘ. Nepal

উত্তরঃ Pakistan

বিস্তারিত

334. সার্ক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে-

  • ক. নয়াদিল্লি
  • খ. কাঠমান্ডু
  • গ. ঢাকা
  • ঘ. ইসলামাবাদ

উত্তরঃ নয়াদিল্লি

বিস্তারিত

335. সার্কভূক্ত দেশগুলো বাণিজ্য ঘাটতি, উৎপাদিত পণ্য রপ্তানি ক্ষেত্রে বৈষম্য নিরসন ও শুল্ক সুবিধার জন্য যে চুক্তিতে একমত হয়েছে তার নাম কি?

  • ক. South Asian Products Trading Agreement(SAPTA)
  • খ. South Asian Producer Traffic Agreement(SAPTA)
  • গ. South Asian Preferential Trade Agreement(SAPTA)
  • ঘ. South Asian Priority Trade Agreement(SAPTA)

উত্তরঃ South Asian Preferential Trade Agreement(SAPTA)

বিস্তারিত

336. The preferential trading arrangements among the SARRC countries are known as-

  • ক. SAFTA
  • খ. SAPTA
  • গ. SARTA
  • ঘ. SFTA

উত্তরঃ SAPTA

বিস্তারিত

338. সাফটা (SAFTA) চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

  • ক. ২১ মে, ১৯৯৩
  • খ. ৬ জানুয়ারি, ২০০৪
  • গ. ২ জানুয়ারি, ২০০৪
  • ঘ. ৮ সেস্পেম্বর, ২০০৩

উত্তরঃ ৬ জানুয়ারি, ২০০৪

বিস্তারিত

339. কত সাল থেকে সাফটা চুক্তি কার্যকর হয়?/ SAFTA comes into effect in the year--

  • ক. ২০০৬
  • খ. ২০০৭
  • গ. ২০০৮
  • ঘ. ২০০৯

উত্তরঃ ২০০৬

বিস্তারিত

342. ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরটি কোন দেশে অবস্থিত?

  • ক. রাশিয়া
  • খ. ইতালি
  • গ. জার্মানি
  • ঘ. যুক্তরাষ্ট্র

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

344. সুবর্ণভূমি কোন দেশের বিমানবন্দর?

  • ক. ভারত
  • খ. ইন্দোনেশিয়া
  • গ. নেপাল
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ থাইল্যান্ড

বিস্তারিত

345. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

  • ক. ভারত
  • খ. বাংলাদেশ
  • গ. শ্রীলঙ্কা
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

346. গারুদা কোন্ দেশের বিমান সংস্থা

  • ক. গ্রিস
  • খ. জার্মানি
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. নেদারল্যান্ড

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

347. জনসংখ্যা ও আয়তনের ভিত্তিতে সার্কভূক্ত কোন দেশটির সবচেয়ে ছোট?

  • ক. শ্রীলংকা
  • খ. ভুটান
  • গ. মালদ্বীপ
  • ঘ. নেপাল

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

348. জার্মানির বিমান সংস্থার নাম কি?

  • ক. বিমান
  • খ. লুফথানসা
  • গ. কেএলএম
  • ঘ. অ্যারোফ্লোট

উত্তরঃ লুফথানসা

বিস্তারিত

349. KLM কোন দেশের বিমান সংস্থা

  • ক. ইতালি
  • খ. নেদারল্যান্ড
  • গ. জার্মানি
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ নেদারল্যান্ড

বিস্তারিত

350. সার্কভূক্ত দেশসমূহের লোকসংখ্যা সবচেয়ে কম কোন দেশে?

  • ক. নেপাল
  • খ. ভুটান
  • গ. শ্রীলঙ্কা
  • ঘ. মালদ্বীপ

উত্তরঃ মালদ্বীপ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects