আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

26. CIA-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. ওয়শিংটন ডিসি
  • খ. নিউইয়র্ক
  • গ. ডালাস
  • ঘ. ভার্জিনিয়িা

উত্তরঃ ভার্জিনিয়িা

বিস্তারিত

27. ‘এফবিআই’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

  • ক. আমেরিকা
  • খ. যুক্তরাজ্য
  • গ. জার্মানি
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ আমেরিকা

বিস্তারিত

28. ব্ল্যাক ওয়াটার একটি-

  • ক. বিষাক্ত দ্রবণ
  • খ. চুক্তি
  • গ. নিরাপত্তা সংস্থার নাম
  • ঘ. গোয়েন্দা সংস্থার নাম

উত্তরঃ গোয়েন্দা সংস্থার নাম

বিস্তারিত

29. ব্রিটিশ গোয়েন্দা সংস্থার নাম-

  • ক. সিআইএ
  • খ. এফবিআই
  • গ. স্কটল্যান্ড ইয়ার্ড
  • ঘ. কেজিবি

উত্তরঃ স্কটল্যান্ড ইয়ার্ড

বিস্তারিত

30. MI6'-কোন দেশের গোয়েন্দা সংস্থা?

  • ক. মিশর
  • খ. ইসরাইল
  • গ. ফ্রান্স
  • ঘ. ব্রিটেন

উত্তরঃ ব্রিটেন

বিস্তারিত

31. সাভাক কোন দেশের গোয়েন্দা সংস্থার নাম?

  • ক. সিরিয়া
  • খ. ইরান
  • গ. জার্মানি
  • ঘ. ইসরাইল

উত্তরঃ ইসরাইল

বিস্তারিত

32. ইসরাইরের গোয়েন্দা সংস্থার নাম-

  • ক. আইএসআই
  • খ. সিএএসআই
  • গ. র
  • ঘ. মোসাদ

উত্তরঃ মোসাদ

বিস্তারিত

33. ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?

  • ক. ইসরাইল
  • খ. সাইবেরিয়া
  • গ. ফ্রান্স
  • ঘ. রাশিয়া

উত্তরঃ ইসরাইল

বিস্তারিত

34. রিসার্চ অ্যান্ড অ্যানালাইসসি উইং (RAW) যে দেশের গোয়েন্দা সংস্থা-

  • ক. ভারত
  • খ. কঙ্গো
  • গ. দক্ষিণ আফ্রিকা
  • ঘ. কেনিয়া

উত্তরঃ ভারত

বিস্তারিত

35. ইন্টারপোল কি ধরনের সংস্থা?

  • ক. উত্তর গোলার্ধের পরিবেশ সংরক্ষণ
  • খ. পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা
  • গ. আন্তর্জাতিক প্রাণী সংরক্ষণ
  • ঘ. আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী

উত্তরঃ পুলিশ ও অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা

বিস্তারিত

36. Interpol এর অফিসিয়াল নাম কি?

  • ক. International Police
  • খ. International Police Organization
  • গ. International Criminal Police
  • ঘ. International Police Agency

সঠিক উত্তরের জয় বিস্তারিত দেখুন

37. ইন্টার পোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?/ Where is the head quarter of Interpol?

  • ক. লন্ডন
  • খ. লিও
  • গ. রোম
  • ঘ. প্যারিস

উত্তরঃ লিও

বিস্তারিত

38. ইন্টার পোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. অস্ট্রিয়া
  • খ. ফ্রান্স
  • গ. কানাডা
  • ঘ. সুইজারল্যান্ড

উত্তরঃ ফ্রান্স

বিস্তারিত

39. আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কোন সালে গঠিত হয়?

  • ক. ১৯১১
  • খ. ১৯১৯
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯৬৪

উত্তরঃ ১৯১৯

বিস্তারিত

40. MIGA কখন গঠিত হয়?

  • ক. ১৯৮২ সনে
  • খ. ১৯৮৪ সনে
  • গ. ১৯৮৬ সনে
  • ঘ. ১৯৮৮ সনে

উত্তরঃ ১৯৮৮ সনে

বিস্তারিত

41. UNDP-র সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. নিউইয়র্ক
  • খ. জেনেভা
  • গ. রোম
  • ঘ. ভিয়েনা

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

42. ‘ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় কোথয় অবস্থিত?

  • ক. টোকিও
  • খ. প্যারিস
  • গ. নিউইয়র্ক
  • ঘ. ভিয়েনা

উত্তরঃ ভিয়েনা

বিস্তারিত

43. UNEP এর সদর দপ্তর-

  • ক. ম্যানিলা
  • খ. ওয়াশিংটন
  • গ. ভিয়েনা
  • ঘ. নাইরোবি

উত্তরঃ নাইরোবি

বিস্তারিত

44. জাতিসংঘ শিশু তহবিল (UNICEF) এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. জেনেভায়
  • খ. ওয়াশিংটনে
  • গ. নিউইয়র্কে
  • ঘ. প্যারিসে

উত্তরঃ নিউইয়র্কে

বিস্তারিত

45. UNESCO এর প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত?/ Head office of UNESCO is at---

  • ক. ক্যানবেরা
  • খ. প্যারিস
  • গ. মস্কো
  • ঘ. জেনেভা

উত্তরঃ প্যারিস

বিস্তারিত

46. United Nation Conference on Trade and Development(UNCTD)-এর সদর দপ্তর কোথায়?

  • ক. হেগে
  • খ. জেনেভায়
  • গ. নিউইয়র্কে
  • ঘ. ক্যানবেরায়

উত্তরঃ জেনেভায়

বিস্তারিত

47. World Intellectual Property Organization(WIPO)-এর সদর দপ্তর কোথায়?

  • ক. রোম
  • খ. ওয়াশিংটন
  • গ. জেনেভা
  • ঘ. আসলো

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

48. HEad office of WHO is located in-/ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর সদর দপ্তর কোথায়--

  • ক. Paris(প্যারিস)
  • খ. New York (নিউইয়র্ক)
  • গ. Geneva (জেনেভা)
  • ঘ. None of these

উত্তরঃ Geneva (জেনেভা)

বিস্তারিত

50. বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. ওয়শিংটন
  • খ. নিউইয়র্ক
  • গ. জেনেভা
  • ঘ. রোম

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects