আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

51. The United Nations University কোন শহরে অবস্থিত?

  • ক. লন্ডন
  • খ. ব্রাসেলস
  • গ. নিউইয়র্ক
  • ঘ. টোকিও

উত্তরঃ টোকিও

বিস্তারিত

53. স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন কাজে সমন্বয় করে কোনটি?

  • ক. ইউনোস্কো
  • খ. অছি পরিষদ
  • গ. ইউএনডিপি
  • ঘ. নিরাপত্তা পরিষদ

উত্তরঃ ইউএনডিপি

বিস্তারিত

54. সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয়--

  • ক. সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার
  • খ. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
  • গ. সেপ্টেম্বর মাসের দ্বিতীয় বুধবার
  • ঘ. সেপ্টেম্বর মাসের চতুর্থ মঙ্গলবর

উত্তরঃ সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার

বিস্তারিত

56. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথাম অধিবেশন অনুষ্ঠিত হয়-

  • ক. ১৯৪৫ সালে
  • খ. ১৯৪৬ সালে
  • গ. ১৯৪৭ সালে
  • ঘ. ২০০৪ সালে

উত্তরঃ ১৯৪৬ সালে

বিস্তারিত

57. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহণ করা হয়?

  • ক. অছি পরিষদ
  • খ. সাধারণ পরিষদ
  • গ. নিরাপত্তা পরিষদ
  • ঘ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ

উত্তরঃ নিরাপত্তা পরিষদ

বিস্তারিত

61. The five permanent members of the security councils of the UNO are:/জাতিসংঘের পাঁচজন স্থায়ী সদস্য-

  • ক. USA-UK-Russia-Japan-China
  • খ. USA-Russia-China-France-Germany
  • গ. USA-UK-Russia-France-India
  • ঘ. USA-UK-Russia-France-China

উত্তরঃ USA-UK-Russia-France-China

বিস্তারিত

62. ভেটো’ ক্ষমতা কি?

  • ক. ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না
  • খ. ভেটো প্রয়োগকারী সমর্থন করলে সংখ্যাগরিষ্ঠ ভোট বিপক্ষে গেলেও প্রস্তাব পাস হবে
  • গ. ভোট প্রয়োগ না করার প্রথা
  • ঘ. প্রস্তাব উত্থাপন করার ক্ষমতা

উত্তরঃ ভেটো প্রয়োগকারী বিরোধিতা করলে সংখ্যাগরিষ্ঠ ভোটও কার্যকর হয় না

বিস্তারিত

63. ভেটো শব্দের অর্থ-

  • ক. আমি এটা জানি না
  • খ. আমি এটা মানি না
  • গ. আমি কোনো মতামত দিব না
  • ঘ. আমি সমর্থন করি

উত্তরঃ আমি এটা মানি না

বিস্তারিত

65. নিম্নের কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?

  • ক. জার্মানি
  • খ. রাশিয়া
  • গ. চীন
  • ঘ. ফ্রান্স

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

66. বিশ্ব ডাক ইউনিয়নের (UPU) সদর দপ্তর কোথায়?

  • ক. বার্ন
  • খ. জেনেভা
  • গ. ভিয়েনা
  • ঘ. রোম

উত্তরঃ বার্ন

বিস্তারিত

67. সদর দপ্তরের ক্ষেত্রে ভুল?

  • ক. UNESCO প্যারিস
  • খ. WHO জেনেভা
  • গ. UNICEF প্যারিস
  • ঘ. WTO জেনেভা

উত্তরঃ UNICEF প্যারিস

বিস্তারিত

68. জাতিসংঘে কোন দেশের ভেটো ক্ষমতা নেই?

  • ক. যুক্তরাজ্য
  • খ. ফ্রান্স
  • গ. জার্মানি
  • ঘ. চীন

উত্তরঃ জার্মানি

বিস্তারিত

70. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা-

  • ক. ৫ জন
  • খ. ১০ জন
  • গ. ৬ জন
  • ঘ. ৮ জন

উত্তরঃ ১০ জন

বিস্তারিত

71. International Institute on Ageing' কোথায় প্রতিষ্ঠিত হয়েছে?

  • ক. জেনেভা
  • খ. রোম
  • গ. প্যারিস
  • ঘ. ভ্যালেটা

উত্তরঃ ভ্যালেটা

বিস্তারিত

72. World Fish Center এর সদর দপ্তর কোন দেশে?

  • ক. জাপান
  • খ. মালয়েশিয়া
  • গ. আমেরিকা
  • ঘ. কেনিয়া

উত্তরঃ মালয়েশিয়া

বিস্তারিত

74. ইন্টারন্যাশনাল টেলিকমিউইনকেশনস ইউনিয়নের সদর দপক্ষত কোথায়?

  • ক. জেনেভা
  • খ. রোম
  • গ. বার্লিন
  • ঘ. ব্যাংকক

উত্তরঃ জেনেভা

বিস্তারিত

75. জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্যপদ লাভকারী বর্তমান এশীয় দেশ-

  • ক. ভারত
  • খ. কোরিয়া
  • গ. জাপান
  • ঘ. ইন্দোনেশিয়া

উত্তরঃ ইন্দোনেশিয়া

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects