আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

77. যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে "Uniting for peace resolution" গৃহীত হয়েছিল--

  • ক. সুয়েজ যুদ্ধ
  • খ. কোরীয় যুদ্ধ
  • গ. পাক ভারত যুদ্ধ- ১৯৬৫
  • ঘ. ফকল্যান্ড যুদ্ধ

উত্তরঃ কোরীয় যুদ্ধ

বিস্তারিত

79. Economic and social council-

  • ক. ECOSOC
  • খ. ECOSC
  • গ. EOSC
  • ঘ. ESC

উত্তরঃ ECOSOC

বিস্তারিত

80. W.R.I' কি?

  • ক. জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচী
  • খ. বন সম্পর্কিত প্রতিষ্ঠান
  • গ. প্রকৃতি এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের আন্তর্জাতিক গোষ্ঠী
  • ঘ. জাতিসংঘের পরিবেশ দূষণের বিরুদ্ধে গৃহীত কর্মসূচী

উত্তরঃ বন সম্পর্কিত প্রতিষ্ঠান

বিস্তারিত

81. আন্তর্জাতিক শিশু পল্লীর প্রতিষ্ঠাতা কে?

  • ক. অ্যাঞ্জেলা গোমেজ
  • খ. হারম্যান মেইনার
  • গ. ভেলরি এ টেইলর
  • ঘ. ব্যাডেন পাওয়েল

উত্তরঃ হারম্যান মেইনার

বিস্তারিত

82. ইসিএ (ECA) এর সদর দপ্তর কোথায়?

  • ক. আদ্দিস আবাবা
  • খ. নাইরোবি
  • গ. ডাকঘর
  • ঘ. কায়রো

উত্তরঃ আদ্দিস আবাবা

বিস্তারিত

83. এসকাপের সদর দপ্তর কোথায় অবস্থিত?

  • ক. ব্যাংকক
  • খ. সিঙ্গাপুর
  • গ. দিল্লী
  • ঘ. কলম্বো

উত্তরঃ ব্যাংকক

বিস্তারিত

84. ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ একাউন্ট’ কোন দেশের সাহয্য সংস্থা?

  • ক. যুক্তরাজ্য
  • খ. মার্কিন যুক্তরাষ্ট্র
  • গ. জাপান
  • ঘ. কানাডা

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র

বিস্তারিত

85. ‘ফোর্স সেভেনটিন’ কোন দেশের গেরিলা সংগঠন?

  • ক. লেবানন
  • খ. সিয়েরালিওন
  • গ. ফিলিপাইন
  • ঘ. প্যালেস্টাইন

উত্তরঃ প্যালেস্টাইন

বিস্তারিত

86. এন.এল.এপ.টি কি?

  • ক. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব তামিলস
  • খ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা
  • গ. ন্যশনাল লিবারেশন ফ্রন্ট অব তেলেগুজ
  • ঘ. ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব টাইগারস

উত্তরঃ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা

বিস্তারিত

87. এল.টি.টি.ই হলো-

  • ক. বাংলাদেশের একটা সন্ত্রাসী দল
  • খ. ভারতের দস্যুদল
  • গ. কানাডার রাজনৈতিক দল
  • ঘ. শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল

উত্তরঃ শ্রীলংকার একটা বিচ্ছিন্নতাবাদী দল

বিস্তারিত

88. ‘ইউনিটা’ কোন দেশের গেরিলা সংগঠন?

  • ক. এঙ্গোলা
  • খ. উগান্ডা
  • গ. মায়ানমার
  • ঘ. পেরু

উত্তরঃ এঙ্গোলা

বিস্তারিত

89. ওসামা বিন লাদেন কোন সংগঠনের নেতা?

  • ক. পিএলও
  • খ. আল-জাজিরা
  • গ. আল কায়েদা
  • ঘ. আল ফাতাহ গ্রুপ

উত্তরঃ আল কায়েদা

বিস্তারিত

90. ওসামা বিন লাদেনের জন্ম কোথায়?

  • ক. ইরাক
  • খ. সিরিয়া
  • গ. আফগানিস্তান
  • ঘ. সৌদি আরব

উত্তরঃ সৌদি আরব

বিস্তারিত

91. জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?

  • ক. সাধারণ পরিষদের
  • খ. নিরাপত্তা পরিষদের
  • গ. স্থায়ী সদস্যদের
  • ঘ. আমেরিকার প্রেসিডেন্টের

উত্তরঃ নিরাপত্তা পরিষদের

বিস্তারিত

92. আবু সায়েফ গেরিলা গেষ্ঠী কোন দেশে তৎপর?

  • ক. ইরাক
  • খ. ফিলিপাইন
  • গ. ইন্দোনেশিয়া
  • ঘ. থাইল্যান্ড

উত্তরঃ ফিলিপাইন

বিস্তারিত

93. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?

  • ক. কুর্ট ওয়াল্ডহেইম
  • খ. পেরেজ দ্য কুয়েলার
  • গ. ট্রাইগভেলাই
  • ঘ. উ থান্ট

উত্তরঃ ট্রাইগভেলাই

বিস্তারিত

94. জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ট্রিগভেলি কোন দেশের অধিবাসী?

  • ক. সুইডেন
  • খ. নরওয়ে
  • গ. বেলজিয়াম
  • ঘ. অস্ট্রিয়া

উত্তরঃ নরওয়ে

বিস্তারিত

96. ‘সাইনিং পাথ’ হচ্ছে-

  • ক. পেরুর গেরিরা সংগঠন
  • খ. নেপলের গেরিয়া সংগঠন
  • গ. নিকারগুয়ার রাজনৈতিক দল
  • ঘ. হন্ডুরাসের রাজনৈতিক দল

উত্তরঃ পেরুর গেরিরা সংগঠন

বিস্তারিত

97. ‘টুপাক আমারু’ কি?

  • ক. একটি ফলের নাম
  • খ. পেরুর বামপন্থী গেরিলা সংগঠন
  • গ. একজন বিখ্যাত পন্ডিত
  • ঘ. একটি দর্শনীয় স্থান

উত্তরঃ পেরুর বামপন্থী গেরিলা সংগঠন

বিস্তারিত

98. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?

  • ক. ট্রিগেভেলী
  • খ. কুটওয়াল্ডহেইম
  • গ. দ্যাগ হ্যামারশোল্ড
  • ঘ. উ থান্ট

উত্তরঃ দ্যাগ হ্যামারশোল্ড

বিস্তারিত

99. হামাস গেরিলা সংগঠনটি-

  • ক. প্যালেস্টাইনের
  • খ. ইসরাইলের
  • গ. ফিলিপাইনের
  • ঘ. হাইতির

উত্তরঃ প্যালেস্টাইনের

বিস্তারিত

100. জাতিসংঘের প্রথম এশীয় সেক্রেটারি জেনারেল কোন দেশের নাগরিক ছিলেন?

  • ক. ভারত
  • খ. মায়ানমার
  • গ. শ্রীলংকা
  • ঘ. ইরান

উত্তরঃ মায়ানমার

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects