আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন

426. 'লীগ অব নেশনস' কোন সালে বিলুপ্ত হয়?

  • ক. ১৯৩৯
  • খ. ১৯৪১
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯৪৬

উত্তরঃ ১৯৪৬

বিস্তারিত

428. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?

  • ক. যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
  • খ. আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য করার জন্য
  • গ. বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
  • ঘ. বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য

উত্তরঃ যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য

বিস্তারিত

430. জাতিসংঘের উদ্দেশ্যে কি?

  • ক. যুদ্ধ বন্ধ করা
  • খ. সদস্য দেশসমুহের সমস্যার সমাধান করা
  • গ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
  • ঘ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা

উত্তরঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা

বিস্তারিত

431. জাতিসংঘের প্রস্তাবক কে ছিলেন?

  • ক. চার্চিল
  • খ. উ থান্ট
  • গ. রুজভেল্ট
  • ঘ. স্ট্যালিন

উত্তরঃ রুজভেল্ট

বিস্তারিত

432. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?

  • ক. রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার
  • খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল
  • গ. জিমি কার্টার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ
  • ঘ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার

উত্তরঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল

বিস্তারিত

433. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ১৯৩৩
  • খ. ১৯৪৩
  • গ. ১৯৪৫
  • ঘ. ১৯৪৭

উত্তরঃ ১৯৪৫

বিস্তারিত

435. ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?

  • ক. সানফ্রান্সিসকো
  • খ. নিউইয়র্ক
  • গ. প্যারিস
  • ঘ. জেনেভা

উত্তরঃ সানফ্রান্সিসকো

বিস্তারিত

436. জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?

  • ক. ১৯২০ সালে
  • খ. ১৯৪০ সালে
  • গ. ১৯৪৫ সালে
  • ঘ. ১৯৫০ সালে

উত্তরঃ ১৯৪৫ সালে

বিস্তারিত

437. জাতিসংঘ দিবস পালিত হয়?

  • ক. ২৪ অক্টোবর
  • খ. ২৪ আগস্ট
  • গ. ২৪ ডিসেম্বর
  • ঘ. ২৪ নভেম্বর

উত্তরঃ ২৪ অক্টোবর

বিস্তারিত

438. কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?

  • ক. ৪৮টি
  • খ. ৫০টি
  • গ. ৫১টি
  • ঘ. ৬০টি

উত্তরঃ ৫১টি

বিস্তারিত

444. কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?

  • ক. থাইল্যান্ড
  • খ. তাইওয়ান
  • গ. ইসরাইল
  • ঘ. দক্ষিণ আফ্রিকা

উত্তরঃ তাইওয়ান

বিস্তারিত

445. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?

  • ক. জাপানের নাগাসাকিতে
  • খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
  • গ. রাশিয়ার আশখাবাদে
  • ঘ. কানাডার ভেন্কুবার

উত্তরঃ রাশিয়ার আশখাবাদে

বিস্তারিত

446. কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?

  • ক. সিঙ্গাপুর
  • খ. মালয়েশিয়া
  • গ. থাইল্যান্ড
  • ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তরঃ দক্ষিণ কোরিয়া

বিস্তারিত

447. জাতিসংঘের সদস্য নয়?

  • ক. কিউবা
  • খ. কোরিয়া
  • গ. জাপান
  • ঘ. তাইওয়ান

উত্তরঃ তাইওয়ান

বিস্তারিত

448. ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল?

  • ক. ১৯৪৭ সালে
  • খ. ১৯৫২ সালে
  • গ. ১৯৬৫ সালে
  • ঘ. ১৯৬৬ সালে

উত্তরঃ ১৯৬৫ সালে

বিস্তারিত

449. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?

  • ক. জেনেভা
  • খ. নিউইয়র্ক
  • গ. হেগ
  • ঘ. প্যারিস

উত্তরঃ নিউইয়র্ক

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects