আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
427. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত-১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান--
- ক. সপ্তম
- খ. অষ্টম
- গ. নবম
- ঘ. দশম
উত্তরঃ নবম
428. জাতিসংঘ কোন প্রধান উদ্দেশ্যে স্থাপিত হয়?
- ক. যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
- খ. আন্তর্জাতিক ব্যবসা বানিজ্য করার জন্য
- গ. বিশ্ব খেলাধুলার ব্যবস্থা উন্নত করার জন্য
- ঘ. বিশ্বব্যাপী সরকার গঠনের জন্য
উত্তরঃ যুদ্ধের অভিশাপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্য
429. নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর সপ্তর বাংলাদেশে অবস্থিত?
- ক. IJ O
- খ. APEC
- গ. SAARC
- ঘ. ADB
উত্তরঃ IJ O
- ক. যুদ্ধ বন্ধ করা
- খ. সদস্য দেশসমুহের সমস্যার সমাধান করা
- গ. আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
- ঘ. আন্তর্জাতিক অর্থনীতি জোরদার করা
উত্তরঃ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা
432. আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশদের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
- ক. রোনাল্ড রিগান ও মার্গারেট থ্যাচার
- খ. ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল
- গ. জিমি কার্টার ও রাণী দ্বিতীয় এলিজাবেথ
- ঘ. জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
উত্তরঃ ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল
434. In which year United Nations was founded?/জাতিসংঘের প্রতিষ্ঠার বছর--
- ক. 1942
- খ. 1943
- গ. 1944
- ঘ. 1945
উত্তরঃ 1945
435. ১৯৪৫ সালে জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষরিত হয়?
- ক. সানফ্রান্সিসকো
- খ. নিউইয়র্ক
- গ. প্যারিস
- ঘ. জেনেভা
উত্তরঃ সানফ্রান্সিসকো
436. জাতিসংঘ সনদ কোন সাল কার্যকরী হয়?
- ক. ১৯২০ সালে
- খ. ১৯৪০ সালে
- গ. ১৯৪৫ সালে
- ঘ. ১৯৫০ সালে
উত্তরঃ ১৯৪৫ সালে
- ক. ২৪ অক্টোবর
- খ. ২৪ আগস্ট
- গ. ২৪ ডিসেম্বর
- ঘ. ২৪ নভেম্বর
উত্তরঃ ২৪ অক্টোবর
440. জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে পরিগণিত হয়?
- ক. হাঙ্গেরি
- খ. জার্মানি
- গ. পোল্যান্ড
- ঘ. ব্রিটেন
উত্তরঃ পোল্যান্ড
441. What is the present member of UN members?/জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
- ক. 185
- খ. 191
- গ. 192
- ঘ. 193
উত্তরঃ 193
- ক. APEC
- খ. CREC
- গ. EAEG
- ঘ. ECO
উত্তরঃ APEC
- ক. নিউইয়র্ক
- খ. প্যারিস
- গ. জেনেভা
- ঘ. ভিয়েনা
উত্তরঃ নিউইয়র্ক
444. কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল বর্তমানে নেই?
- ক. থাইল্যান্ড
- খ. তাইওয়ান
- গ. ইসরাইল
- ঘ. দক্ষিণ আফ্রিকা
উত্তরঃ তাইওয়ান
445. প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংস্থার প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. জাপানের নাগাসাকিতে
- খ. অস্ট্রেলিয়ার ক্যানবেরায়
- গ. রাশিয়ার আশখাবাদে
- ঘ. কানাডার ভেন্কুবার
উত্তরঃ রাশিয়ার আশখাবাদে
446. কোন দেশটি 'আসিয়ান' জোটভুক্ত নয়?
- ক. সিঙ্গাপুর
- খ. মালয়েশিয়া
- গ. থাইল্যান্ড
- ঘ. দক্ষিণ কোরিয়া
উত্তরঃ দক্ষিণ কোরিয়া
448. ইন্দোনেশিয়া কত সালে জাতিসংঘের সদস্যপদ প্রত্যাহার করে নিয়েছিল?
- ক. ১৯৪৭ সালে
- খ. ১৯৫২ সালে
- গ. ১৯৬৫ সালে
- ঘ. ১৯৬৬ সালে
উত্তরঃ ১৯৬৫ সালে