আন্তর্জাতিক সংস্থা ও সংগঠন
201. জাতিসংঘের মিলিনিয়াম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. মেক্সিকো সিটি
- গ. জেনেভা
- ঘ. নিউইয়র্ক
উত্তরঃ নিউইয়র্ক
- ক. 2010
- খ. 2015
- গ. 2020
- ঘ. 2025
উত্তরঃ 2015
203. জাতিসংঘের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-এর কয়টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়?
- ক. ৪টি
- খ. ৬টি
- গ. ৮টি
- ঘ. ১০টি
উত্তরঃ ৮টি
204. জাতিসংঘের ‘মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল’ অনুযায়ী কত সালের মধ্যে বিশ্বের দারিদ্র অর্ধেক কমিয়ে আনতে হবে?
- ক. ২০১০ সালের মধ্যে
- খ. ২০১৫ সালের মধ্যে
- গ. ২০২০ সালের মধ্যে
- ঘ. ২০৩০ সালের মধ্যে
উত্তরঃ ২০১৫ সালের মধ্যে
- ক. মিনিমাম ডেভেলপমেন্ট গোরস
- খ. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
- গ. মিলিটারি ডিফেন্স গ্রাউন্ড
- ঘ. মিলিটারি ডিলিমিটেশন গ্রুপ
উত্তরঃ মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস
206. কোন ক্ষেত্রে অবদানের জন্য বাংলাদেশ এমডিজি-২০১০ পুরস্কার পায়?
- ক. মাতৃমৃত্যুর হার হ্রাস
- খ. শিশুমৃত্যুর হার হ্রাস
- গ. জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস
- ঘ. দারিদ্র বিমোচন
উত্তরঃ শিশুমৃত্যুর হার হ্রাস
207. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. জেনেভা
- খ. মেক্সিকো সিটি
- গ. নিউইয়র্ক
- ঘ. রিও ডি জেনিরিও
উত্তরঃ রিও ডি জেনিরিও
208. ২০০২ সালে দ্বিতীয় ধরিত্র শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
- ক. চীনের বেইজিংয়ে
- খ. ভারতের নয়াদিল্লিতে
- গ. দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে
- ঘ. জাপানের হিরোশিমায়
উত্তরঃ দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে
209. 'Earth Summit' held at Rio De Janeiro is concerned with:
- ক. Population explosion
- খ. World food problem
- গ. Enviornment
- ঘ. World trade
উত্তরঃ Enviornment
211. প্রথম তথ্য সমাজ শীর্ষ সম্মেলন (World Summit on the information Society) কোন শহরে অনুষ্ঠিত হযেছিল?
- ক. নিউইয়র্ক
- খ. ডারবান
- গ. লন্ডন
- ঘ. জেনেভা
উত্তরঃ জেনেভা
212. কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
- ক. স্বল্ব উন্নত দেশসমূহ
- খ. ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
- গ. তেল উৎপাদনকারী দেশসমূহ
- ঘ. এশিয়া ও ইউরোপের দেশসমূহ
উত্তরঃ ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ
213. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কি?
- ক. মার্লবোরো হাউজ
- খ. হোয়াইট হাউজ
- গ. বাকিংহাম প্রাসাদ
- ঘ. দি চেকার্স
উত্তরঃ মার্লবোরো হাউজ
- ক. Pakistan
- খ. Nigeria
- গ. South Africa
- ঘ. Zimbabwe
উত্তরঃ Zimbabwe
217. সর্বশেষ কোন দেশটি কমনওয়েলথ ত্যাগ করে?
- ক. মায়ানমার
- খ. আয়ারল্যান্ড
- গ. পাকিস্তান
- ঘ. জিম্বাবুয়ে
উত্তরঃ জিম্বাবুয়ে
218. কমনওয়েলথের সিদ্ধান্ত গৃহীত হয়-
- ক. সংবিধানের মাধ্যমে
- খ. সনদের মাধ্যমে
- গ. সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটের মাধ্যমে
- ঘ. সর্বসম্মতিক্রমে
উত্তরঃ সর্বসম্মতিক্রমে
219. ব্রিটিশ সাম্রাজ্যভূক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ-
- ক. মোজাম্বিক
- খ. পাকিস্তান
- গ. নাইজেরিয়া
- ঘ. কানাডা
উত্তরঃ মোজাম্বিক
221. কমনওয়েলথ এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
- ক. সিয়েরালিওন
- খ. রুয়ান্ডা
- গ. ব্রুনেই
- ঘ. বাহামা
উত্তরঃ রুয়ান্ডা
- ক. আমেরিকার প্রেসিডেন্ট
- খ. জাতিসংঘের মহাসচিব
- গ. ইংল্যান্ডের রানী
- ঘ. ভারতের প্রধানমন্ত্রী
উত্তরঃ ইংল্যান্ডের রানী
223. ইসলামী সম্মেলন সংস্থা (OIC)-র প্রধান কার্যালয় (Head quarter) বা সচিবালয় কোথায়?
- ক. তেহরান
- খ. জেদ্দা
- গ. কায়রো
- ঘ. রিয়াদ
উত্তরঃ জেদ্দা
- ক. 60
- খ. 55
- গ. 56
- ঘ. 57
উত্তরঃ 57
225. OIC কোন সালে প্রতিষ্টিত হয়?
- ক. ১৯৬৭ সালে
- খ. ১৯৬৯ সালে
- গ. ১৯৪৭ সালে
- ঘ. ১৯৮৬ সালে
উত্তরঃ ১৯৬৯ সালে