কারিগরি ও মাদ্রাস শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
51. মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কোথায় জন্মগ্রহণ করেন?
- ক. সিরাজগঞ্জ
- খ. টাঙ্গাইল
- গ. ঢাকা
- ঘ. কুমিল্লা
52. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৮২১
- খ. ১৯২১
- গ. ১৯০০
- ঘ. কোনটিই নয়
53. বাংলাদেশের একমাত্র পাহাড় বিশিষ্ট দ্বীপ কোনটি?
- ক. ভোলা
- খ. মহেশখালি
- গ. কুতুবদিয়া
- ঘ. নিঝুম দ্বীপ
54. ঐতিহাসিক স্থান কারবালা কোন দেশে অবস্থিত?
- ক. সৌদি আবর
- খ. ইরান
- গ. ইরাক
- ঘ. ওমান
- ক. জার্মানি
- খ. ইতালি
- গ. মালদ্বীপ
- ঘ. সবগুলো
- ক. নীল আর্মস্টং
- খ. এডুইন অলড্রিন
- গ. মাইকেল কলিন্স
- ঘ. সকলে পা রেছেছেন
57. রুশ বিপ্লবের নেতৃত্বদানকারী দল কোনটি?
- ক. নাৎসী পার্টি
- খ. রুশ সমাজতান্ত্রিক দল
- গ. বলশেভিক পার্টি
- ঘ. রুশ রেভুল্যুশন ফ্রন্ট
58. বাংলাদেশে প্রথম চা উৎপাদন শুরু হয় কবে?
- ক. ১৮৪০
- খ. ১৮৫০
- গ. ১৯০৬
- ঘ. ১৮৮৭
- ক. ফকির বিদ্রোহের নেতা
- খ. রংপুরের কৃষক বিদ্রোহের নেতা
- গ. তেভাগা আন্দোলনের নেতা
- ঘ. ৩নং সেক্টর কমান্ডার
60. ইনসুলিন নিঃসৃত হয় কোন গ্রন্থি থেকে?
- ক. যকৃত
- খ. থাইরয়েড
- গ. অগ্ন্যাশয়
- ঘ. পিটুইটারি গ্রন্থি
61. সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চরিয়ান কে?
- ক. মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ
- খ. হাসান রাজা, পাকিস্তান
- গ. ব্রায়ান চার্লস লারা, ওয়েস্ট ইন্ডিজ
- ঘ. শচীন টেন্ডুলকার, ভারত
62. ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কী?
- ক. ভলগা
- খ. টেমস
- গ. দানিয়ুব
- ঘ. কোনোটিই নয়
63. বার্লিন প্রাচীরের পতন হয় কত সালে?
- ক. ১৯২০
- খ. ১৯২১
- গ. ১৯৮৯
- ঘ. ১৯৮৮
64. WHO (World Health organization) এর সদর দপ্তর কোনটি?
- ক. জেনেভা
- খ. প্যারিস
- গ. নিউইয়র্ক
- ঘ. লন্ডন
65. দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হয়েছেন কোন শিল্পী?
- ক. মঈনুল হক
- খ. মৃণাল হক
- গ. শিল্পাচার্য জয়নুল আবেদীন
- ঘ. হাশেম খান
- ক. স্টিভ জবস
- খ. আলফ্রেড নোবেল
- গ. মার্টিন কুপার
- ঘ. জন ডাল্টন
67. বাংলাদেশের কেন্দ্রিয় ব্যাংকের নাম কী?
- ক. জনতা ব্যাকং
- খ. বাংলাদেশ ব্যাংক
- গ. রিজার্ভ ব্যাংক
- ঘ. সোনালী ব্যাংক
- ক. লালা শিলসিলা
- খ. বিট্রিশ হুণ্ডুরাস
- গ. তিরিশো গ্রান্ড
- ঘ. কোনোটিই নয়
69. ওয়াটার গেট কি?
- ক. জল প্রপাত
- খ. বাণিজ্যিক ভবন
- গ. পাকিস্তানের নদী
- ঘ. কোনটিই নয়
- ক. রামাল্লা
- খ. নাবলুস
- গ. বেথেলহেম
- ঘ. সবগুলো
71. চাউলের মূল্য ১২% বৃদ্ধি পেলে ১০০০ টাকার চাউলের বর্তমান মূল্য কত?
- ক. ৮৮০ টাকা
- খ. ১১২০
- গ. ১২৪০
- ঘ. ১০২০
72. x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x+y)2 এর মান কত?
- ক. 19
- খ. 20
- গ. 21
- ঘ. 22
73. দুটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু. যথাক্রমে ১২ ও ১৮০। একটি সংখ্যা ৮০ হলে অপর সংখ্যাটি কত?
- ক. ৩৬
- খ. ২০
- গ. ২৭
- ঘ. ৩০
74. বার্ষিক ১০% মুনাফায় ৮০০০ টাকায় ৩ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
- ক. ১০৮০০ টাকা
- খ. ১৫০০০ টাকা
- গ. ১০৮৫০ টাকা
- ঘ. ১০৬৪৮ টাকা
75. ৩০ মিটার উচ্চতা ও ২০ মিটার ভূমি বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ মিটার?
- ক. ৪০০ বর্গ মিটার
- খ. ৩০০ বর্গ মিটার
- গ. ৬০০ বর্গ মিটার
- ঘ. ১৫০ বর্গ মিটার