১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা

26. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস -

  • ক. বং থেকে বাংলা
  • খ. চাঁদের অমাবস্যা
  • গ. কাঁটাতারে প্রজাপতি
  • ঘ. চিলেকোঠাই সেপাই

27. ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’। গানটির গীতিকার কে?

  • ক. সলিল চৌধুরী
  • খ. গাজী মাজহারুল আনোয়ার
  • গ. গৌরি প্রসন্ন মজুমদার
  • ঘ. নজরুল ইসলাম বাবু

28. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?

  • ক. আনন্দময়ীর আগমনে
  • খ. নারী
  • গ. প্রলয়োল্লাস
  • ঘ. বিদ্রোহী

29. কোন শব্দটি ফারসি?

  • ক. এজলাস
  • খ. নালিশ
  • গ. খারজি
  • ঘ. কার্তুজ

30. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. প্রমথ চৌধুরী
  • গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • ঘ. দীনবন্ধু মিত্র

37. জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?

  • ক. মার্শাল দ্বীপপুঞ্জ
  • খ. দিয়াগো গার্সিয়া
  • গ. কুড়িল দ্বীপপুঞ্জ
  • ঘ. গ্রেট বেরিয়ার রীফ

40. ২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী -

  • ক. নাদিয়া মুরাদ
  • খ. অভিজিৎ ব্যানার্জি
  • গ. আবি আহমেদ আলী
  • ঘ. কাজুও ইশিগুরো

41. 'The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?

  • ক. গণ-উৎপাত
  • খ. রাজনৈতিক অসন্তোষ
  • গ. পাবলিক পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা
  • ঘ. ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ

42. ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ‘হিসচার্জের’ আবেদন করতে পারেন?

  • ক. অপরাধ আমলে নেওয়ার সময়
  • খ. চার্জ গঠনের সময়
  • গ. চার্জ গঠনের পরে
  • ঘ. সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পরীক্ষাকালে

44. The Penal Code, 1860 এর ১৯৩ ধারা মতে কোনো বিচারিক কার্যধারায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা সাক্ষ্য প্রদানের সর্বোচ্চ শাস্তি কোনটি?

  • ক. ৫ বছর কারাদণ্ড
  • খ. ৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
  • গ. ১৪ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
  • ঘ. যাবজ্জীবন কারাদণ্ড


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics