১৩তম বিজেএস সহকারী জজ প্রাথমিক পরীক্ষা
26. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান অবলম্বনে রচিত উপন্যাস -
- ক. বং থেকে বাংলা
- খ. চাঁদের অমাবস্যা
- গ. কাঁটাতারে প্রজাপতি
- ঘ. চিলেকোঠাই সেপাই
27. ‘বিচারপতি তোমার বিচার করবে যারা’। গানটির গীতিকার কে?
- ক. সলিল চৌধুরী
- খ. গাজী মাজহারুল আনোয়ার
- গ. গৌরি প্রসন্ন মজুমদার
- ঘ. নজরুল ইসলাম বাবু
28. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম কারাবরণ করেন?
- ক. আনন্দময়ীর আগমনে
- খ. নারী
- গ. প্রলয়োল্লাস
- ঘ. বিদ্রোহী
30. ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন -
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. প্রমথ চৌধুরী
- গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- ঘ. দীনবন্ধু মিত্র
31. অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুযায়ী বাংলাদেশে মাথাপিছু জিডিপি’র পরিমাণ (মার্কিন ডলার) -
- ক. ১৯৩৯
- খ. ২০০৯
- গ. ১৮২৭
- ঘ. ১৯২৭
32. তারামন বিবি কত নম্বর সেক্টর থেকে মুক্তিযুদ্ধে অংশ নেন?
- ক. ৫
- খ. ৭
- গ. ৯
- ঘ. ১১
33. বাংলাদেশে তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী?
- ক. বিকন
- খ. ব্র্যাক অন্বেষা
- গ. নোয়া-১৮
- ঘ. বঙ্গবন্ধু-১
34. বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করেছে -
- ক. ১ জুুন ২০১৫
- খ. ১ জুুলাই ২০১৫
- গ. ১ জুুন ২০১৬
- ঘ. ১ জুুলাই ২০১৬
35. সম্প্রতি জাপানে সংঘটিত ঘূর্ণিঝড়ের নাম কী?
- ক. গোর্কি
- খ. টয়োহাসি
- গ. হাগিবিস
- ঘ. মিয়জোকী
36. আন্তর্জাতিক আদালতে বিচারকের সংখ্যা কত জন?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২০
- ঘ. ২৫
37. জাপান ও রাশিয়ার বিরোধপূর্ণ দ্বীপটির নাম কী?
- ক. মার্শাল দ্বীপপুঞ্জ
- খ. দিয়াগো গার্সিয়া
- গ. কুড়িল দ্বীপপুঞ্জ
- ঘ. গ্রেট বেরিয়ার রীফ
38. Persona-non-grata কোন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?
- ক. রাজনীতিবিদ
- খ. ক্রীড়াবিদ
- গ. ব্যবসায়ী
- ঘ. কূটনীতিক
39. উপকূল থেকে 'Exclusive Economic Zone' - নটিক্যাল মাইল।
- ক. ২২
- খ. ৪৪
- গ. ২০০
- ঘ. ৩৫০
40. ২০১৯ সালে শান্তিতে নোবেল বিজয়ী -
- ক. নাদিয়া মুরাদ
- খ. অভিজিৎ ব্যানার্জি
- গ. আবি আহমেদ আলী
- ঘ. কাজুও ইশিগুরো
41. 'The Code of Criminal Procedure, 1898 এর ১৪৫ ধারার ক্ষমতা কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায়?
- ক. গণ-উৎপাত
- খ. রাজনৈতিক অসন্তোষ
- গ. পাবলিক পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা রক্ষা
- ঘ. ভূমি বিরোধজনিত শান্তি ভঙ্গের আশঙ্কারোধ
42. ফৌজদারি মামলার কোন পর্যায়ে আসামি ‘হিসচার্জের’ আবেদন করতে পারেন?
- ক. অপরাধ আমলে নেওয়ার সময়
- খ. চার্জ গঠনের সময়
- গ. চার্জ গঠনের পরে
- ঘ. সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পরীক্ষাকালে
- ক. ৫ বছর কারাদণ্ড
- খ. ৭ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
- গ. ১৪ বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড
- ঘ. যাবজ্জীবন কারাদণ্ড
45. The Penal Code, 1860 এর কোন ধারায় প্রতারণার সংজ্ঞা দেওয়া হয়েছে?
- ক. ৪২০
- খ. ৪১৫
- গ. ৪০৬
- ঘ. ৪০৫
46. The Code of Criminal Procedure, 1898 এ নিম্নোক্ত কোন শব্দটির প্রয়োগ নেই?
- ক. Inquiry
- খ. Investigation
- গ. Re-Investigation
- ঘ. Further Investigation
47. জি. আর. মামলায় খালাসের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল না করলে সংবাদদাতার প্রতিকার হচ্ছে -
- ক. আপিল
- খ. রিভিউ
- গ. রিভিশন
- ঘ. রেফারেন্স
48. চুরি করতে গিয়ে আসামি স্বেচ্ছায় আঘাত করলে অপরাধটি হবে -
- ক. চুরি
- খ. ডাকাতি
- গ. দস্যুতা
- ঘ. বলপূর্বক আদায়