উপসর্গ

251. কোনটি উপসর্গের বিভাগ বহির্ভূত?

  • ক. সংস্কৃত
  • খ. সাধিত
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ সাধিত

বিস্তারিত

252. 'লা' কোন উপসর্গের উদাহরণ?

  • ক. হিন্দি
  • খ. ইংরেজি
  • গ. আরবি
  • ঘ. ফারসি

উত্তরঃ আরবি

বিস্তারিত

253. উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. অর্থতত্ত্বে
  • গ. রূপতত্ত্বে
  • ঘ. ধ্বনিতত্ত্বে

উত্তরঃ রূপতত্ত্বে

বিস্তারিত

254. উপসর্গ মূলত--

  • ক. অব্যয়সূচক শব্দাংশ
  • খ. সর্বনামসূচক শব্দাংশ
  • গ. বিশেষণসূচক শব্দাংশ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অব্যয়সূচক শব্দাংশ

বিস্তারিত

255. কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায়?

  • ক. কা, বি, নি, সি
  • খ. নি, সি তা, আ
  • গ. আ, সু, বি, নি
  • ঘ. তা, আ

উত্তরঃ আ, সু, বি, নি

বিস্তারিত

256. সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে 'সু' কোন উপসর্গ?

  • ক. তৎসম উপসর্গ
  • খ. সংস্কৃত
  • গ. খাঁটি বাংলা
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

257. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া - এই বাক্যে আঁকাড়াশব্দের 'আ' কোন উপসর্গ?

  • ক. বিদেশী
  • খ. সংস্কৃত
  • গ. তৎসম
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

258. হররোজ, হরকিসিম, হরহামেশা- এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. পূর্ণ অর্থে
  • খ. আধা অর্থে
  • গ. প্রত্যেক অর্থে
  • ঘ. মধ্যস্থ অর্থে

উত্তরঃ প্রত্যেক অর্থে

বিস্তারিত

259. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি?

  • ক. শব্দ গঠনে
  • খ. অব্যয় ও শব্দাংশে
  • গ. অর্থগত পার্থক্যে
  • ঘ. উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে

উত্তরঃ উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে

বিস্তারিত

260. পাতিহাঁস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের 'পাতি' উপসর্গটি কোন অর্থ প্রকাশ করছে?

  • ক. বৃহত্তর
  • খ. ক্ষুদ্র
  • গ. নিকৃষ্ট
  • ঘ. কুৎসিত

উত্তরঃ ক্ষুদ্র

বিস্তারিত

262. 'অনুসন্ধান' শব্দ কয়টি উপসর্গ সহযোগে গঠিত?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

263. তৎসম উপসর্গ কোনটি?

  • ক. ভর
  • খ. প্র
  • গ. হা
  • ঘ. লা

উত্তরঃ প্র

বিস্তারিত

264. 'বিনির্মাণ' শব্দ 'বি' উপসর্গটি কী অর্থে প্রযুক্ত হয়েছে?

  • ক. প্রসারণ
  • খ. সংকোচন
  • গ. নেতিবাচক
  • ঘ. ইতিবাচক

উত্তরঃ ইতিবাচক

বিস্তারিত

265. ’অভাব’ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি?

  • ক. অকাজ
  • খ. আবছায়া
  • গ. আলুনি
  • ঘ. নিখুঁত

উত্তরঃ আলুনি

বিস্তারিত

266. অবেলায় আমি দিলাম পাড়ি, অথৈ সাগরে" এখানে কয়টি উপসর্গ রয়েছে?

  • ক. একটি
  • খ. দুটি
  • গ. তিনটি
  • ঘ. চারটি

উত্তরঃ দুটি

বিস্তারিত

267. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

  • ক. আঠারো
  • খ. উনিশ
  • গ. বিশ
  • ঘ. একুশ

উত্তরঃ একুশ

বিস্তারিত

268. নিচের কোন শব্দে বাংলা উপসর্গ আছে?

  • ক. অপমান
  • খ. নিবৃত্তি
  • গ. আগাছা
  • ঘ. প্রতাপ

উত্তরঃ আগাছা

বিস্তারিত

269. ‘অতিশয়’ দ্যোতনা সৃষ্টি করে নিচের কোন উপসর্গ?

  • ক. পরাজয়-পরা
  • খ. প্রকোণ-প্র
  • গ. পরাবাস্তবে-পরা
  • ঘ. প্রগতি-প্র

উত্তরঃ পরাবাস্তবে-পরা

বিস্তারিত

270. বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশী উপসর্গ কতগুলো?

  • ক. ১৯টি
  • খ. ২০টি
  • গ. ২১টি
  • ঘ. অনির্ণেয়

উত্তরঃ অনির্ণেয়

বিস্তারিত

271. উপসর্গের কাজ -

  • ক. বর্ণ সংস্করণ
  • খ. যতি সংস্থাপন
  • গ. নতুন শব্দ গঠন
  • ঘ. ভাবের পার্থক্য নিরূপণ

উত্তরঃ নতুন শব্দ গঠন

বিস্তারিত

272. উপসর্গ কী?

  • ক. ভাষায় ব্যবহৃত সর্বনাম
  • খ. ভাষায় ব্যবহৃত অব্যয়
  • গ. ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
  • ঘ. ভাষায় ব্যবহৃত ক্রিয়া বাচক শব্দাংশ

উত্তরঃ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ

বিস্তারিত

273. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?

  • ক. বিপরীত
  • খ. নিকৃষ্ট
  • গ. নিকৃত
  • ঘ. অভাব

উত্তরঃ বিপরীত

বিস্তারিত

274. দেশি উপসর্গ কোনটি>

  • ক. পরিহার
  • খ. উপহার
  • গ. অকাজ
  • ঘ. লা-পাত্তা

উত্তরঃ অকাজ

বিস্তারিত

275. বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

  • ক. ১৯ টি
  • খ. ২০ টি
  • গ. ২১ টি
  • ঘ. ২৬ টি

উত্তরঃ ২১ টি

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects