উপসর্গ
226. অনুসর্গ কোথায় ব্যবহৃত হয় ?
- ক. প্রাতিপদিকের পরে
- খ. কে বা র বিভক্তিযুক্ত শব্দের পরে
- গ. ধাতুর আগে
- ঘ. ক ও খ সঠিক
উত্তরঃ ক ও খ সঠিক
228. 'শরতের পর আসে বসন্ত' -এখানে 'পর' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?
- ক. স্বল্পবিরতি অর্থে
- খ. দীর্ঘবিরতি অর্থে
- গ. পর্যন্ত অর্থে
- ঘ. পানে অর্থে
উত্তরঃ দীর্ঘবিরতি অর্থে
229. 'এ জন্মের তরে বিদায় নিলাম’ এ বাক্যে ‘তরে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. পক্ষে অর্থে
- খ. তরে অর্থে
- গ. মত অর্থে
- ঘ. পানে অর্থে
উত্তরঃ মত অর্থে
232. উপসর্গের কাজ কি?
- ক. ভাবের পার্থক্য নিরূপণ
- খ. নতুন শব্দ গঠন
- গ. সংস্করণ
- ঘ. যতি সংস্করণ
উত্তরঃ নতুন শব্দ গঠন
236. উপসর্গ প্রধানত কয় প্রকার?
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাঁচ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
239. 'বিজ্ঞান' শব্দের 'বি' উপসর্গ কি শ্রেণীর অর্থ ব্যবহার হয়েছে?
- ক. বিশেষ
- খ. অভাব
- গ. গতি
- ঘ. সাধারণ
উত্তরঃ বিশেষ
240. 'দুর্নাম' শব্দটিতে কোন শ্রেণীর উপসর্গ যুক্ত হয়েছে?
- ক. তৎসম
- খ. বিদেশী
- গ. খাঁটি বাংলা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৎসম
242. 'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. নিকৃষ্ট
- খ. বিকৃত
- গ. বিপরীত
- ঘ. দুর্নাম
উত্তরঃ নিকৃষ্ট
244. কার অর্থবাচকতা আছে, কিন্তু অর্থদ্যোতকতা নেই?
- ক. কারকের
- খ. অনুসর্গের
- গ. উপসর্গের
- ঘ. সমাসের
উত্তরঃ উপসর্গের
245. 'পৃথিবীর একটি উপগ্রহ আছে' - এখানে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ক্ষুদ্র
- খ. সদৃশ
- গ. সামীপ্য
- ঘ. বিশেষ
উত্তরঃ ক্ষুদ্র
246. অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে---
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. ইংরেজি উপসর্গ
- ঘ. হিন্দি উপসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
248. এতদিন কোথায় নিখোঁজ ছিলেন? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয়?
- ক. তৎসম
- খ. বিদেশী
- গ. খাঁটি বাংলা
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
249. অজপুকুর, অজপাড়াগাঁ- এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ আছে?
- ক. আজ উপসর্গ
- খ. অষা উপসর্গ
- গ. অজ উপসর্গ
- ঘ. আন উপসর্গ
উত্তরঃ অজ উপসর্গ
250. 'দুর্ভাগা' শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. ভাল
- খ. মন্দ
- গ. সুখ
- ঘ. কষ্ট
উত্তরঃ মন্দ