উপসর্গ
157. অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে -
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. ইংরেজি উপসর্গ
- ঘ. হিন্দি উপসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
158. বাংলা উপসর্গ মোট কয়ভাগে বিভক্ত ?
- ক. দু ভাগে
- খ. পাঁচ ভাগে
- গ. তিন ভাগে
- ঘ. ছয় ভাগে
উত্তরঃ তিন ভাগে
159. এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?
- ক. তৎসম
- খ. খাঁটি বাংলা
- গ. বিদেশী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
160. অজপুকুর, অজপাড়াগাঁ, এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ রয়েছে ?
- ক. আজ উপসর্গ
- খ. অযা উপসর্গ
- গ. অজ উপসর্গ
- ঘ. আন উপসর্গ
উত্তরঃ অজ উপসর্গ
161. 'দুর্ভাগা' শব্দটি দুর উপসর্গ যোগে গঠিত কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ভালো
- খ. মন্দ
- গ. সুখ
- ঘ. কষ্ট
উত্তরঃ মন্দ
164. উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
- ক. বাক্যতত্ত্বে
- খ. অর্থতত্ত্ব
- গ. রূপাতত্ত্ব
- ঘ. ধ্বনিতত্ত্ব
উত্তরঃ রূপাতত্ত্ব
165. উপসর্গ মূলত -
- ক. অব্যয়সূচক শব্দাংশ
- খ. সর্বনামসূচক শব্দাংশ
- গ. বিশেষণমূলক শব্দাংশ
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ অব্যয়সূচক শব্দাংশ
166. কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় ?
- ক. কা, বি, নি, সি
- খ. নি, সি, তা, আ
- গ. আ, সু, বি, নি
- ঘ. তা, আ
উত্তরঃ আ, সু, বি, নি
167. সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে 'সু' কোন উপসর্গ ?
- ক. তৎসম উপসর্গ
- খ. খাঁটি বাংলা
- গ. সংস্কৃত
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ খাঁটি বাংলা
168. পরীক্ষা শব্দে 'পরি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. সম্যকরূপে
- খ. বিশেষ রূপে
- গ. শেষ অর্থে
- ঘ. পৌনঃপুন্য
উত্তরঃ সম্যকরূপে
170. বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ?
- ক. আরবি
- খ. স্প্যানিশ
- গ. ফারসি
- ঘ. ল্যাটিন
উত্তরঃ ফারসি
172. আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে বাক্যে অবেলা শব্দের কোন উপসর্গ ?
- ক. খাঁটি বাংলা
- খ. বিদেশী
- গ. সংস্কৃত
- ঘ. তৎসম
উত্তরঃ খাঁটি বাংলা
173. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া - এই বাক্যে আঁকড়া শব্দের 'আ' কোন উপসর্গ ?
- ক. বিদেশী
- খ. সংস্কৃত
- গ. তৎসম
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ খাঁটি বাংলা
174. হররোজ, হরকিসিম, হরহামেশা - এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. পূর্ণ অর্থে
- খ. আধা অর্থে
- গ. প্রত্যেক অর্থে
- ঘ. মধ্যস্থ অর্থে
উত্তরঃ প্রত্যেক অর্থে