উপসর্গ

151. উপসর্গ যুক্ত হয় কৃদন্ত বা নাম শব্দের -

  • ক. পূর্বে
  • খ. মধ্যে
  • গ. পরে
  • ঘ. পূর্বে ও পরে

উত্তরঃ পূর্বে

বিস্তারিত

152. কোনটি ফারসি উপসর্গ ?

  • ক. কার
  • খ. কাম
  • গ. হয়
  • ঘ. হাফ

উত্তরঃ কার

বিস্তারিত

153. কোনটি আরবি উপসর্গ ?

  • ক. নিম
  • খ. বাজে
  • গ. পরা
  • ঘ. সম

উত্তরঃ বাজে

বিস্তারিত

154. কোনটি খাঁটি বাংলা উপসর্গ ?

  • ক. ভর
  • খ. পরা
  • গ. দুর
  • ঘ. উৎ

উত্তরঃ ভর

বিস্তারিত

155. কোনটি সংস্কৃত উপসর্গ ?

  • ক. আড়
  • খ. অজ
  • গ. কদ
  • ঘ. পরা

উত্তরঃ পরা

বিস্তারিত

156. কোনটি ইংরেজি উপসর্গ ?

  • ক. সাব
  • খ. কার
  • গ. অব
  • ঘ. আব

উত্তরঃ সাব

বিস্তারিত

157. অধিকার শব্দে অধি উপসর্গটি হচ্ছে -

  • ক. খাঁটি বাংলা উপসর্গ
  • খ. তৎসম উপসর্গ
  • গ. ইংরেজি উপসর্গ
  • ঘ. হিন্দি উপসর্গ

উত্তরঃ তৎসম উপসর্গ

বিস্তারিত

158. বাংলা উপসর্গ মোট কয়ভাগে বিভক্ত ?

  • ক. দু ভাগে
  • খ. পাঁচ ভাগে
  • গ. তিন ভাগে
  • ঘ. ছয় ভাগে

উত্তরঃ তিন ভাগে

বিস্তারিত

159. এতদিন কোথায় নিখোঁজ ছিলেন ? এ বাক্যে নিখোঁজ উপসর্গটি কোন জাতীয় ?

  • ক. তৎসম
  • খ. খাঁটি বাংলা
  • গ. বিদেশী
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

160. অজপুকুর, অজপাড়াগাঁ, এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ রয়েছে ?

  • ক. আজ উপসর্গ
  • খ. অযা উপসর্গ
  • গ. অজ উপসর্গ
  • ঘ. আন উপসর্গ

উত্তরঃ অজ উপসর্গ

বিস্তারিত

162. কোনটি উপসর্গের বিভাগ বর্হিভূত ?

  • ক. সংস্কৃত
  • খ. সাধিত
  • গ. দেশী
  • ঘ. বিদেশী

উত্তরঃ সাধিত

বিস্তারিত

163. 'লা' কোন উপসর্গের উদাহরণ ?

  • ক. হিন্দি
  • খ. ইংরেজি
  • গ. আরবি
  • ঘ. ফারসি

উত্তরঃ আরবি

বিস্তারিত

164. উপসর্গ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?

  • ক. বাক্যতত্ত্বে
  • খ. অর্থতত্ত্ব
  • গ. রূপাতত্ত্ব
  • ঘ. ধ্বনিতত্ত্ব

উত্তরঃ রূপাতত্ত্ব

বিস্তারিত

165. উপসর্গ মূলত -

  • ক. অব্যয়সূচক শব্দাংশ
  • খ. সর্বনামসূচক শব্দাংশ
  • গ. বিশেষণমূলক শব্দাংশ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ অব্যয়সূচক শব্দাংশ

বিস্তারিত

166. কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় শব্দে পাওয়া যায় ?

  • ক. কা, বি, নি, সি
  • খ. নি, সি, তা, আ
  • গ. আ, সু, বি, নি
  • ঘ. তা, আ

উত্তরঃ আ, সু, বি, নি

বিস্তারিত

167. সুনজর, সুখবর, সুদিন এ শব্দগুলোতে 'সু' কোন উপসর্গ ?

  • ক. তৎসম উপসর্গ
  • খ. খাঁটি বাংলা
  • গ. সংস্কৃত
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

168. পরীক্ষা শব্দে 'পরি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. সম্যকরূপে
  • খ. বিশেষ রূপে
  • গ. শেষ অর্থে
  • ঘ. পৌনঃপুন্য

উত্তরঃ সম্যকরূপে

বিস্তারিত

169. আদান, আগমন শব্দে 'আ' কোন উপসর্গ ?

  • ক. বাংলা
  • খ. তৎসম
  • গ. অর্ধতৎসম
  • ঘ. তদ্ভব

উত্তরঃ তৎসম

বিস্তারিত

170. বে, নিম, ফি, বদ, বর, -ইত্যাদী কোন ভাষার উপসর্গ ?

  • ক. আরবি
  • খ. স্প্যানিশ
  • গ. ফারসি
  • ঘ. ল্যাটিন

উত্তরঃ ফারসি

বিস্তারিত

171. আম, খাস, লা, খর - কোন ভাষার উপসর্গ ?

  • ক. ফারসি
  • খ. আরবি
  • গ. হিন্দি
  • ঘ. ল্যাটিন

উত্তরঃ আরবি

বিস্তারিত

172. আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে বাক্যে অবেলা শব্দের কোন উপসর্গ ?

  • ক. খাঁটি বাংলা
  • খ. বিদেশী
  • গ. সংস্কৃত
  • ঘ. তৎসম

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

173. ভিক্ষার চাল কাঁড়া আর আঁকড়া - এই বাক্যে আঁকড়া শব্দের 'আ' কোন উপসর্গ ?

  • ক. বিদেশী
  • খ. সংস্কৃত
  • গ. তৎসম
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ খাঁটি বাংলা

বিস্তারিত

174. হররোজ, হরকিসিম, হরহামেশা - এর হর কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. পূর্ণ অর্থে
  • খ. আধা অর্থে
  • গ. প্রত্যেক অর্থে
  • ঘ. মধ্যস্থ অর্থে

উত্তরঃ প্রত্যেক অর্থে

বিস্তারিত

175. হর কোন উপসর্গ ?

  • ক. আরবি
  • খ. হিন্দি
  • গ. উর্দু
  • ঘ. খ ও গ

উত্তরঃ খ ও গ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects