উপসর্গ
176. উনা ভাতে দুলা বল, বাক্যের উনা উপসর্গের অর্থ দ্যোতকতা কি ?
- ক. বেশী
- খ. কম
- গ. দ্বিগুণ
- ঘ. অর্ধেক
উত্তরঃ কম
177. সুকাজ শব্দটির 'সু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. হিন্দি
- খ. তৎসম
- গ. আরবি
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ তৎসম
178. সুনিপুণ শব্দে 'সু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. আতিশয্য
- খ. বিশেষ্য
- গ. অতিশয়
- ঘ. নিশ্চয়
উত্তরঃ অতিশয়
181. নিখুঁত শব্দটির 'নি' উপসর্গটি কোন প্রকার ?
- ক. অর্ধতৎসম
- খ. বিদেশী
- গ. সংস্কৃত
- ঘ. খাঁটি বাংলা
উত্তরঃ অর্ধতৎসম
182. উপসর্গ সবসময় শব্দের কোথায় বসে ?
- ক. শব্দের মাঝে
- খ. শব্দের আগে
- গ. শব্দের শেষে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ শব্দের আগে
183. নিচের কোন উপসর্গগুলো খাঁটি বাংলা ও তৎসম উভয় উপসর্গ পাওয়া যায় ?
- ক. সু বি নি
- খ. সু সম অপ
- গ. সু সা আন
- ঘ. সু কু অ
উত্তরঃ সু বি নি
184. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি ?
- ক. শব্দ গঠনে
- খ. অব্যয় ও শব্দাংশে
- গ. অর্থগত পার্থক্যে
- ঘ. উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে
উত্তরঃ উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে
185. পরি, প্রতি, প্র প্রভৃতি কোন প্রকার উপসর্গের উদাহরণ ?
- ক. খাঁটি বাংলা উপসর্গ
- খ. তৎসম উপসর্গ
- গ. বিদেশী
- ঘ. অনুসর্গ
উত্তরঃ তৎসম উপসর্গ
186. গর, দর, হর, প্রভৃতি কোন ধরনের উপসর্গ ?
- ক. সংস্কৃত উপসর্গ
- খ. খাঁটি বাংলা উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. বিদেশী উপসর্গ
উত্তরঃ বিদেশী উপসর্গ
190. অপমান ও অপবাদ শব্দ দুটি 'অপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
- ক. নিকৃষ্ট
- খ. বিপরীত
- গ. নিশ্চয়
- ঘ. প্রতিকূল
উত্তরঃ বিপরীত
191. অকেজো, অচেনা, প্রভৃতি শব্দের 'অ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. নিতান্ত (মন্দ)
- খ. নিন্দিত
- গ. অশুভ
- ঘ. ক্রমাগত
উত্তরঃ নিন্দিত
192. কু-অভ্যাস, কু-কথা, প্রভৃতি শব্দের 'কু' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. কুৎসিত
- খ. নিন্দিত
- গ. অশুভ
- ঘ. নিকৃষ্ট
উত্তরঃ কুৎসিত
193. নিখুঁত, নিখোঁজ প্রভৃতি শব্দের 'নি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?
- ক. উওম
- খ. পূর্ণতা
- গ. নাই
- ঘ. উৎকৃষ্ট
উত্তরঃ নাই
194. পাতিহাস, পাতিশিয়াল প্রভৃতি শব্দের 'পাতি' উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে ?
- ক. বৃহওর
- খ. ক্ষুদ্র
- গ. নিকৃষ্ট
- ঘ. কুৎসিত
উত্তরঃ ক্ষুদ্র
195. কারখানা, কারসাজি, কারচুপি প্রভৃতি শব্দের 'কার' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. স্থান
- খ. অধীন
- গ. সহিত
- ঘ. কাজ
উত্তরঃ কাজ
196. নিমরাজি, ফিরোজ শব্দ দুটির নিম ও ফি উপসর্গ দুটি বাংলা ভাষায় এসেছে কোন ভাষা থেকে ?
- ক. ফারসি
- খ. আরবি
- গ. উর্দু
- ঘ. হিন্দি
উত্তরঃ ফারসি
197. নিচের কোন শব্দে বিদেশী উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
- ক. আনকোরা
- খ. সাজিয়া
- গ. গরমিল
- ঘ. অবসান
উত্তরঃ গরমিল
198. বর, বদ ও বাজে কোন শ্রেণীর উপসর্গ ব্যবহৃত হয়েছে ?
- ক. বিদেশী
- খ. খাঁটি বাংলা
- গ. তৎসম
- ঘ. আরবি
উত্তরঃ বিদেশী
199. অনাচার ও অনাদর শব্দ দুটি কোন উপসর্গযোগে গঠিত ?
- ক. বিদেশী উপসর্গ
- খ. খাঁটি বাংলা উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. ফারসি উপসর্গ
উত্তরঃ খাঁটি বাংলা উপসর্গ
200. খাসমহল, লাপাত্তা, বাজে কথা প্রভৃতি শব্দগুলো কোন উপসর্গ যোগে গঠিত ?
- ক. ফারসি উপসর্গ
- খ. খাঁটি বাংলা উপসর্গ
- গ. তৎসম উপসর্গ
- ঘ. আরবি উপসর্গ
উত্তরঃ আরবি উপসর্গ