উপসর্গ

201. উনুসর্গ কোন পদ ?

  • ক. বিশেষ্য
  • খ. বিশেষণ
  • গ. অব্যয়
  • ঘ. সর্বনাম

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

202. বিনে, হেতু, ব্যতীত প্রভৃতি কিসের উদাহরণ ?

  • ক. অনুসর্গ
  • খ. উপসর্গ
  • গ. প্রত্যয়
  • ঘ. কারক

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

203. নিচের কোনটি বিভক্তিসূচক অনুসর্গের উদাহরণ ?

  • ক. দ্বারা
  • খ. পর্যন্ত
  • গ. পণ্য
  • ঘ. ব্যতীত

উত্তরঃ দ্বারা

বিস্তারিত

204. 'বিজ্ঞান' শব্দে 'বি' উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. বিশেষ
  • খ. অভাব
  • গ. গতি
  • ঘ. সাধারণ

উত্তরঃ বিশেষ

বিস্তারিত

205. নিচের কোনটি উপসর্গ নয় ?

  • ক. প্রতি
  • খ. আনি
  • গ. অপি
  • ঘ. নি

উত্তরঃ আনি

বিস্তারিত

206. উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি ?

  • ক. পরিপূর্ণ
  • খ. অকাজ
  • গ. অঝোর
  • ঘ. আবছায়া

উত্তরঃ অকাজ

বিস্তারিত

207. 'প্রভাব' শব্দের উপসর্গটি কোন শ্রেণীর ?

  • ক. বাংলা
  • খ. আরবি
  • গ. সংস্কৃত
  • ঘ. ফারসি

উত্তরঃ সংস্কৃত

বিস্তারিত

208. 'অনু' উপসর্গযুক্ত 'অনুগামী' শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. বাহির
  • খ. পশ্চাৎ
  • গ. সাদৃশ্য
  • ঘ. সাথে

উত্তরঃ পশ্চাৎ

বিস্তারিত

209. 'ইতিকথা' এর 'ইতি' উপসর্গটি কি অর্থে ব্যবহৃত ?

  • ক. পূর্ব
  • খ. বিশিষ্ট
  • গ. অস্পষ্ট
  • ঘ. নিন্দা

উত্তরঃ বিশিষ্ট

বিস্তারিত

210. অনুসর্গ কোথায় বসে ?

  • ক. শব্দের পূর্বে
  • খ. শব্দের মধ্যে
  • গ. শব্দের পরে
  • ঘ. বাক্যের শেষে

উত্তরঃ শব্দের পরে

বিস্তারিত

211. অনুসর্গ কি ?

  • ক. শব্দ - বিভক্তি
  • খ. উপসর্গ
  • গ. ক্রিয়া- বিভক্তি
  • ঘ. অব্যয়

উত্তরঃ অব্যয়

বিস্তারিত

212. 'শরতের পর আসে বসন্ত' -এখানে 'পর' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?

  • ক. দীর্ঘবিরতি
  • খ. বিরতি
  • গ. অল্পবিরতি
  • ঘ. প্রসঙ্গ

উত্তরঃ দীর্ঘবিরতি

বিস্তারিত

213. 'কি হেতু এসেছে কহ বিস্তারিয়া' এখানে 'হেতু' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে ?

  • ক. ব্যাপার
  • খ. প্রার্থনা
  • গ. নিমিত্ত
  • ঘ. প্রসঙ্গ

উত্তরঃ নিমিত্ত

বিস্তারিত

214. 'এ দেশের মাঝে একদিন সব ছিল' এখানে 'মাঝে' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. সর্বত্র
  • খ. একদেশিক
  • গ. মধ্যে
  • ঘ. ব্যাপ্তি

উত্তরঃ একদেশিক

বিস্তারিত

216. 'দংশনক্ষত শোন বিহঙ্গ বুঝে ভুজঙ্গ সনে' এখানে 'সনে' অনুসর্গটি কি অর্থ প্রকাশ করছে ?

  • ক. বিরুদ্ধগামিতা
  • খ. প্রতি
  • গ. সঙ্গে
  • ঘ. হেতু

উত্তরঃ বিরুদ্ধগামিতা

বিস্তারিত

217. 'বিনে স্বদেশী ভাষা পুরে কি আশা' এখানে 'বিনে' কি অর্থ প্রকাশ করছে ?

  • ক. সঙ্গে
  • খ. প্রয়োজনে
  • গ. ব্যতিরেকে
  • ঘ. আবশ্যিকতা

উত্তরঃ ব্যতিরেকে

বিস্তারিত

218. 'আছ তুমি প্রভু জগৎ মাঝারে' এখানে 'মাঝারে' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. বাইরে
  • খ. মধ্যে
  • গ. ব্যাপ্তি
  • ঘ. সঙ্গে

উত্তরঃ ব্যাপ্তি

বিস্তারিত

219. অনুসর্গ কি করে ?

  • ক. বিভক্তির কাজ করে
  • খ. শব্দের অর্থের পরিবর্তন করে
  • গ. শব্দের অর্থ স্পষ্ট করে
  • ঘ. বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

উত্তরঃ বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে

বিস্তারিত

220. 'সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু' - এ বাক্যে কোনটি অনুসর্গবাচক শব্দ ?

  • ক. সুখের
  • খ. লাগিয়া
  • গ. ঘর
  • ঘ. বাঁধিনু

উত্তরঃ লাগিয়া

বিস্তারিত

221. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে ? এ বাক্যে কোনটি অনুসর্গ ?

  • ক. দুঃখ
  • খ. বিনা
  • গ. সুখ লাভ
  • ঘ. মহীতে

উত্তরঃ বিনা

বিস্তারিত

222. কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ ?

  • ক. প্রথমা ও দ্বিতীয়া
  • খ. দ্বিতীয়া ও চতুর্থী
  • গ. তৃতীয়া ও পঞ্চমী
  • ঘ. ষষ্ঠী ও সপ্তমী

উত্তরঃ তৃতীয়া ও পঞ্চমী

বিস্তারিত

223. অনুসর্গের কাজ কি ?

  • ক. বিভক্তিরূপে বসে পদের অর্থ সুস্পষ্ট করা
  • খ. স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়ে বিশেষ অর্থ প্রকাশ করা
  • গ. পদের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করা
  • ঘ. ক ও খ

উত্তরঃ বিভক্তিরূপে বসে পদের অর্থ সুস্পষ্ট করা

বিস্তারিত

224. 'শত্রুর সহিত সন্ধি চাইনা' এ বাক্যে 'সহিত' অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ?

  • ক. সমসূত্রে অর্থে
  • খ. সনে অর্থে
  • গ. সঙ্গে অর্থে
  • ঘ. সহ অর্থে

উত্তরঃ সমসূত্রে অর্থে

বিস্তারিত

225. শব্দ বিভক্তির মতো বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে কোনটি ?

  • ক. প্রকৃতি
  • খ. অনুসর্গ
  • গ. প্রত্যয়
  • ঘ. বিভক্তি

উত্তরঃ অনুসর্গ

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects