উপসর্গ
131. ‘অনু’ উপসর্গযুক্ত ‘অনুগামী’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. বাহির
- খ. পশ্চাৎ
- গ. সাদৃশ্য
- ঘ. সাথে
উত্তরঃ পশ্চাৎ
136. কোন শব্দ গঠনে উপসর্গ ব্যবহৃত হয়েছে?
- ক. পরাকাষ্ঠা
- খ. অভিব্যক্তি
- গ. পরিশ্রান্ত
- ঘ. অনাবৃষ্টি
উত্তরঃ অনাবৃষ্টি
138. "নিজস্ব কোন অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে" --কোনটির?
- ক. অনুসর্গের
- খ. বিভক্তির
- গ. উপসর্গের
- ঘ. পদাশ্রি অব্যয়ের
উত্তরঃ উপসর্গের
143. উপসর্গ প্রধানত কয় প্রকার ?
- ক. তিন প্রকার
- খ. চার প্রকার
- গ. পাঁচ প্রকার
- ঘ. ছয় প্রকার
উত্তরঃ তিন প্রকার
144. 'দূর্নাম' শব্দটিতে কোন শ্রেণীর উপসর্গ যুক্ত হয়েছে ?
- ক. তৎসম
- খ. খাঁটি বাংলা
- গ. বিদেশী
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ তৎসম
145. 'অপ' উপসর্গটি 'অপকর্ম' শব্দে কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. নিকৃষ্ট
- খ. বিকৃত
- গ. বিপরীত
- ঘ. দূর্নাম
উত্তরঃ নিকৃষ্ট
148. কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
- ক. কারকের
- খ. অনুসর্গের
- গ. উপসর্গের
- ঘ. সমাসের
উত্তরঃ উপসর্গের
149. 'পৃথিবীর একটি উপগ্রহ আছে ' - এখানে 'উপ' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. ক্ষুদ্র
- খ. সদৃশ
- গ. সামীপ্য
- ঘ. বিশেষ
উত্তরঃ ক্ষুদ্র
There are no comments yet.