উপসর্গ

51. কোনটি খাঁটি বাংলা উপসর্গ?

  • ক. অব
  • খ. অতি
  • গ. ইতি
  • ঘ. পরি

উত্তরঃ ইতি

বিস্তারিত

52. বিদেশী উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?

  • ক. অবহেলা
  • খ. নিমরাজি
  • গ. নিখুঁত
  • ঘ. আনমনা

উত্তরঃ নিমরাজি

বিস্তারিত

53. অর্থবাচকতা নাই -

  • ক. কারকের
  • খ. উপসর্গের
  • গ. অনুসর্গের
  • ঘ. ধাতুর

উত্তরঃ উপসর্গের

বিস্তারিত

54. বিদেশি উপসর্গ দিয়ে গঠিত শব্দ কোনটি?

  • ক. বেকার
  • খ. বিকার
  • গ. নিদাঘ
  • ঘ. নিবার

উত্তরঃ বেকার

বিস্তারিত

55. খাঁটি বাংলা উপসর্গ কয়টি?

  • ক. ২০টি
  • খ. ২১টি
  • গ. ২২টি
  • ঘ. ২৫টি

উত্তরঃ ২১টি

বিস্তারিত

57. নিম্নের কোনটি শব্দের আগে বসে?

  • ক. অনুসর্গ
  • খ. উপসর্গ
  • গ. বিভক্তি
  • ঘ. প্রত্যয়

উত্তরঃ উপসর্গ

বিস্তারিত

58. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ---

  • ক. অব্যয় ও শব্দাংশ
  • খ. নতুন শব্দ গঠন
  • গ. ভিন্ন অর্থ প্রকাশ
  • ঘ. উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে

উত্তরঃ উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে

বিস্তারিত

59. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে?

  • ক. উনিশ
  • খ. কুড়ি
  • গ. একুশ
  • ঘ. বাইশ

উত্তরঃ একুশ

বিস্তারিত

60. খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি?

  • ক. অ
  • খ. অঘা
  • গ. অভি
  • ঘ. পাতি

উত্তরঃ অভি

বিস্তারিত

61. ‘অজমূখর্ভ’ শব্দের অজ কোন জাতের উপসর্গ?

  • ক. আরবি
  • খ. বাংলা
  • গ. সংস্কৃত
  • ঘ. ইংরেজি

উত্তরঃ বাংলা

বিস্তারিত

62. খাঁটি বাংলা উপসর্গ যোগে সৃষ্ট পদ-

  • ক. আঁকড়া
  • খ. অবেলা
  • গ. অপমান
  • ঘ. অতিশয়

উত্তরঃ অবেলা

বিস্তারিত

63. নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?

  • ক. পরিহার
  • খ. হাভাতে
  • গ. উৎকর্ষ
  • ঘ. বেশরম

উত্তরঃ হাভাতে

বিস্তারিত

64. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

  • ক. নেতিবাচক
  • খ. বিয়োগান্তক
  • গ. নঞর্তক
  • ঘ. অজানা

উত্তরঃ নঞর্তক

বিস্তারিত

66. নিচের কোনটি তৎসম উপর্সগ?

  • ক. প্র
  • খ. গর
  • গ. বে
  • ঘ. লা

উত্তরঃ প্র

বিস্তারিত

67. প্র, পরা, অপ-

  • ক. বাংলা উপসর্গ
  • খ. সংস্কৃত উপসর্গ
  • গ. বিদেশী উপসর্গ
  • ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়

উত্তরঃ সংস্কৃত উপসর্গ

বিস্তারিত

68. কোনটি উপসর্গ নয়?

  • ক. প্র
  • খ. পরা
  • গ. পরি
  • ঘ. আমি

উত্তরঃ আমি

বিস্তারিত

69. ‘পরাজয়ের’--এ শব্দটিতে কোনটি উপসর্গ

  • ক. জয়
  • খ. পরা
  • গ. এর
  • ঘ. জয়ের

উত্তরঃ পরা

বিস্তারিত

70. ‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?

  • ক. নিম্নে
  • খ. অল্পতা
  • গ. প্রতিকুল
  • ঘ. সম্যকভাবে

উত্তরঃ অল্পতা

বিস্তারিত

71. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

  • ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্তে ব্যবহৃত হয়েছে
  • খ. শব্দ দুটিতে উপসগয়টি একই অর্থে ব্যবহৃত হয়েছে
  • গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
  • ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক

উত্তরঃ দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

বিস্তারিত

72. বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. অভাব
  • খ. সাধারণ
  • গ. বিশেষ
  • ঘ. গতি

উত্তরঃ বিশেষ

বিস্তারিত

73. ‘অমর’-এর ‘অ’ কোন অর্থ প্রকাশক?

  • ক. অবিশ্রান্ত
  • খ. অক্লান্ত
  • গ. অভাব
  • ঘ. অমিল

উত্তরঃ অবিশ্রান্ত

বিস্তারিত

74. ‘আকাঠ’-এর ‘আ’ কোন অর্থ প্রকাশক?

  • ক. নিন্দিত
  • খ. মন্দ
  • গ. বিশিষ্ট
  • ঘ. বক্স

উত্তরঃ মন্দ

বিস্তারিত

75. ‘আড়চোখ’-এর ‘আড়’ কি অর্থ প্রদান করে?

  • ক. বড়
  • খ. বিশিষ্ট
  • গ. নিন্দিত
  • ঘ. অস্পষ্ট

উত্তরঃ নিন্দিত

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects