উপসর্গ
56. যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন অর্থের সৃষ্টি করে, তাদের বলে-
- ক. উপসর্গ
- খ. কারক
- গ. অনুসর্গ
- ঘ. প্রত্যয়
উত্তরঃ উপসর্গ
58. উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য ---
- ক. অব্যয় ও শব্দাংশ
- খ. নতুন শব্দ গঠন
- গ. ভিন্ন অর্থ প্রকাশ
- ঘ. উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে
উত্তরঃ উপসর্গ সামনে, প্রত্যয় থাকে পিছনে
63. নিম্নের কোন শব্দটিতে বাংলা উপসর্গের প্রয়োগ ঘটেছে?
- ক. পরিহার
- খ. হাভাতে
- গ. উৎকর্ষ
- ঘ. বেশরম
উত্তরঃ হাভাতে
64. ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?
- ক. নেতিবাচক
- খ. বিয়োগান্তক
- গ. নঞর্তক
- ঘ. অজানা
উত্তরঃ নঞর্তক
67. প্র, পরা, অপ-
- ক. বাংলা উপসর্গ
- খ. সংস্কৃত উপসর্গ
- গ. বিদেশী উপসর্গ
- ঘ. উপসর্গ স্থানীয় অব্যয়
উত্তরঃ সংস্কৃত উপসর্গ
70. ‘অবশেষে’ শব্দটির ‘অব’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত?
- ক. নিম্নে
- খ. অল্পতা
- গ. প্রতিকুল
- ঘ. সম্যকভাবে
উত্তরঃ অল্পতা
71. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?
- ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামোটি একই অর্তে ব্যবহৃত হয়েছে
- খ. শব্দ দুটিতে উপসগয়টি একই অর্থে ব্যবহৃত হয়েছে
- গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
- ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাতবিচারে ভিন্ন হলেও আসলে এক
উত্তরঃ দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
72. বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. অভাব
- খ. সাধারণ
- গ. বিশেষ
- ঘ. গতি
উত্তরঃ বিশেষ
There are no comments yet.