উপসর্গ

101. ‘দর’ কোন শ্রেণীর উপসর্গ?

  • ক. ইংরেজি
  • খ. বিদেশী
  • গ. তৎসম
  • ঘ. খাঁটি বাংলা

উত্তরঃ বিদেশী

বিস্তারিত

102. নিচের কোনটিতে উপসর্গ ব্যবহৃত হয়নি?

  • ক. সুগম
  • খ. লবণ
  • গ. নিখুঁত
  • ঘ. সুখবর

উত্তরঃ লবণ

বিস্তারিত

103. কোন দু’টি বিদেশী উপসর্গ?

  • ক. নিম, গর
  • খ. আন, ইতি
  • গ. প্র, পরা
  • ঘ. লা, ইতি

উত্তরঃ নিম, গর

বিস্তারিত

104. ‘পরি’ উপসর্গ যোগে গঠিত ‘পরিসীমা’ শব্দের অর্থ নিচের কোনটি সঠিক নয়?

  • ক. চতুর্দিক
  • খ. গণ্ডিবদ্ধ
  • গ. সম্যকরূপে
  • ঘ. শেষ

উত্তরঃ শেষ

বিস্তারিত

105. ‘সেতার’-এর ‘সে’ কোন অর্থ দ্যোতনা করে?

  • ক. তার
  • খ. তিন
  • গ. প্রত্যেক
  • ঘ. সকল

উত্তরঃ তিন

বিস্তারিত

106. ‘বাজে কথা’-এর ‘বাজে’ উপসর্গটি কি অর্থ দেয়?

  • ক. তুচ্ছার্থ
  • খ. সীমার অতিরিক্ত
  • গ. প্রত্যেক
  • ঘ. নিন্দার্থে

উত্তরঃ তুচ্ছার্থ

বিস্তারিত

107. নিচের কোনটিতে খাঁটি বাংলা উপসর্গ আছে?

  • ক. অনু, নির, দুর
  • খ. আন, আব, ইতি
  • গ. পরা,সু, হা
  • ঘ. অপি, অতি, আ

উত্তরঃ আন, আব, ইতি

বিস্তারিত

108. বিভুঁই, বিফল, বিপথ-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?

  • ক. অ উপসর্গ
  • খ. বি উপসর্গ
  • গ. ব উপসর্গ
  • ঘ. বে উপসর্গ

উত্তরঃ বি উপসর্গ

বিস্তারিত

109. ‘অপ’ উপসর্গটি ‘অপকর্ম’ শব্দে কোন্ অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. নিকৃষ্ট
  • খ. বিকৃত
  • গ. বিপরীত
  • ঘ. দুর্নাম

উত্তরঃ নিকৃষ্ট

বিস্তারিত

110. ‘খোশগল্প’-এর ‘খোশ’ কোন ভাষার উপসর্গ?

  • ক. ফারসি
  • খ. আরবি
  • গ. হিন্দি
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ ফারসি

বিস্তারিত

111. ‘হাভাতে’ শব্দের অর্থ কি?

  • ক. পেটুক
  • খ. দরিদ্র
  • গ. কঞ্জুস
  • ঘ. ভাতের অভাব

উত্তরঃ ভাতের অভাব

বিস্তারিত

112. ‘আধোয়া’ শব্দের ‘আ’-এর অর্থ কি?

  • ক. মন্দ
  • খ. পর্যন্ত
  • গ. অভাব
  • ঘ. বিশিষ্ট

উত্তরঃ অভাব

বিস্তারিত

113. ‘হররোজ’-এর ‘হর’ উপসর্গটি কি অর্থজ্ঞাপক?

  • ক. প্রত্যেক
  • খ. পানি
  • গ. দান
  • ঘ. আলো

উত্তরঃ প্রত্যেক

বিস্তারিত

114. ‘আবছায়া’, ‘আবডাল’-এ শব্দগুলোতে নিচের কোন উপসর্গটির প্রয়োগ ঘটেছে?

  • ক. আ উপসর্গ
  • খ. আব উপসর্গ
  • গ. অ উপসর্গ
  • ঘ. কোনটিই নয়

উত্তরঃ আব উপসর্গ

বিস্তারিত

115. কোন উপসর্গগুলো বাংলা ও সংস্কৃত উপসর্গে বিদ্যমান?

  • ক. প্র, পরা, নি
  • খ. আ, নি, অব
  • গ. অগ, অজ, বি
  • ঘ. সু, বি, নি

উত্তরঃ সু, বি, নি

বিস্তারিত

116. ‘দুর্নাম’ শব্দটি কোন উপসর্গযুক্ত?

  • ক. তৎসম
  • খ. খাঁটি বাংলা
  • গ. বিদেশী
  • ঘ. দেশী

উত্তরঃ তৎসম

বিস্তারিত

117. ‘আম’ কোন ভাষার উপসর্গ?

  • ক. আরবি
  • খ. ফারসি
  • গ. বাংলা
  • ঘ. সংস্কৃত

উত্তরঃ আরবি

বিস্তারিত

118. ‘আজীবন’ শব্দের ‘আ’-এর অর্থ কি?

  • ক. প্রতি
  • খ. পর্যন্ত
  • গ. অভাব
  • ঘ. বিশিষ্ট

উত্তরঃ পর্যন্ত

বিস্তারিত

119. ‘সুতীক্ষ্ম’ শব্দের ‘সু’ কোন প্রকার উপসর্গ?

  • ক. ফারসি উপসর্গ
  • খ. আরবি উপসর্গ
  • গ. তৎসম উপসর্গ
  • ঘ. অর্ধ-তৎসম উপসর্গ

উত্তরঃ তৎসম উপসর্গ

বিস্তারিত

120. ‘আনচান’, ‘আনমনা’ শব্দগুলোতে কোন উপসর্গ ব্যবহৃত হয়েছে?

  • ক. আন উপসর্গ
  • খ. অনা উপসর্গ
  • গ. অ উপসর্গ
  • ঘ. আ উপসর্গ

উত্তরঃ আন উপসর্গ

বিস্তারিত

121. ‘সুনজর’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?

  • ক. পর্তুগীজ উপসর্গ
  • খ. আরবি উপসর্গ
  • গ. তৎসম উপসর্গ
  • ঘ. বাংলা উপসর্গ

উত্তরঃ বাংলা উপসর্গ

বিস্তারিত

123. উপসর্গ যোগে গঠিত শব্দের অর্থের সংক্ষেপণ কোনটি?

  • ক. পরিপূর্ণ
  • খ. অকাজ
  • গ. অঝোর
  • ঘ. আবছায়া

উত্তরঃ অকাজ

বিস্তারিত

124. ‘অথৈ’ শব্দে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. রাগ
  • খ. সীমাহীন
  • গ. নিন্দা
  • ঘ. অভাব

উত্তরঃ সীমাহীন

বিস্তারিত

125. কোনগুলো খাঁটি বাংলা উপসর্গ?

  • ক. পরা, অপ
  • খ. সু, হা
  • গ. উপ, অতি
  • ঘ. আম, ফুল

উত্তরঃ সু, হা

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects