নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন
26. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো-
- ক. স্বাধীনতা
- খ. ক্ষমতা
- গ. কর্মদক্ষতা
- ঘ. জনকল্যাণ
উত্তরঃ জনকল্যাণ
27. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
- ক. অর্থনৈতিক উন্নয়ন
- খ. অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন
- গ. সামাজিক উন্নয়ন
- ঘ. সবগুলোই
উত্তরঃ অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক উন্নয়ন
- ক. আইনের শাসন
- খ. জবাবদিহিতা
- গ. স্বজনপ্রীতি
- ঘ. ন্যায়পরায়ণতা
উত্তরঃ স্বজনপ্রীতি
29. কোন বিয়ে অনুষ্ঠানে হঠাৎ করে আপনার পোশাকটি বিশ্রীভাবে ছিড়ে নষ্ট হয়ে গেল। এ অবস্থায় কি করবেন?
- ক. ছেঁড়া অংশটুকু ধরে রাখার চেষ্টা করবেন
- খ. বিয়ে বাড়ী ছেড়ে চলে যাবেন
- গ. পোশাকের ছেঁড়া অংশটুকু যেভাবে আছে সেভাবে রাখবেন
- ঘ. আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
উত্তরঃ আপনার কাছাকাছি যারা আছেন তাদের পরামর্শ নেবেন
30. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলেচ্য বিষয়?
- ক. ঐছিক ক্রিয়া
- খ. ইচ্ছা ও নিরপেক্ষ ক্রিয়া
- গ. অনৈচ্ছিক ক্রিয়া
- ঘ. ক ও গ নামক ক্রিয়া
উত্তরঃ ঐছিক ক্রিয়া
- ক. মানষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
- খ. শুধুমাত্র মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাদি নির্ধারণের দিক নির্দেশনা
- গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় মনোভাব
- ঘ. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
উত্তরঃ মানষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
33. সুশাসনের পূর্বশর্ত হচ্ছে -
- ক. মত প্রকাশের স্বাধীনতা
- খ. নিরপেক্ষ বিচার ব্যবস্থা
- গ. প্রশাসনের নিরপেক্ষতা
- ঘ. নিরপেক্ষ আইন ব্যবস্থা
উত্তরঃ মত প্রকাশের স্বাধীনতা
- ক. সুশাসনের সামাজিক দিক
- খ. সুশাসনের মূল্যবোধের দিক
- গ. সুশাসনের অর্থনৈতিক দিক
- ঘ. সুশাসনের গণতান্ত্রিক দিক
উত্তরঃ সুশাসনের অর্থনৈতিক দিক
35. “আইনের চোখে সব নাগরিক সমান।” - বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে?
- ক. ধারা ০৭
- খ. ধারা ৩৭
- গ. ধারা ২৭
- ঘ. ধারা ৪৭
উত্তরঃ ধারা ২৭
36. Johanneshurg Plan of Implementation সুশাসনের সঙ্গে নিচের কোন বিষয়টিকে অধিকতর গুরুত্ব দেয়?
- ক. টেকসই উন্নয়ন
- খ. ধর্মীয় প্রতিষ্ঠানর উন্নয়ন
- গ. সাংস্কৃতিক উন্নয়ন
- ঘ. উপরের কোনটিই নয়
উত্তরঃ টেকসই উন্নয়ন
37. ‘সুশাসন’ শব্দটি সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে?
- ক. জাতিসংঘ
- খ. বিশ্বব্যাংক
- গ. ইউ.এন.ডি.পি
- ঘ. আই.এম.এফ.
উত্তরঃ ইউ.এন.ডি.পি
38. নিপপেক্ষ ও শক্তিশালী গণমাধ্যমের অনুপস্থিতি কিসের অন্তরায়?
- ক. সামাজিক অবক্ষয়ের
- খ. সুশাসনের
- গ. মূল্যবোধ অবক্ষয়ের
- ঘ. শিক্ষার গুণগতমানের
উত্তরঃ সুশাসনের
39. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় -
- ক. খুবই হতাশাবোধ করবেন
- খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
- গ. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
- ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
উত্তরঃ সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
40. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থখাপকের অত্যাবশকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?
- ক. দায়িত্বশীলতা
- খ. নৈতিকতা
- গ. দক্ষতা
- ঘ. সরলতা
উত্তরঃ দায়িত্বশীলতা
41. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?
- ক. সত্য ও ন্যায়
- খ. স্বার্থতকা
- গ. শঠতা
- ঘ. অসহিষ্ণুতা
উত্তরঃ সত্য ও ন্যায়
- ক. যেখানে সচেতনতা নেই
- খ. যেখানে শিক্ষা নেই
- গ. যেখানে সংবাদ মাধ্যম নেই
- ঘ. যেখানে দেশপ্রেম নেই
উত্তরঃ যেখানে শিক্ষা নেই
43. ধর্মীয় দর্শন কিসের ভিত্তি?
- ক. সমাজকর্মীর মূল্যবোধ ভিত্তি
- খ. সমাজকর্মের মূল্যবোধের ভিত্তি
- গ. সামাজিক মূল্যবোধের ভিত্তি
- ঘ. বিশেষ মূল্যবোধের ভিত্তি
উত্তরঃ সামাজিক মূল্যবোধের ভিত্তি
44. গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার প্রয়োজন কেন?
- ক. গণতন্ত্রের চর্চা করার জন্য
- খ. ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য
- গ. জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
- ঘ. গণতন্ত্র সম্পর্কে জানার জন্য
উত্তরঃ ব্যক্তি স্বাধীনতা নিশ্চিত করার জন্য
45. ব্যাংক রেট (সুদের হার) কি?
- ক. বিনিযোগ রেট
- খ. কেন্দ্রীয় ব্যাংকের রেট
- গ. বাণিজ্যিক ব্যাংকের রেট
- ঘ. বিশেষায়িত ব্যাংকের রেট
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংকের রেট
46. আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য?
- ক. নৈতিক
- খ. সামাজিক কর্তব্য
- গ. রাজনৈতিক
- ঘ. পারিবারিক
উত্তরঃ রাজনৈতিক
47. শিল্পবিপ্লব সামাজিক মূল্যবোধের -
- ক. উন্নয়ন ঘটিয়েছে
- খ. অবক্ষয় ঘটিয়েছে
- গ. ধারণা বদলে দিয়েছে
- ঘ. কোনো পরিবর্তন করেনি
উত্তরঃ অবক্ষয় ঘটিয়েছে
48. মৌল মানবিক চাহিদা কয় ধরনের?
- ক. দুই ধরনের
- খ. চার ধরনের
- গ. পাঁচ ধরনের
- ঘ. ছয় ধরনের
উত্তরঃ পাঁচ ধরনের
- ক. মানুষের ছেলেমেয়েদের নিয়ন্ত্রণের মানদণ্ড
- খ. মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদণ্ড
- গ. মানুষের সম্পত্তি নিয়ন্ত্রণের মানদণ্ড
- ঘ. মানুষের টাকা-পয়সা নিয়ন্ত্রণের মানদণ্ড
উত্তরঃ মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদণ্ড