নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন
101. রাষ্ট্র ও সমাজে দুর্নীতি প্রবণতার জন্য সবচেয়ে বেশি দায়ী -
- ক. আইনের প্রয়োগের অভাব
- খ. নৈতিকতা ও মূল্যবোধের অভাব
- গ. দুর্বল পরিবীক্ষণ ব্যবস্থা
- ঘ. অসৎ নেতৃত্ব
উত্তরঃ নৈতিকতা ও মূল্যবোধের অভাব
102. প্রাথমিকভাবে একজন মানুষের মানবীয় গুণাবলী ও সামাজিক মূল্যবোধের বিকাশ ঘটে -
- ক. সমাজে বসবাসের মাধ্যমে
- খ. বিদ্যালয়ে
- গ. পরিবারে
- ঘ. রাষ্ট্রের মাধ্যমে
উত্তরঃ পরিবারে
103. সততার জন্য সদিচ্ছার কথা বলেছেন -
- ক. ডেকার্ট
- খ. ডেভিড হিউম
- গ. ইমানুয়েল কান্ট
- ঘ. জন লক
উত্তরঃ ইমানুয়েল কান্ট
104. যে গুণের মাধ্যমে মানুষ ‘ভুল’ ও ‘শুদ্ধ’ এর পার্থক্য নির্ধারণ করতে পারে, তা হচ্ছে -
- ক. সততা
- খ. সদাচার
- গ. কর্তব্যবোধ
- ঘ. মূল্যবোধ
উত্তরঃ মূল্যবোধ
105. জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে ‘শুদ্ধাচার’ হচ্ছে -
- ক. শুদ্ধভাবে কার্যসম্পাদনের কৌশল
- খ. সরকারী কর্মকর্তাদের আচরণের মানদণ্ড
- গ. সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
- ঘ. দৈনন্দিন কার্যক্রমে অনুসৃতব্য মানদণ্ড
উত্তরঃ সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ
106. বাংলাদেশে দুর্নীতিকে দণ্ডনীয় ঘোষণা করা হয়েছে যে বিধানে -
- ক. ১৮৬০ সালে প্রণীত দণ্ডবিধিতে
- খ. ২০০৪ সালে প্রণীত দুর্নীতি দমন কমিশন আইনে
- গ. ২০১৮ সালে প্রণীত সরকারী কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালাতে
- ঘ. উপরের সবগুলোতে
উত্তরঃ উপরের সবগুলোতে
107. অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে -
- ক. দুর্নীতি দূর হয়
- খ. বিনিয়োগ বৃদ্ধি পায়
- গ. আইনের শাসন প্রতিষ্ঠিত হয়
- ঘ. কোনোটিই নয়
উত্তরঃ বিনিয়োগ বৃদ্ধি পায়
109. গণতান্ত্রিক মূল্যবোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান -
- ক. নেতৃত্বের প্রতি আনুগত্য
- খ. স্বচ্ছ নির্বাচন কমিশন
- গ. শক্তিশালী রাজনৈতিক দল
- ঘ. পরমসহিষ্ণুতা
উত্তরঃ পরমসহিষ্ণুতা
- ক. সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।
- খ. প্রভাবশালী ব্যক্তি বা ব্যক্তিবর্গের স্বার্থ জড়িত থাকে।
- গ. সরকারি স্বার্থ জড়িত থাকে
- ঘ. উর্ধ্বতন কর্তৃপক্ষের স্বার্থ জড়িত থাকে।
উত্তরঃ সিদ্ধান্ত গ্রহণকারী কর্মকর্তার নিজের বা পরিবারের সদস্যদের স্বার্থ জড়িত থাকে।