নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন
- ক. কম্পটন ও গ্যালাওয়ে
- খ. জি ক্যাটান্স
- গ. এম ডব্লিউ পামফ্রে
- ঘ. এম স্পেন্সার
উত্তরঃ কম্পটন ও গ্যালাওয়ে
52. সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে কোন মূল্যবোধকে গ্রহণ করে?
- ক. ধর্মীয় মূল্যবোধ
- খ. পেশাগত মূল্যবোধ
- গ. ইতিবাচক মূল্যবোধ
- ঘ. বিশেষ মূল্যবোধ
উত্তরঃ ধর্মীয় মূল্যবোধ
- ক. মূল্যবোধ নিরপেক্ষ
- খ. মূল্যবোধ নির্দেশিত
- গ. দক্ষতা নিরপেক্ষ
- ঘ. জ্ঞান নিরপেক্ষ
উত্তরঃ মূল্যবোধ নির্দেশিত
55. কোন দেশের মূল্যবোধ খুবই নতুন প্রকৃতির?
- ক. ভারত
- খ. চীন
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. ইতালি
উত্তরঃ অস্ট্রেলিয়া
56. গণতন্ত্র, জনকল্যাণ ও পুঁজিবাদ - এ তিনের সমন্বয়ে গড়া কল্যাণ রাষ্ট্রের ধারণার প্রবক্তা কে?
- ক. টি এইচ মার্শাল
- খ. জন মিল
- গ. ম্যালকম রিজ
- ঘ. এডাম স্মিথ
উত্তরঃ টি এইচ মার্শাল
57. A person who belives that laws and governments are not necessary is known as -
- ক. a militant
- খ. an anarchist
- গ. a terrorist
- ঘ. an extremist
উত্তরঃ an anarchist
58. আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা?
- ক. অর্থনৈতিক
- খ. মানবাধিকার
- গ. ধর্মীয়
- ঘ. খেলাধুলা
উত্তরঃ মানবাধিকার
59. Almond ও Powel চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন -
- ক. ৩ ভাগে
- খ. ৪ ভাগে
- গ. ৫ ভাগে
- ঘ. ৬ ভাগে
উত্তরঃ ৩ ভাগে
60. তথ্য পাওয়া মানুষের কী ধরনের অধিকার?
- ক. রাজনৈতিক
- খ. অর্থনৈতিক
- গ. মৌলিক
- ঘ. সামাজিক
উত্তরঃ রাজনৈতিক
61. বাংলাদেশে ‘নব - নৈতিকতা’র প্রবর্তক হলেন -
- ক. মোহাম্মদ বরকতুল্লাহ
- খ. জি. সি. দেব
- গ. আরজ আলী মাতুব্বর
- ঘ. আবদুল মতীন
উত্তরঃ আরজ আলী মাতুব্বর
62. ‘আমরা যে সমাজেই বসবাস করি না কেন, আমরা সকলেই ভালো নাগরিক হওয়ার প্রত্যাশা করি’। এটি -
- ক. নৈতিক অনুশাসন
- খ. রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
- গ. আইনের শাসন
- ঘ. আইনের অধ্যাদেশ
উত্তরঃ রাজনৈতিক ও সামাজিক অনুশাসন
- ক. গণতন্ত্র
- খ. বিচার ব্যবস্থা
- গ. সংবিধান
- ঘ. আইনের শাসন
উত্তরঃ আইনের শাসন
64. ‘বিপরীত বৈষম্য’ - এর নীতিটি প্রয়োগ করা হয় -
- ক. নারীদের ক্ষেত্রে
- খ. সংখ্যালঘুদের ক্ষেত্রে
- গ. প্রতিবন্ধীদের ক্ষেত্রে
- ঘ. পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে
উত্তরঃ সংখ্যালঘুদের ক্ষেত্রে
65. মূলবোধ হলো -
- ক. মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
- খ. মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
- গ. সমাজ জীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
- ঘ. মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলির দিক নির্দেশনা
উত্তরঃ মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
66. জাতিসংঘের অভিমত অনুসারে সুশাসনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো -
- ক. দারিদ্র বিমোচন
- খ. মৌলিক অধিকার
- গ. মৌলিক স্বাধীনতার উন্নয়ন
- ঘ. নারীদের উন্নয়ন ও সুরক্ষা
উত্তরঃ মৌলিক স্বাধীনতার উন্নয়ন
67. সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের কর্তব্য হলো -
- ক. সরকার পরিচালনায় সাহায্য করা
- খ. নিজের অধিকার ভোগ করা
- গ. সৎভাবে ব্যবসা-বাণিজ্য করা
- ঘ. নিয়মিত কর প্রদান করা
উত্তরঃ নিয়মিত কর প্রদান করা
68. জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে?
- ক. ১৯৪৮
- খ. ১৯৫৬
- গ. ১৯৪৫
- ঘ. ২০০০
উত্তরঃ ১৯৪৮
69. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সাথে ঘনিষ্ঠ প্রত্যয় হলো -
- ক. সুশাসন
- খ. আইনের শাসন
- গ. রাজনীতি
- ঘ. মানবাধিকার
উত্তরঃ সুশাসন
- ক. গাণিতিক সমাধান
- খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
- গ. সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান
- ঘ. একটি দার্শনিক সম্প্রদায়ের নাম
উত্তরঃ দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা
71. একজন জনপ্রশাসকের মৌলিক মূল্যবোধ হলো -
- ক. স্বাধীনতা
- খ. ক্ষমতা
- গ. জনকল্যাণ
- ঘ. কর্মদক্ষতা
উত্তরঃ জনকল্যাণ
72. মানুষের কোন ক্রিয়া নীতিবিদ্যার আলোচ্য বিষয়?
- ক. ঐচ্ছিক ক্রিয়া
- খ. ইচ্ছা নিরপেক্ষ ক্রিয়া
- গ. অনৈচ্ছিক ক্রিয়া
- ঘ. ক ও গ নামক ক্রিয়া
উত্তরঃ ক ও গ নামক ক্রিয়া
73. “তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন - সাহেবের কথা। ”
- ক. আইয়ুব খান
- খ. ইয়াহিয়া খান
- গ. ভুট্টো
- ঘ. কিসিঞ্জার
উত্তরঃ ভুট্টো
74. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?
- ক. সামাজিক মূল্যবোধ
- খ. ইতিবাচক মূল্যবোধ
- গ. গণতান্ত্রিক মূল্যবোধ
- ঘ. নৈতিক মূল্যবোধ
উত্তরঃ গণতান্ত্রিক মূল্যবোধ
75. কে কর্তব্যের নৈতিকতার ধারণা প্রবর্তন করেন?
- ক. হ্যানন্ড উইলসন
- খ. এডওয়ার্ড ওসবর্ন ইউলসন
- গ. জন স্টুয়ার্ট মিল
- ঘ. ইমানুয়েল কান্ট
উত্তরঃ ইমানুয়েল কান্ট