মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক
1. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
- ক. কবিগান
- খ. পুঁথি সাহিত্য
- গ. নাথ সাহিত্য
- ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
2. ‘উজবুক’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. ফার্সি
- খ. তুর্কি
- গ. পর্তুগিজ
- ঘ. আরবি
3. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
- ক. হ্যারি এস. ট্রম্যান
- খ. ফ্রাঙ্কলিন রুজভেল্ট
- গ. জেমস মানরো
- ঘ. তথ্যটি সঠিক নয়
4. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
- ক. ১৯৪৫ সাল হতে
- খ. ১৯৪৬ সাল হতে
- গ. ১৯৪৭ সাল হতে
- ঘ. ১৯৪৮ সাল হতে
5. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
- ক. আমিষ
- খ. আয়োডিন
- গ. স্নেহ
- ঘ. লৌহ
- ক. Magnetic Ink Character Reader
- খ. Magnetic Ink Case Reader
- গ. Magnetic Ink Code Reader
- ঘ. কোনটিই নয়
8. ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
- ক. তামসিক
- খ. বারুই
- গ. পান-ব্যবসায়ী
- ঘ. পর্ণকার
9. কোন লঘিষ্ঠ সংখ্যাকে ১২ এবং ১৬ দ্বারা ভাগ করলে অবশিষ্ট হবে যথাক্রমে ৫ এবং ৯ হবে?
- ক. ৪৮
- খ. ৩৯
- গ. ৫৩
- ঘ. ৪১
10. যদি 12 সদস্য বিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?
- ক. 25%
- খ. 40%
- গ. 15%
- ঘ. 20%
11. কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
- ক. ৩৫
- খ. ৫২
- গ. ২৩
- ঘ. ৩৬
12. বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- ক. গৌরদাস
- খ. চার্লস উইলকিন্স
- গ. পঞ্চানন কর্মকার
- ঘ. গঙ্গাকিশোর ভট্টাচার্য
13. বিভক্তিহীন নাম শব্দকে কী বলে?
- ক. প্রাতিপাদিক
- খ. সাধিত শব্দ
- গ. প্রকৃতি
- ঘ. প্রত্যয়
14. ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, বাংলা ভাষার উদ্ভবকাল কবে?
- ক. ৯৫০ খ্রিস্টাব্দ
- খ. ৬৫০ খ্রিস্টাব্দ
- গ. ৮৫০ খ্রিস্টাব্দ
- ঘ. ৭৫০ খ্রিস্টাব্দ
- ক. ভারতচন্দ্র
- খ. শবরপা
- গ. বিদ্যাপতি
- ঘ. চণ্ডীদাস
16. ‘লায়লী মজুন’ কাব্যের অনুবাদক হলেন -
- ক. সাবিরিদ খান
- খ. সৈয়দ সুলতান
- গ. দৌলত উজির বাহরাম খান
- ঘ. আলাওল
17. ‘রসুল বিজয়’ কাব্যের রচয়িতা কে?
- ক. আব্দুল হাকিম
- খ. শেখ চাঁদ
- গ. মীর মোহাম্মদ শফী
- ঘ. জৈনুদ্দীন
18. ‘গাজী মিয়ার বস্তানী’ কী ধরনের রচনা?
- ক. প্রবন্ধ
- খ. কাব্য
- গ. আত্মজীবনী
- ঘ. নাটক
20. সমুদ্র শব্দের বিপরীত শব্দ হলো -
- ক. স্রোতস্বিনী
- খ. ঊর্মি
- গ. অর্ণব
- ঘ. তরঙ্গ
22. নিপাতনে সিদ্ধ ‘ষ’ এর ব্যবহার রয়েছে কোনটিতে?
- ক. মুমূর্ষু
- খ. অনুষঙ্গ
- গ. বর্ষণ
- ঘ. ভূষণ
23. ‘কনুই থেকে কব্জি পর্যন্ত’ এর সংক্ষেপ হলো -
- ক. রত্নি
- খ. টিবিয়া ফিবুলা
- গ. হাতাংশ
- ঘ. গিরিজা
24. ‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ কী?
- ক. কপট ব্যক্তি
- খ. ঘনিষ্ঠ সম্পর্ক
- গ. হতভাগ্য
- ঘ. মোসাহেব
25. ‘ধন্য তার বসুন্ধরা যার’ - এ বাণীটি নিচের কোন রচনায় উদ্ধুত হয়েছে?
- ক. বিড়াল
- খ. সাম্যবাদী
- গ. অপরিচিতা
- ঘ. চাষার দুক্ষু