স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক

1. বাংলা ভাষায় সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি?

  • ক. সর্বনাম ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • খ. বিশেষ্য ও সর্বনাম এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • গ. সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে
  • ঘ. বিশেষ্য ও বিশেষণ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে

3. ‘জ্যোৎস্নারাত’ কোন সমাস?

  • ক. দ্বিগু
  • খ. তৎপুরুষ
  • গ. বহুব্রীহি
  • ঘ. কর্মধারয়

4. কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুমুক্ষু
  • খ. মুমূক্ষু
  • গ. মূমূক্ষূ
  • ঘ. মূমূক্ষু

5. কোনটি ভিন্নার্থক শব্দ?

  • ক. নৃপতি
  • খ. নগেন্দ্র
  • গ. ভূপতি
  • ঘ. নরেন্দ্র

6. ‘দামিনী’ শব্দের অর্থ কী?

  • ক. রাত্রি
  • খ. ধরিত্রী
  • গ. জলধি
  • ঘ. বিদ্যুৎ

7. ‘সুধীন্দ্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. সুধী + ইন্দ্র
  • খ. সুধি + ইন্দ্র
  • গ. সুধি + ঈন্দ্র
  • ঘ. সুধী + ঈন্দ্র

9. ‘চাতুর্য’ শব্দের বিশেষণ কোনটি?

  • ক. চতুরতা
  • খ. চতুর
  • গ. চতুরালি
  • ঘ. চৈতন্য

10. ‘আগে প্রতি বছর এখানে খেলা হতো’ বাক্যটি কোন ধরনের অতীতকাল নির্দেশ করে?

  • ক. নিত্যবৃত্ত অতীত
  • খ. পুরাঘটিত অতীত
  • গ. ঘটনার অতীত
  • ঘ. সাধারণ অতীত

11. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কোনটি?

  • ক. কল্যাণীয়েষু
  • খ. সুচরিতেষু
  • গ. শ্রদ্ধাস্পদাসু
  • ঘ. প্রাতিভাজনেষু

12. ‘সাহেব’ শব্দের বহুবচন কী?

  • ক. সাহেবগণ
  • খ. সাহেবমন্ডলী
  • গ. সাহেবকুল
  • ঘ. সাহেবান

14. ‘প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে’ বাক্যটির নেতিবাচক রূপ কোনটি?

  • ক. প্রিয়ংবদা যথার্থ কহে নাই
  • খ. প্রিয়ংবদা অযথার্থ কহিয়াছে
  • গ. প্রিয়ংবদা অযথার্থ কহে নাই
  • ঘ. কোনোটিই নয়

15. ‘হরণ করার ইচ্ছা’ - কে এক কথায় কী বলে?

  • ক. জিজ্ঞাসা
  • খ. জিহীর্ষা
  • গ. জিঘাংসা
  • ঘ. জিগীষা

17. কোন বানানটি শুদ্ধ?

  • ক. সুচিস্মিতা
  • খ. সুচিষ্মিতা
  • গ. সুচীস্মিতা
  • ঘ. সুচশ্মতা

18. ‘টীকা ভাষ্য’ অর্থ কী?

  • ক. উৎস খোঁজা
  • খ. নির্ঘণ্ট
  • গ. সার কথা
  • ঘ. ব্যাখ্যা বিশ্লেষণ

19. ‘সব ঝিনুকে মুক্তা মেলে না’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে সপ্তমী
  • খ. কর্তায় দ্বিতীয়া
  • গ. অধিকরণে সপ্তমী
  • ঘ. কর্মে দ্বিতীয়া

20. Synonym of the word 'deteriorate' is -

  • ক. ameliorate
  • খ. improve
  • গ. lessen
  • ঘ. aggravate

21. Which word is correctly spelt?

  • ক. Miscellenous
  • খ. Miscellaneous
  • গ. Misceleneous
  • ঘ. Miscelanous

25. Synonym of 'Charlatan' is -

  • ক. Genuine
  • খ. Wise
  • গ. Sanguise
  • ঘ. Imposter


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics