স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক
51. আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস কোনটি?
- ক. ৫ জুন
- খ. ৭ জুন
- গ. ২৬ ডিসেম্বর
- ঘ. ২৬ জুন
52. ম্যালেরিয়া শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক. ফ্রেন্স
- খ. ইটালিয়ান
- গ. গ্রীক
- ঘ. পর্তুুগিজ
- ক. অপুষ্পক উদ্ভিদ
- খ. ফাংগাস
- গ. অর্কিড
- ঘ. পরজীবী উদ্ভিদ
54. আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তের সংখ্যা ছিল -
- ক. ৩৮ জন
- খ. ৪০ জন
- গ. ৩৬ জন
- ঘ. ৩৫ জন
55. ঐতিহাসিক ‘কাগমারি সম্মেলন’ এর নেতৃত্ব দেন -
- ক. স্যার সলিমুল্লাহ
- খ. শহীদ তিতুমীর‘
- গ. মওলানা ভাসানী
- ঘ. সোহরাওয়ার্দী
56. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য স্বীকৃতি দেয় -
- ক. ৬ জানুয়ারি ১৯৯৭
- খ. ৬ জুন ১৯৯৭
- গ. ৬ অক্টোবর ১৯৯৭
- ঘ. ৬ ডিসেম্বর ১৯৯৭
57. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক ঘোষণা করা হয় -
- ক. ৩ মার্চ ১৯৭১
- খ. ৭ মার্চ ১৯৭০
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ২৬ মার্চ ১৯৭১
58. ‘কালান্তর’ প্রবন্ধের লেখক কে?
- ক. ড. আনিসুজ্জামান
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. কাজী নজরুল ইসলাম
- ঘ. প্রমথ চৌধুরী
59. বাংলাদেশ কোন সনে কমনওয়েলথ -এর সদস্যপদ লাভ করে?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
60. কাজী নজরুল ইসলাম কোন ছবিতে অভিনয় করেছিলেন?
- ক. আয়না
- খ. পথে হলো দেরি
- গ. ধ্রুব
- ঘ. রক্তকবরী
61. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
- ক. ঢাকা
- খ. লাহোর
- গ. করাচি
- ঘ. ইসলামাবাদ
62. নাসা (NASA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৫২
- খ. ১৯৫৪
- গ. ১৯৫৬
- ঘ. ১৯৫৮
63. দুধের মধ্যে যে শর্করা থাকে তার নাম কী?
- ক. সুক্রোজ
- খ. গ্লুকোজ
- গ. হাইড্রোজ
- ঘ. ল্যাকটোজ
There are no comments yet.