৩৫তম বিসিএস প্রিলি
126. ডি.এন.এ অণুর দ্বি-হেলিক্স কাঠামোর জনক কে?
- ক. স্যাংগার ও পলিং
- খ. লুই পাস্তুর ও ওয়াটসন
- গ. ওয়াটসন ও ক্রিক
- ঘ. পলিং ও ক্রিক
127. হিমোগ্লোবিন কোন জাতীয় পদার্থ?
- ক. আমিষ
- খ. আয়োডিন
- গ. স্নেহ
- ঘ. লৌহ
128. কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়?
- ক. ঘোড়া
- খ. উট
- গ. বলগা হরিণ
- ঘ. খেচর
129. pH হলো -
- ক. এসিড নির্দেশক
- খ. ক্ষার নির্দেশক
- গ. এসিড ও ক্ষার নির্দেশক
- ঘ. এসিড, ক্ষার ও নিরপেক্ষতা নির্দেশক
130. গোয়েন্দা বিভাগে নিম্নের কোন রশ্মি ব্যবহৃত হয়?
- ক. বেকেরেল রশ্মি
- খ. X রশ্মি
- গ. গামা রশ্মি
- ঘ. বিটা রশ্মি
131. বিচ্ছিন্ন অবস্থায় একটি পরমাণুর শক্তি -
- ক. যুক্ত অবস্থার চাইতে কম
- খ. যুক্ত অবস্থার চাইতে অধিক
- গ. যুক্ত অবস্থার সমান
- ঘ. কোনটিই সঠিক নয়
132. ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন?
- ক. গায়ের ঘাম বের হতে দেয় না
- খ. বাষ্পায়ন শীতলার সৃষ্টি করে
- গ. পাখার বাতাস শীতল জলীয়বাষ্প ধারণ করে
- ঘ. পাখার বাতাস সরাসরি লোমকূপ দিয়ে শরীরে ঢুকে যায়
133. নিম্নের কোন বাক্যটি সত্য নয়?
- ক. পদার্থের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে
- খ. প্রোটন ধনাত্মক আধানযুক্ত
- গ. ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত
- ঘ. ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে
134. কোনো বস্তুতে আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র হলো -
- ক. এ্যামিটার
- খ. অণুবীক্ষণ যন্ত্র
- গ. ভোল্টমিটার
- ঘ. তড়িৎবীক্ষণ যন্ত্র
135. নিম্নের কোনটি বেকিং পাউডারের মূল উপাদানের সংকেত?
- ক. CaCO3
- খ. NH4HCO3
- গ. NaHCO3
- ঘ. (NH4)2CO3
136. আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু কত ধরনের?
- ক. ২
- খ. ৪
- গ. ৩
- ঘ. ৫
137. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
- ক. ঐচ্ছিক
- খ. বিশেষ ধরনের ঐচ্ছিক
- গ. অনৈচ্ছিক
- ঘ. বিশেষ ধরনের অনৈচ্ছিক
138. কোন গ্রহের তাপমাত্রা তুলনামূলকভাবে অধিক?
- ক. শুক্র
- খ. মঙ্গল
- গ. পৃথিবী
- ঘ. বুধ
139. কীসের স্রোতে নদীখাত গভীর হয়?
- ক. সমুদ্রস্রোত
- খ. বানের স্রোত
- গ. নদীস্রোত
- ঘ. জোয়ার-ভাটার স্রোত
140. বাংলাদেশের সুন্দর বনে কতো প্রজাতির হরিণ দেখা যায়?
- ক. ১
- খ. ৩
- গ. ২
- ঘ. ৪
141. কম্পিউটারের সিস্টেম এ Scanner একটি কোন ধরনের যন্ত্র?
- ক. Input
- খ. উভয়েই
- গ. Output
- ঘ. কোনটিই নয়
142. কম্পিউটারের মূল মেমোরী তৈরি হয় কি দিয়ে?
- ক. এ্যালুমিনিয়াম
- খ. সিলিকন
- গ. প্লাসটিক
- ঘ. কোনটিই নয়
143. Back up প্রোগ্রাম বলতে কী বোঝানো হয়?
- ক. নির্ধারিত ফাইল কপি করা
- খ. আগের প্রোগ্রামে ফিরে যাওয়া
- গ. সর্বশেষ পরিবর্তন Undo করা
- ঘ. কোনটিই নয়
144. একটি প্রতিষ্ঠানে ডিভাইস ভাগাভাগি করে নেয়ার সুবিধা হলো-
- ক. অর্থ সাশ্রয়
- খ. স্থানের সাশ্রয়
- গ. সময় সাশ্রয়
- ঘ. উপরের সবকটি
145. নিচের কোন সাইটটি কেনা-বেচার জন্য নয়?
- ক. ekhanei.com
- খ. google.com
- গ. olx.com
- ঘ. amazon.com
146. নিচের কোনটি ছাড়া Internet-এ প্রবেশ করা করা সহজ নয়?
- ক. Task bar
- খ. Menu bar
- গ. Notification area
- ঘ. Web browser
147. কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
- ক. Read-out
- খ. Read
- গ. Read from
- ঘ. উপরের সবগুলোই
148. MICR-এর পূর্ণরূপ কি?
- ক. Magnetic Ink Character Reader
- খ. Magnetic Ink Case Reader
- গ. Magnetic Ink Code Reader
- ঘ. কোনটিই নয়
149. নিচের কোনটি ডাটাবেজ ল্যাংগুয়েজ?
- ক. Data Definition Language
- খ. Query Language
- গ. Data Manipulation Language
- ঘ. উপরের সবগুলোই
150. সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
- ক. ২০০৪
- খ. ২০০৩
- গ. ২০০৬
- ঘ. ২০০৮