১০ম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল সমপর্যায় ২
76. বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ এডভোকেট কততম রাষ্ট্রপতি ?
- ক. ১৬ তম
- খ. ১৭ তম
- গ. ২০ তম
- ঘ. ২৯ তম
77. সবচেয়ে হালকা গ্যাস কোনটি ?
- ক. হাইড্রোজেন
- খ. হিলিয়াম
- গ. নাইট্রোজেন
- ঘ. অর্গন
78. কোন রক্ত গ্রুপকে সার্বিক গ্রহীতা বলে ?
- ক. A রক্ত গ্রুপকে
- খ. B রক্ত গ্রুপকে
- গ. AB রক্ত গ্রুপকে
- ঘ. O রক্ত গ্রুপকে
79. নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুুত করা হয় ?
- ক. টিএসপি
- খ. সবুজ সার
- গ. পটাশ
- ঘ. ইউরিয়া
80. বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত ?
- ক. ২০.০১ %
- খ. ২১.০১ %
- গ. ২০.৭১ %
- ঘ. ২১.৭১ %
81. ক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য কত ?
- ক. ১১২ টাকা
- খ. ৩৬২ টাকা
- গ. ৩৯২ টাকা
- ঘ. ৩৮৬ টাকা
83. ২৫ঃ৮১ দ্বিভাজিত অনুপাত কোনটি ?
- ক. ৮১ঃ২৫
- খ. ৫ঃ৯
- গ. ২৫/২ঃ৮১/২
- ঘ. ৯ঃ৫
84. ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
- ক. pi*r*r
- খ. ১/২ *ভূমি*উচ্চতা
- গ. ভূমি*উচ্চতা
- ঘ. 2*pi*r*r
86. বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে, বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ একক?
- ক. 5 pi
- খ. 10 pi
- গ. 20 pi
- ঘ. 25 pi
90. x ^21 − y^ 2 , ( x + y ) ^2 , x ^3 + y^ 3 এর গ.সা.গু কত?
- ক. x-y
- খ. x+y
- গ. (x^2-y^2)(x^3+y^3)
- ঘ. (x-y) (x+y)^2(x^2 - xy + y^2)
91. 1 + 1/3 + 1/9......ধারাটির ১ম 5টি পদের সমষ্টি কত?
- ক. 121/81
- খ. 119/81
- গ. 81/121
- ঘ. - 121/81
92. a = √3 + √2 হলে, a^3 + 3a + 3a^-1 + a^-3 এর মান কত?
- ক. 8√2
- খ. 16√1
- গ. 18√3
- ঘ. 24√3
93. a^x = b, by = c, c^z = a হলে, নিচের কোন সম্পর্ক সঠিক?
- ক. a = a^x/yz
- খ. a = a^y/zx
- গ. b = c^x/yz
- ঘ. a = a^xyz
95. ৭ জন লোকের একদিনে একটি কাজের ১/৭ অংশ করে। ৭ দিনে একজন লোক ঐ কাজের কত অংশ করতে পারবে?
- ক. ১/৪৯
- খ. ১/১৪
- গ. ১/৭
- ঘ. সম্পূর্ণ কাজ
96. ১/৪, ৩/১৬, ৯/২০ এর সাধারণ গুণিতক নিচের কোনটি?
- ক. ১/৪
- খ. ৪/৯
- গ. ৯/২০
- ঘ. ৯/৪