ভূগোল বাংলাদেশ ও বিশ্ব পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থপনা
28. নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত?
- ক. ট্রপিক অব ক্যাপ্রিকন
- খ. ট্রপিক অব ক্যানসার
- গ. ইকুয়েটর
- ঘ. আর্কটিক সার্কেল
উত্তরঃ ট্রপিক অব ক্যানসার
29. এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি?
- ক. হ্যালির ধূমকেতু
- খ. হেলবপ ধূমকেতু
- গ. শুমেকার -লেভী ধূমকেতু
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ হেলবপ ধূমকেতু
30. ‘গ্যালিলিও ‘ কী?
- ক. মঙ্গলগ্রহের একটি উপগ্রহ
- খ. বৃহস্পতি গ্রহের একটি উপগ্রহ
- গ. শনি গ্রহের একটি উপগ্রহ
- ঘ. পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
উত্তরঃ পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ
31. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কী বলে?
- ক. ছায়াবৃত্ত
- খ. গুরুতবৃত্ত
- গ. উষা
- ঘ. গোধূলি
উত্তরঃ ছায়াবৃত্ত
32. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত?
- ক. ৭.৬ সে.মি
- খ. ৭৬ সে.মি.
- গ. ৭২ সে.মি.
- ঘ. ৭৭ সে.মি.
উত্তরঃ ৭৬ সে.মি.
33. ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালির অবস্থান?
- ক. হরমুজ
- খ. জিব্রাল্টার
- গ. বসফরাস
- ঘ. দার্দানেলিস
উত্তরঃ জিব্রাল্টার
34. আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি?
- ক. ধ্রুবতারা
- খ. প্রক্সিমা সেন্টরাই
- গ. লুব্ধক
- ঘ. পুলহ
উত্তরঃ লুব্ধক
37. বাংলাদেশের পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -
- ক. প্লাইস্টোসিন যুগের
- খ. টারশিয়ারী যুগের
- গ. মায়োসিন যুগের
- ঘ. ডেবোনিয়ান যুগের
উত্তরঃ টারশিয়ারী যুগের
38. ‘সোয়াচ অব নো গ্রাউন্ড’ এর মানে -
- ক. একটি খেলার মাঠ
- খ. একটি প্লাবন ভূমির নাম
- গ. বঙ্গোপসাগরের একটি খাদের নাম
- ঘ. ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউন্ডের নাম
উত্তরঃ বঙ্গোপসাগরের একটি খাদের নাম
39. কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকা এলাকা -
- ক. মারিস্যা ভ্যালি
- খ. খাগড়া ভ্যালি
- গ. জাবরী ভ্যালি
- ঘ. ভেঙ্গী ভ্যালি
উত্তরঃ ভেঙ্গী ভ্যালি
- ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়ে গেছে
- খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়ে গেছে
- গ. বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে
- ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত?
উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে
41. Hubble Telescope -এর ক্রটি সংশোধনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
- ক. Endeavour
- খ. Challanger
- গ. Pathfinder
- ঘ. Apollo
উত্তরঃ Endeavour
42. ধুমকেতু সুমেকার লেভী -৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
- ক. ১৫ জুলাই, ১৯৯৪
- খ. ১৬ জুলাই, ১৯৯৪
- গ. ১৭ জুলাই, ১৯৯৪
- ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
উত্তরঃ ১৬ জুলাই, ১৯৯৪
43. উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো -
- ক. প্রায় ৬ ঘণ্টা
- খ. প্রায় ১২ ঘণ্টা
- গ. প্রায় ২৪ ঘণ্টা
- ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
উত্তরঃ প্রায় ১২ ঘণ্টা
45. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘণ্টা আগে?
- ক. ৬ ঘণ্টা
- খ. ৫ ১/২ ঘণ্টা
- গ. ৬ ১/২ ঘণ্টা
- ঘ. ৫ ঘণ্টা
উত্তরঃ ৬ ঘণ্টা
47. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় -
- ক. আয়ন বায়ু
- খ. প্রত্যয়ন বায়ু
- গ. মৌসুমী বায়ু
- ঘ. নিয়ত বায়ু
উত্তরঃ নিয়ত বায়ু
48. প্রবল জোয়ারের কারণ ও সময় -
- ক. সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে
- খ. চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে
- গ. পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে
- ঘ. সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে
49. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে -
- ক. মূল মধ্যরেখা
- খ. কর্কট ক্রান্তি রেখা
- গ. মকর ক্রান্তি রেখা
- ঘ. আন্তর্জাতিক তারিখ রেখা
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
50. কিওক্রাডং এর উচ্চতা প্রায় -
- ক. ১০১০ মিটার
- খ. ১৫৩০ মিটার
- গ. ১২৩০ মিটার
- ঘ. ১৩৬৪ মিটার
উত্তরঃ ১২৩০ মিটার